বাইডেন করোনার দ্বিতীয় ডোজ নিচ্ছেন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন। তার অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ২১ ডিসেম্বর ডেলাওয়্যার ক্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে তিনি ফাইজার-বায়োএনটেক টিকার প্রথম ডোজ নেন। পুরো আয়োজনটি টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়। নিজে টিকা নেয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

টিকার প্রথম ডোজ নেয়ার পর বাইডেন বলেন, ভ্যাকসিন নেয়ার মধ্যে যে উদ্বেগের কিছু নেইÑ লোকজনকে সেটি বোঝাতেই প্রকাশ্যে টিকা নিয়েছেন তিনি। আমেরিকানদের তিনি দেখাতে চান যে, ভ্যাকসিন নেয়া নিরাপদ।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে এর আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিও টিকা নিয়েছেন।

বাইডেন বলেন, ‘টিকা নেয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনো অভিপ্রায় আমার ছিল না। তবে আমি নিশ্চিত করতে চাই, এটি নেয়া যে নিরাপদ আমেরিকার জনগণকে আমরা তা দেখিয়েছি।’

মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ , ২৮ পৌষ ১৪২৭, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪২

বাইডেন করোনার দ্বিতীয় ডোজ নিচ্ছেন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন। তার অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ২১ ডিসেম্বর ডেলাওয়্যার ক্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে তিনি ফাইজার-বায়োএনটেক টিকার প্রথম ডোজ নেন। পুরো আয়োজনটি টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়। নিজে টিকা নেয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

টিকার প্রথম ডোজ নেয়ার পর বাইডেন বলেন, ভ্যাকসিন নেয়ার মধ্যে যে উদ্বেগের কিছু নেইÑ লোকজনকে সেটি বোঝাতেই প্রকাশ্যে টিকা নিয়েছেন তিনি। আমেরিকানদের তিনি দেখাতে চান যে, ভ্যাকসিন নেয়া নিরাপদ।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে এর আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিও টিকা নিয়েছেন।

বাইডেন বলেন, ‘টিকা নেয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনো অভিপ্রায় আমার ছিল না। তবে আমি নিশ্চিত করতে চাই, এটি নেয়া যে নিরাপদ আমেরিকার জনগণকে আমরা তা দেখিয়েছি।’