এবার পাহাড়ি গান নিয়ে কাজী সোমা

গেল বছর ১৭ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয় কাজী সোমার প্রথম মৌলিক গান ‘বাবুয়া বাবুয়া’। এরই মধ্যে কাজী সোমা নতুন আরও একটি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন। এবারই প্রথম তিনি একটি পাহাড়ি গান গাইলেন। গানের কথা হচ্ছে ‘তুই পাহাড় হই ঠাঁই দিও’। গানটি লিখেছেন কামরুল হাসান সোহাগ এবং সুর সঙ্গীত করেছেন মো. সেলিম। কাজী সোমা জানান আগামী কিছুদিনের মধ্যেই সিলেটের পাহাড়িয়া এলাকায় গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। কোরিওগ্রাফার হিসেবে থাকবেন ইউসুফ খান। তবে গানটি কোন ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে তা এখনও নিশ্চিত নয় বলে জানান কাজী সোমা। প্রথমবারের মতো পাহাড়ি গান গাওয়া প্রসঙ্গে কাজী সোমা বলেন, ‘এর আগে এই ধরনের গান খুব কম করা হয়েছে। আমার ইচ্ছে ছিল একটি পাহাড়ি গান গাওয়ার। সেই ভাবনা থেকেই মূলত এই গানটি গাওয়া। গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি গানটি প্রকাশ পেলে শ্রোতা দর্শকের ভালো লাগবে।’

এদিকে আজ কাজী সোমার জন্মদিন। জন্মদিন মাসহ পরিবারের সবার সঙ্গেই ঘরোয়াভাবে দিনটি উদ্যাপন করবেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ , ২৯ পৌষ ১৪২৭, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪২

এবার পাহাড়ি গান নিয়ে কাজী সোমা

বিনোদন প্রতিবেদক |

image

গেল বছর ১৭ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয় কাজী সোমার প্রথম মৌলিক গান ‘বাবুয়া বাবুয়া’। এরই মধ্যে কাজী সোমা নতুন আরও একটি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন। এবারই প্রথম তিনি একটি পাহাড়ি গান গাইলেন। গানের কথা হচ্ছে ‘তুই পাহাড় হই ঠাঁই দিও’। গানটি লিখেছেন কামরুল হাসান সোহাগ এবং সুর সঙ্গীত করেছেন মো. সেলিম। কাজী সোমা জানান আগামী কিছুদিনের মধ্যেই সিলেটের পাহাড়িয়া এলাকায় গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। কোরিওগ্রাফার হিসেবে থাকবেন ইউসুফ খান। তবে গানটি কোন ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে তা এখনও নিশ্চিত নয় বলে জানান কাজী সোমা। প্রথমবারের মতো পাহাড়ি গান গাওয়া প্রসঙ্গে কাজী সোমা বলেন, ‘এর আগে এই ধরনের গান খুব কম করা হয়েছে। আমার ইচ্ছে ছিল একটি পাহাড়ি গান গাওয়ার। সেই ভাবনা থেকেই মূলত এই গানটি গাওয়া। গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি গানটি প্রকাশ পেলে শ্রোতা দর্শকের ভালো লাগবে।’

এদিকে আজ কাজী সোমার জন্মদিন। জন্মদিন মাসহ পরিবারের সবার সঙ্গেই ঘরোয়াভাবে দিনটি উদ্যাপন করবেন বলে জানিয়েছেন তিনি।