খুলনায় করোনা ভ্যাকসিনের প্রাথমিক চাহিদা ৯৭ হাজার

খুলনায় প্রথমধাপে করোনা ভ্যাকসিনের ৯৭ হাজার ডোজের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলাবাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ মহামারী সময়ে সম্মুখসারির প্রতিষ্ঠানগুলোর জন্য এই চাহিদার কথা জানানো হয়েছে।

খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, জানুয়ারির শেষদিকে বাংলাদেশে করোনার টিকা পৌঁছাবে বলে মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে মানুষকে দেয়া সম্ভব হবে। প্রথমদিকে কারা টিকা নিতে পারবেন, কতজন নিতে পারবেন ইতোমধ্যে সে তথ্য নির্ধারণ ও প্রকাশ করেছে মন্ত্রণালয়। তৃণমূলে এই টিকা সঠিকভাবে পৌঁছানোর উদ্দেশ্যে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

সিভিল সার্জন বলেন, করোনার টিকা প্রদানের প্রাথমিক প্রস্তুতি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসক সভাপতি, তিনি সদস্য সচিব এবং সংসদ সদস্যদের উপদেষ্টা করে কমিটি তৈরি করা হয়েছে।

তিনি বলেন, খুলনায় ওয়াল্ক ইন কুলার রুম টাইপ ফ্রিজ নেই। এটি খুলনা বিভাগের গোপালগঞ্জে আছে। যে কারণে টিকা সংরক্ষণ ও প্রদানে খুলনায় ব্যবহৃত হবে আইস লার্নিং রেফ্রিজারেটর। সেজন্য জেলার ৩৩টি আইএলআর প্রস্তুত এবং আরও ১০টি আইএলআর মেশিনের চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এছাড়া করোনার টিকা দেয়ার সঙ্গে যারা মাঠপর্যায়ে যুক্ত থাকবেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকা থেকে সিদ্ধান্ত এলেই তাদের প্রশিক্ষণ শুরু হবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে চার শ্রেণীর মানুষ এই টিকা নিতে পারবেন না। ১৮ বছরের কম বয়সী, অন্তঃসত্ত্বা মা, যেসব মা শিশুদের দুধ পান করান তারা ও করোনা পজিটিভ হওয়ার চার সপ্তাহের মধ্যে কেউ এই টিকা নিতে পারবেন না।

এমনকি করোনা নেগেটিভ হওয়ার পর সিমটম থাকলেও কেউ টিকা নিতে পারবেন না।

আরও খবর
সদরপুরে স্কুল-জনবসতির কাছে ইটভাটা : হুমকিতে জনস্বাস্থ্য
ঘুষ না পেয়ে জেলেকে হরিণ শিকারি সাজিয়ে মামলা দেয়ার অভিযোগ
কর্মশালায় বক্তারা কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি অনেক জেলার তুলনায় ভালো
চাঁপাইনবাবগঞ্জে ৯ জুয়াড়ি আটক
শরীয়তপুরে মনোরম পরিবেশে বই পড়ার আয়োজন!
আধুনিকতার ছোঁয়ায় কদর নেই হোগলা পাটির
কুড়িয়ে পাওয়া ‘পরিনা’ই মা-বাবার শেষ ভরসা
২ ভাটা জরিমানা ৩ লাখ টাকা
বালিয়ামারী বর্ডার হাট খুলে দিতে ভারতের চিঠি
চকরিয়ায় সওজের জায়গায় নির্মিত ২শ’ দোকান উচ্ছেদ
ব্যবস্থাপনার অভাবে ৮০ টাকার টমেটো ৫ টাকায় বিক্রি চাষিরা দিশেহারা
বালিয়াকান্দিতে হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার
রাসিকে দেড়শ’ দোকান উচ্ছেদ

শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ , ২ মাঘ ১৪২৭, ২ জমাদিউস সানি ১৪৪২

খুলনায় করোনা ভ্যাকসিনের প্রাথমিক চাহিদা ৯৭ হাজার

খুলনা ব্যুরো

খুলনায় প্রথমধাপে করোনা ভ্যাকসিনের ৯৭ হাজার ডোজের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলাবাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ মহামারী সময়ে সম্মুখসারির প্রতিষ্ঠানগুলোর জন্য এই চাহিদার কথা জানানো হয়েছে।

খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, জানুয়ারির শেষদিকে বাংলাদেশে করোনার টিকা পৌঁছাবে বলে মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে মানুষকে দেয়া সম্ভব হবে। প্রথমদিকে কারা টিকা নিতে পারবেন, কতজন নিতে পারবেন ইতোমধ্যে সে তথ্য নির্ধারণ ও প্রকাশ করেছে মন্ত্রণালয়। তৃণমূলে এই টিকা সঠিকভাবে পৌঁছানোর উদ্দেশ্যে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

সিভিল সার্জন বলেন, করোনার টিকা প্রদানের প্রাথমিক প্রস্তুতি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসক সভাপতি, তিনি সদস্য সচিব এবং সংসদ সদস্যদের উপদেষ্টা করে কমিটি তৈরি করা হয়েছে।

তিনি বলেন, খুলনায় ওয়াল্ক ইন কুলার রুম টাইপ ফ্রিজ নেই। এটি খুলনা বিভাগের গোপালগঞ্জে আছে। যে কারণে টিকা সংরক্ষণ ও প্রদানে খুলনায় ব্যবহৃত হবে আইস লার্নিং রেফ্রিজারেটর। সেজন্য জেলার ৩৩টি আইএলআর প্রস্তুত এবং আরও ১০টি আইএলআর মেশিনের চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এছাড়া করোনার টিকা দেয়ার সঙ্গে যারা মাঠপর্যায়ে যুক্ত থাকবেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকা থেকে সিদ্ধান্ত এলেই তাদের প্রশিক্ষণ শুরু হবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে চার শ্রেণীর মানুষ এই টিকা নিতে পারবেন না। ১৮ বছরের কম বয়সী, অন্তঃসত্ত্বা মা, যেসব মা শিশুদের দুধ পান করান তারা ও করোনা পজিটিভ হওয়ার চার সপ্তাহের মধ্যে কেউ এই টিকা নিতে পারবেন না।

এমনকি করোনা নেগেটিভ হওয়ার পর সিমটম থাকলেও কেউ টিকা নিতে পারবেন না।