তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে গতকাল সকালে লালমনিরহাট মিশন মোড় গোলচত্বরে মানববন্ধন ও গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়।

সুজন-সুশাসনের জন্য নাগরিক, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, নদী বাঁচাও আন্দোলন, তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা ও সামাজিক সংগঠন পথের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজন জেলা সভাপতি গেরিলা লিডার ড. এসএম শফিকুল ইসলাম কানু, সহ-সভাপতি আবদুস সালাম বকুল, নাট্যকার মাখন লাল দাস, অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, ইমাম মাওলানা আতিকুর রহমান, সাংবাদিক আবদুর রব সুজন, আহমেদুর রহমান মুকুল, মাওলানা আইয়ুব আলী, সমাজকর্মী নিশি কান্ত রায়, সমাজকর্মী শহিদ ইসলাম সুজন প্রমুখ।

বক্তারা অবিলম্বে তিস্তা নদী সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন ও ২০১১ সালের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিন বিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন চালুর দাবি জানান।

রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ , ৩ মাঘ ১৪২৭, ৩ জমাদিউস সানি ১৪৪২

লালমনিরহাটে

তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, লালমনিরহাট

তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে গতকাল সকালে লালমনিরহাট মিশন মোড় গোলচত্বরে মানববন্ধন ও গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়।

সুজন-সুশাসনের জন্য নাগরিক, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, নদী বাঁচাও আন্দোলন, তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা ও সামাজিক সংগঠন পথের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজন জেলা সভাপতি গেরিলা লিডার ড. এসএম শফিকুল ইসলাম কানু, সহ-সভাপতি আবদুস সালাম বকুল, নাট্যকার মাখন লাল দাস, অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, ইমাম মাওলানা আতিকুর রহমান, সাংবাদিক আবদুর রব সুজন, আহমেদুর রহমান মুকুল, মাওলানা আইয়ুব আলী, সমাজকর্মী নিশি কান্ত রায়, সমাজকর্মী শহিদ ইসলাম সুজন প্রমুখ।

বক্তারা অবিলম্বে তিস্তা নদী সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন ও ২০১১ সালের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিন বিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন চালুর দাবি জানান।