খণ্ডনাটকে মনোযোগী সানজিদা

স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘মান অভিমান’র ৬০০তম পর্বের কাজ শেষ করে নিজেকে এই ধারাবাহিক থেকে সরিয়ে নিয়েছেন সেলিব্রেটি অভিনেত্রী সানজিদা ইসলাম আনিকা। তবে এই ধারাবাহিকে রানু চরিত্রে অভিনয় করেই তার পরিচিতি বেড়েছে। সানজিদা এখন খণ্ড নাটকে কাজ করার প্রতি মনোযোগ বাড়াচ্ছেন। এরইমধ্যে তিনি অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় ‘একটু বেশি গোলমাল’ নাটকের কাজ শেষ করেছেন।

সানজিদা বলেন, ‘অঞ্জন দাদা একজন গুণী নির্মাতা। তার রচনা ও পরিচালনায় নাটকে কাজ করতে পারাটা আমার জন্য অনেক ভালো লাগার। নাটকটির গল্প এবং এতে আমার চরিত্র ভীষণ ভালো লাগেছে। আর নাটকে আমার সহশিল্পী ছিলেন মনোজ প্রামাণিক দাদা। তিনিও আমাকে খুব সহযোগিতা করেছেন। সব মিলিয়ে একটু বেশি গোলমাল নাটকটি বেশ ভালো হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের কাছে ভালো লাগবে।’ ‘স্কর্পিও প্রোডাকসন’ প্রযোজিত এই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে শিগগিরই প্রচার হবে। সানজিদা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘একশো’তে একশো’ নিয়মিতভাবে মাছরাঙ্গা টিভিতে প্রচার হচ্ছে। এছাড়াও তিনি এরইমধ্যে নাজমুল রনির নির্দেশনায় একটি খ- নাটকের কাজ শেষ করেছেন। সানজিদা ইসলাম প্রথম সঞ্জিত সরকারের নির্দেশনায় ‘গায়ে মানে না আপনি মোড়ল’ ধারাবাহিকে অভিনয় করেন। পরবর্তীতে ‘কাগজের ফুল’, ‘ক্যাট হাউস’সহ আরও বেশকিছু নাটকে অভিনয় করেন। সানজিদার গ্রামের বাড়ি বরিশাল। তার বাবা শহীদু ইসলাম শহীদ ও মা নাজনীন আক্তার। তার দুই ভাই বোন সাফি ও আনিসা। রাজধানীর ধানমন্ডির আইএসটিতে বিবিএ’তে অধ্যয়নরত তিনি। তার জন্ম ১৫ নভেম্বর।

মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ , ২৮ পৌষ ১৪২৭, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪২

খণ্ডনাটকে মনোযোগী সানজিদা

বিনোদন প্রতিবেদক |

image

স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘মান অভিমান’র ৬০০তম পর্বের কাজ শেষ করে নিজেকে এই ধারাবাহিক থেকে সরিয়ে নিয়েছেন সেলিব্রেটি অভিনেত্রী সানজিদা ইসলাম আনিকা। তবে এই ধারাবাহিকে রানু চরিত্রে অভিনয় করেই তার পরিচিতি বেড়েছে। সানজিদা এখন খণ্ড নাটকে কাজ করার প্রতি মনোযোগ বাড়াচ্ছেন। এরইমধ্যে তিনি অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় ‘একটু বেশি গোলমাল’ নাটকের কাজ শেষ করেছেন।

সানজিদা বলেন, ‘অঞ্জন দাদা একজন গুণী নির্মাতা। তার রচনা ও পরিচালনায় নাটকে কাজ করতে পারাটা আমার জন্য অনেক ভালো লাগার। নাটকটির গল্প এবং এতে আমার চরিত্র ভীষণ ভালো লাগেছে। আর নাটকে আমার সহশিল্পী ছিলেন মনোজ প্রামাণিক দাদা। তিনিও আমাকে খুব সহযোগিতা করেছেন। সব মিলিয়ে একটু বেশি গোলমাল নাটকটি বেশ ভালো হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের কাছে ভালো লাগবে।’ ‘স্কর্পিও প্রোডাকসন’ প্রযোজিত এই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে শিগগিরই প্রচার হবে। সানজিদা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘একশো’তে একশো’ নিয়মিতভাবে মাছরাঙ্গা টিভিতে প্রচার হচ্ছে। এছাড়াও তিনি এরইমধ্যে নাজমুল রনির নির্দেশনায় একটি খ- নাটকের কাজ শেষ করেছেন। সানজিদা ইসলাম প্রথম সঞ্জিত সরকারের নির্দেশনায় ‘গায়ে মানে না আপনি মোড়ল’ ধারাবাহিকে অভিনয় করেন। পরবর্তীতে ‘কাগজের ফুল’, ‘ক্যাট হাউস’সহ আরও বেশকিছু নাটকে অভিনয় করেন। সানজিদার গ্রামের বাড়ি বরিশাল। তার বাবা শহীদু ইসলাম শহীদ ও মা নাজনীন আক্তার। তার দুই ভাই বোন সাফি ও আনিসা। রাজধানীর ধানমন্ডির আইএসটিতে বিবিএ’তে অধ্যয়নরত তিনি। তার জন্ম ১৫ নভেম্বর।