চিম্বুককে কেন্দ্র করে গড়ে উঠুক শৈল শহর

বান্দরবান পার্বত্য জেলা সদর থেকে ২৬ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়। সমুদ্রপৃষ্ঠ হতে এই পাহাড়ের উচ্চতা ১৫০০ ফুট। চিম্বুক পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত যে কোনো পর্যটককে আকৃষ্ট করবে। কিন্তু আজও এই পাহাড়ি জনপদে গড়ে ওঠেনি পর্যটন কেন্দ্র।

চিম্বুকে রয়েছে বান্দরবান জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি রেস্টহাউজ, কিন্তু তা পর্যটকদের জন্য উন্মুক্ত নয়। চিম্বুকের চৌহদ্দির মধ্যে নেই কোন প্রাইভেট আবাসিক হোটেল মোটেল যেখানে গিয়ে রাত যাপন করা যেতে পারে। অথচ এই চিম্বুক পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠতে পারে সুন্দর একটি উপজেলা শহর আর তা বাস্তবায়িত হলে বাংলাদেশের চিম্বুক হতে পারে একটি শৈল শহর।

চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে দেখা যায় আঁকাবাঁকা পথ; দুই পাশের চমৎকার প্রাকৃতিক দৃশ্য; সর্পিল সাঙ্গু নদী; ঝরনা আরও কত কি। আর চিম্বুক পাহাড়ে মেলে মেঘের স্পর্শ- দেখে মনে হবে চিম্বুক যেন এক স্বর্গের দেশ। তাই চিম্বুক পাহাড় ও এর আশপাশ এলাকা নিয়ে একটি শহর গড়ে তোলা জরুরি। পরিকল্পিতভাবে পাহাড়ি শহর গড়ে উঠলে এই জনপদে লাগবে উন্নয়নের ছোঁয়া। আর নৈসর্গিক সৌন্দর্য

অবলোকনের জন্য দলে দলে দেশ বিদেশের পর্যটকরা আসবে চিম্বুকের পথে।

লিয়াকত হোসেন খোকন

বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ , ২৯ পৌষ ১৪২৭, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪২

চিম্বুককে কেন্দ্র করে গড়ে উঠুক শৈল শহর

বান্দরবান পার্বত্য জেলা সদর থেকে ২৬ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়। সমুদ্রপৃষ্ঠ হতে এই পাহাড়ের উচ্চতা ১৫০০ ফুট। চিম্বুক পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত যে কোনো পর্যটককে আকৃষ্ট করবে। কিন্তু আজও এই পাহাড়ি জনপদে গড়ে ওঠেনি পর্যটন কেন্দ্র।

চিম্বুকে রয়েছে বান্দরবান জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি রেস্টহাউজ, কিন্তু তা পর্যটকদের জন্য উন্মুক্ত নয়। চিম্বুকের চৌহদ্দির মধ্যে নেই কোন প্রাইভেট আবাসিক হোটেল মোটেল যেখানে গিয়ে রাত যাপন করা যেতে পারে। অথচ এই চিম্বুক পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠতে পারে সুন্দর একটি উপজেলা শহর আর তা বাস্তবায়িত হলে বাংলাদেশের চিম্বুক হতে পারে একটি শৈল শহর।

চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে দেখা যায় আঁকাবাঁকা পথ; দুই পাশের চমৎকার প্রাকৃতিক দৃশ্য; সর্পিল সাঙ্গু নদী; ঝরনা আরও কত কি। আর চিম্বুক পাহাড়ে মেলে মেঘের স্পর্শ- দেখে মনে হবে চিম্বুক যেন এক স্বর্গের দেশ। তাই চিম্বুক পাহাড় ও এর আশপাশ এলাকা নিয়ে একটি শহর গড়ে তোলা জরুরি। পরিকল্পিতভাবে পাহাড়ি শহর গড়ে উঠলে এই জনপদে লাগবে উন্নয়নের ছোঁয়া। আর নৈসর্গিক সৌন্দর্য

অবলোকনের জন্য দলে দলে দেশ বিদেশের পর্যটকরা আসবে চিম্বুকের পথে।

লিয়াকত হোসেন খোকন