নিশীতার সামাজিক সম্প্রীতি

চট্টগ্রামের আঞ্চলিক গানে কণ্ঠ দিলেন নিশীতা বড়ুয়া। গানের শিরোনাম ‘সামাজিক সম্প্রীতি’। গানটি লিখেছেন আশিক বন্ধু। এর আগেও তার লেখা একটি গানে কণ্ঠ দিয়েছিলেন নিশীতা বড়ুয়া। ‘সামাজিক সম্প্রীতি’ গানটির সুর সঙ্গীত করেছেন সুমন কল্যাণ। গানটির রেকর্ডিং শেষে স্টুডিওতেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেন জাফর আল মামুন। গানটি প্রসঙ্গে নিশীতা বড়ুয়া বলেন, ‘আজকাল সামাজিক সম্প্রীতি কমে যাচ্ছে মানুষের মধ্যে। তাই নিয়ে একটি নারী ফাউন্ডেশনের উদ্যোগ। আসলে যে কোন বার্তা স্বাভাবিকভাবে বললে মানুষ যেভাবে নেয়, গানে গানে বললে হয়তো আরও গভীরভাবে আত্মস্থ করে। চট্টগ্রামের ভাষায় গানটি করে খুবই ভালো লেগেছে। এর আগেও চট্টগ্রামের ভাষায় গান গেয়েছি। কিন্তু এটা অন্যান্য গানের চেয়ে একটু ব্যতিক্রম। আশাকরি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ গীতিকার আশিক বন্ধু বলেন, ‘এই গান আমার জীবনের সেরা গান। যে গানটি আমাকে কাঁদিয়েছে, ভাবিয়েছে মানুষ, মানবতা ও সততা নিয়ে। এমন ভালো গান আমি নিয়মিত লিখে যেতে চাই, যে গান আমাকে শান্তি দেবে নির্দ্বিধায়।

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ , ৩০ পৌষ ১৪২৭, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪২

নিশীতার সামাজিক সম্প্রীতি

বিনোদন প্রতিবেদক |

image

চট্টগ্রামের আঞ্চলিক গানে কণ্ঠ দিলেন নিশীতা বড়ুয়া। গানের শিরোনাম ‘সামাজিক সম্প্রীতি’। গানটি লিখেছেন আশিক বন্ধু। এর আগেও তার লেখা একটি গানে কণ্ঠ দিয়েছিলেন নিশীতা বড়ুয়া। ‘সামাজিক সম্প্রীতি’ গানটির সুর সঙ্গীত করেছেন সুমন কল্যাণ। গানটির রেকর্ডিং শেষে স্টুডিওতেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেন জাফর আল মামুন। গানটি প্রসঙ্গে নিশীতা বড়ুয়া বলেন, ‘আজকাল সামাজিক সম্প্রীতি কমে যাচ্ছে মানুষের মধ্যে। তাই নিয়ে একটি নারী ফাউন্ডেশনের উদ্যোগ। আসলে যে কোন বার্তা স্বাভাবিকভাবে বললে মানুষ যেভাবে নেয়, গানে গানে বললে হয়তো আরও গভীরভাবে আত্মস্থ করে। চট্টগ্রামের ভাষায় গানটি করে খুবই ভালো লেগেছে। এর আগেও চট্টগ্রামের ভাষায় গান গেয়েছি। কিন্তু এটা অন্যান্য গানের চেয়ে একটু ব্যতিক্রম। আশাকরি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ গীতিকার আশিক বন্ধু বলেন, ‘এই গান আমার জীবনের সেরা গান। যে গানটি আমাকে কাঁদিয়েছে, ভাবিয়েছে মানুষ, মানবতা ও সততা নিয়ে। এমন ভালো গান আমি নিয়মিত লিখে যেতে চাই, যে গান আমাকে শান্তি দেবে নির্দ্বিধায়।