ফসলি জমি রক্ষা করুন

বাড়িঘর, রাস্তাঘাট, মসজিদ-মাদরাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানা নির্মাণে ব্যবহারের কারণে প্রতিদিনই কমছে কৃষি জমি। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, বছরে যে পরিমাণ কৃষিজমি কমছে, তার অর্ধেকই যাচ্ছে অনুৎপাদনশীল খাতে। অনেকে চাকরির ওপর নির্ভরশীল হওয়ায় কৃষি জমির কোন প্রয়োজনবোধ করছেন না। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েক দশকে দেশে কৃষি জমির সংকট দেখা দেবে।

‘জাতীয় ভূমি ব্যবহার নীতি-২০১০’ এবং ‘কৃষিজমি সুরক্ষা ও ভূমি জোনিং আইন-২০১০’ অনুযায়ী কৃষিজমি কৃষি কাজ ছাড়া অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে আইন থাকলেও শাস্তির বিষয়টি স্পষ্ট নয়। আইন সংস্কার করতে হবে। ফসলি জমি শুধু ফসল আবাদের জন্যই, অন্যথায় কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

ফসলি জমি রক্ষা করতে গ্রামাঞ্চলেও সরকারি-বেসরকারিভাবে গৃহায়ন প্রকল্পের মাধ্যমে বহুতল ভবন নির্মাণ করতে হবে। এতে করে আবাদি জমিতে বাড়ি নির্মাণ বন্ধ হবে।

শাকিবুল হাসান

বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ , ২৯ পৌষ ১৪২৭, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪২

ফসলি জমি রক্ষা করুন

বাড়িঘর, রাস্তাঘাট, মসজিদ-মাদরাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানা নির্মাণে ব্যবহারের কারণে প্রতিদিনই কমছে কৃষি জমি। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, বছরে যে পরিমাণ কৃষিজমি কমছে, তার অর্ধেকই যাচ্ছে অনুৎপাদনশীল খাতে। অনেকে চাকরির ওপর নির্ভরশীল হওয়ায় কৃষি জমির কোন প্রয়োজনবোধ করছেন না। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েক দশকে দেশে কৃষি জমির সংকট দেখা দেবে।

‘জাতীয় ভূমি ব্যবহার নীতি-২০১০’ এবং ‘কৃষিজমি সুরক্ষা ও ভূমি জোনিং আইন-২০১০’ অনুযায়ী কৃষিজমি কৃষি কাজ ছাড়া অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে আইন থাকলেও শাস্তির বিষয়টি স্পষ্ট নয়। আইন সংস্কার করতে হবে। ফসলি জমি শুধু ফসল আবাদের জন্যই, অন্যথায় কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

ফসলি জমি রক্ষা করতে গ্রামাঞ্চলেও সরকারি-বেসরকারিভাবে গৃহায়ন প্রকল্পের মাধ্যমে বহুতল ভবন নির্মাণ করতে হবে। এতে করে আবাদি জমিতে বাড়ি নির্মাণ বন্ধ হবে।

শাকিবুল হাসান