’৭১-এর বীর সূর্যসন্তানদের স্মরণে

ধোবাউড়ায় গণকবর সংরক্ষণ স্মৃতিসৌধ নির্মাণের দাবি

ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীশান্ত এলাকা দিগলবাঘ। পাশেই ভারতের শিববাড়ি বাজার। নেতাই নদীর পাড়ে রয়েছে একটি গণকবর। ঝিগাতলা গ্রামের গকুল চন্দ্র বর্মন ও ফেরদৌস আহমেদ নামে দুজন মুক্তিযোদ্ধার কবরও রয়েছে সেখানে। স্বাধীনতাযুদ্ধ চলাকালীন সময়ে তারা ঝিগাতলা গ্রামে যুদ্ধে শহীদ হয়েছিলেন। পরে তাদের দিগলবাঘে কবর দেয়া হয়।

এছাড়াও সেখানে অসংখ্য সাধারণ মানুষকে কবর দেয়া হয়েছিল। এই গণকবরটিকে সংরক্ষণ করে একটি স্মৃতিসৌধ নির্মাণ করার জন্য দীর্ঘদিন ধরে বীরমুক্তিযোদ্ধারা দাবি করে আসছেন। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিক উদ্দিন ভূইয়া বলেন দিগলবাঘে বীরমুক্তিযোদ্ধাদের একটি গণকবর রয়েছে, ধীরে ধীরে ইহার স্মৃতি মুছে যাচ্ছে, তাই একটি স্মৃতিসৌধ নির্মাণ করা জরুরী।

সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মোজাম্মেল হোসাইন জানান, গণকবরটি সংরক্ষণ করা মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবি, সেখানে যাওয়ার রাস্তাঘাট নির্মাণ করারও জরুরী। ইতোমধ্যে গণকবরটি পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। তিনি জানান, গণকবরটি সংরক্ষণ করে খুব শীঘ্র্রই একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে, এছাড়া বর্ষাকালে মানুষের দুর্ভোগ কমাতে ব্রিজসহ রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

image
আরও খবর
তিন জেলায় হিম ঠাণ্ডায় বিপাকে শ্রমজীবী মানুষ
শ্রীনগরে ডাকাতির প্রস্তুতিকালে মুখোশ অস্ত্রসহ গ্রেপ্তার ৪
পুকুর খননের সময় উদ্ধার ঘটি : চাঞ্চল্য
সিরাজদিখানে অজ্ঞাত যুবকের মরদেহ
রাজশাহীর কাদিরগঞ্জে হবে শহীদ কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর
ইলিয়টগঞ্জে একশ’ একরে বিষমুক্ত সবজি উৎপাদন
দুর্গাপুরে নাওয়া-খাওয়া ভুলে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা
বরগুনায় হামলা, মামলায় উত্তপ্ত নির্বাচনী পরিবেশ
সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে পৌর নির্বাচন অনুষ্ঠিত
নিরাপত্তা কর্মী-আয়া পদে নিয়োগ বাণিজ্য
মুকসুদপুরে চার হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
বামনা ভূমি অফিস-সাব রেজিস্ট্রার দপ্তরের জমি ফের দখল, পরে উদ্ধার
দখলকারীদের প্রতিহত করেন। নবজাতকের মরদেহ উদ্ধার
নন্দীগ্রামে চাচা হত্যা : ভাতিজা ধৃত

রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ , ৩ মাঘ ১৪২৭, ৩ জমাদিউস সানি ১৪৪২

’৭১-এর বীর সূর্যসন্তানদের স্মরণে

ধোবাউড়ায় গণকবর সংরক্ষণ স্মৃতিসৌধ নির্মাণের দাবি

প্রতিনিধি, ধোবাউড়া (ময়মনসিংহ)

image

ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীশান্ত এলাকা দিগলবাঘ। পাশেই ভারতের শিববাড়ি বাজার। নেতাই নদীর পাড়ে রয়েছে একটি গণকবর। ঝিগাতলা গ্রামের গকুল চন্দ্র বর্মন ও ফেরদৌস আহমেদ নামে দুজন মুক্তিযোদ্ধার কবরও রয়েছে সেখানে। স্বাধীনতাযুদ্ধ চলাকালীন সময়ে তারা ঝিগাতলা গ্রামে যুদ্ধে শহীদ হয়েছিলেন। পরে তাদের দিগলবাঘে কবর দেয়া হয়।

এছাড়াও সেখানে অসংখ্য সাধারণ মানুষকে কবর দেয়া হয়েছিল। এই গণকবরটিকে সংরক্ষণ করে একটি স্মৃতিসৌধ নির্মাণ করার জন্য দীর্ঘদিন ধরে বীরমুক্তিযোদ্ধারা দাবি করে আসছেন। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিক উদ্দিন ভূইয়া বলেন দিগলবাঘে বীরমুক্তিযোদ্ধাদের একটি গণকবর রয়েছে, ধীরে ধীরে ইহার স্মৃতি মুছে যাচ্ছে, তাই একটি স্মৃতিসৌধ নির্মাণ করা জরুরী।

সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মোজাম্মেল হোসাইন জানান, গণকবরটি সংরক্ষণ করা মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবি, সেখানে যাওয়ার রাস্তাঘাট নির্মাণ করারও জরুরী। ইতোমধ্যে গণকবরটি পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। তিনি জানান, গণকবরটি সংরক্ষণ করে খুব শীঘ্র্রই একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে, এছাড়া বর্ষাকালে মানুষের দুর্ভোগ কমাতে ব্রিজসহ রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।