চান্দিনা ও গাংনীতে সহিংসতা : আহত ২৫

কুমিল্লার চান্দিনা ও মেহেরপুরের গাংনি পৌরসভার নির্বাচনী প্রচারকালে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় ঘটনায় ২৫ জন সমর্থক আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

চান্দিনা

কুমিল্লার চান্দিনায় পৌর নির্বাচনী প্রচারণারকালে দুই মেয়র প্রার্র্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গত সোমবার পৌরসভার ছায়কোট এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়- গত সোমবার সকাল সোয়া ১১টার দিকে নৌকা সমর্থিত স্থানীয় কিছু লোকজন স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা নিয়ে উস্কানিমূলক কথা বলেন। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিত-ার এক পর্যায়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথম দফার সংঘর্ষের পর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্বতন্ত্র মেয়র প্রার্থী শামীম হোসেন অভিযোগ করে বলেন, আমি গণসংযোগ করতে ছায়কোট এলাকায় পৌঁছলে ছালাম কাউন্সিলরের নেতৃত্বে নৌকার লোকজন আমার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এ সময় আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে আমার ৮ জন নেতাকর্মী আহত হয়।

আওয়ামী লীগ মেয়র প্রার্থী শওকত হোসেন ভূইয়া জানান, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন প্রতিদিন গাড়িবহর নিয়ে গণসংযোগের নামে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন। আর যেখানেই নৌকা সমর্থিত লোকজন পাচ্ছেন তাদের মারধর করছেন।

চান্দিনা থানার ওসি শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।

গাংনী

মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনের প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর আড়াইটার দিকে শিশিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান আওয়ামী লীগ প্রার্র্থী আহম্মেদ আলী।

আহতদের কয়েকজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী নাজমুল হোসেন (৩৫), উজ্জল হোসেন (২৫) ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রোকনুজ্জামানকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম জানান, গত সোমবার দুপুরে শিশিরপাড়ায় নির্বাচনী প্রচারে গেলে আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলীর সমর্থকরা অতর্কিত হামলা চালায়। তার কাছে থাকা ৯ রাউন্ড গুলিসহ ব্যক্তিগত রিভলবার (৭.৬ ক্যালিবার) ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর
দুবলার শুঁটকিপল্লীতে অব্যবস্থাপনা ব্যাহত মানসম্পন্ন শুঁটকি উৎপাদন
টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠি : আহত ৩
কাঁঠালিয়ায় স্কুল ও মাদ্রাসার জমি দখল করে বিএনপি নেতার বাগান-খামার
ময়মনসিংহে মাদকাসক্ত শনাক্তে ডোপ টেস্ট শুরু
কর্ণফুলী নদী থেকে নারীর দেহ উদ্ধার
ডুলাহাজারা সাফারিতে ডেরা গেড়েছে ২৩ বন্য হাতি : আতঙ্ক
করিমগগঞ্জে দুটি তক্ষকসহ আটক ১
ভেজাল খেজুরের গুড়ে বাজার সয়লাব হুমকিতে জনস্বাস্থ্য
ঈশ্বরদীতে করোনাকালে ৩৯৫ মাদক মামলা আসামি ৪৬৫
মহেশখালীতে পানচাষিকে কুপিয়ে হত্যা
বোরো মৌসুমের শুরুতেই শ্রমিক সংকট : চাষাবাদ ব্যাহতের আশংঙ্কা
ইয়াবাসহ ধৃত এক প্রতিনিধি, বান্দরবান
গোপালগঞ্জে দুটি ইট ভাটা গুঁড়াল প্রশাসন

বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ , ২৯ পৌষ ১৪২৭, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪২

পৌর নির্বাচন-২০২১

চান্দিনা ও গাংনীতে সহিংসতা : আহত ২৫

সংবাদ ন্যাশনাল ডেস্ক

কুমিল্লার চান্দিনা ও মেহেরপুরের গাংনি পৌরসভার নির্বাচনী প্রচারকালে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় ঘটনায় ২৫ জন সমর্থক আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

চান্দিনা

কুমিল্লার চান্দিনায় পৌর নির্বাচনী প্রচারণারকালে দুই মেয়র প্রার্র্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গত সোমবার পৌরসভার ছায়কোট এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়- গত সোমবার সকাল সোয়া ১১টার দিকে নৌকা সমর্থিত স্থানীয় কিছু লোকজন স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা নিয়ে উস্কানিমূলক কথা বলেন। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিত-ার এক পর্যায়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথম দফার সংঘর্ষের পর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্বতন্ত্র মেয়র প্রার্থী শামীম হোসেন অভিযোগ করে বলেন, আমি গণসংযোগ করতে ছায়কোট এলাকায় পৌঁছলে ছালাম কাউন্সিলরের নেতৃত্বে নৌকার লোকজন আমার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এ সময় আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে আমার ৮ জন নেতাকর্মী আহত হয়।

আওয়ামী লীগ মেয়র প্রার্থী শওকত হোসেন ভূইয়া জানান, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন প্রতিদিন গাড়িবহর নিয়ে গণসংযোগের নামে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন। আর যেখানেই নৌকা সমর্থিত লোকজন পাচ্ছেন তাদের মারধর করছেন।

চান্দিনা থানার ওসি শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।

গাংনী

মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনের প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর আড়াইটার দিকে শিশিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান আওয়ামী লীগ প্রার্র্থী আহম্মেদ আলী।

আহতদের কয়েকজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী নাজমুল হোসেন (৩৫), উজ্জল হোসেন (২৫) ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রোকনুজ্জামানকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম জানান, গত সোমবার দুপুরে শিশিরপাড়ায় নির্বাচনী প্রচারে গেলে আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলীর সমর্থকরা অতর্কিত হামলা চালায়। তার কাছে থাকা ৯ রাউন্ড গুলিসহ ব্যক্তিগত রিভলবার (৭.৬ ক্যালিবার) ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।