আজ নাট্যজন আইরিন পারভীন লোপার জন্মদিন

বাংলাদেশের নাট্যাঙ্গনে উজ্জ্বল এক নাম ড. আইরন পারভীন লোপা। নির্দেশক হিসেবে নাটকের অঙ্গনে ক্রমশ নিজের অবস্থানকে ধিরহ করেছেন তিনি। বিভিন্ন দলের হয়ে ইতোমধ্যে তিনি ২৫টির অধিক মঞ্চনাটকের নির্দেশনা দিয়েছেন। এছাড়াও মঞ্চে প্রায় ৭০টির অধিক নাটকের পোষাক পরিকল্পনার কাজ করেছেন, মঞ্চ পরিকল্পনা করেছেন ১৪টিতে, আলোক পরিকল্পনা করেছেন ১৫টিতে। আজ এ নাট্য ব্যক্তিত্বের জন্মদিন। করোনা পরিস্থিতির কারনে এবার জন্মদিনে লোপার বিশেষ কোন পরিকল্পনা নেই বলে জানা গেছে। তবে তার কর্মস্থল শিল্পকলা এাডেমিতে সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা ছোট আনুষ্ঠানিকতার মাধ্যমে কেক কাটার আয়োজন করেছে। ১৯৭০ সালের ১৭ জানুয়ারি পুরান ঢাকায় ড. আইরিন পারভীন লোপার জন্ম। বাবা মৃত খলিলুর রহমান, মাতা জিলফাতুন নেছা। মাত্র পাঁচ বছর বয়স থেকে মঞ্চে গান পরিবেশনের মধ্যে দিয়ে সংস্কৃতি অঙ্গনে বিচরণ শুরু করেন তিনি। পরবর্তীতে পুরান ঢাকার প্রতিদ্বন্দ্বীর নাট্যদলে সাড়ে পাঁচ বছর বয়সে মঞ্চে অভিনয় করেন। ছয় বছর বয়স থেকে বাংলাদেশ টেলিভিশনে ‘নতুন কুড়ি’ অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যে দিয়ে সংস্কৃতি পদচারণার শুরু হয় । আট বছর বয়সে শিশুদের নাট্য সংগঠন শিশুতীর্থ হয়ে নিয়মিত মঞ্চে অভিনয় করেন। মঞ্চ, টিভি মিডিয়া ছাড়াও শিশুশিল্পী হিসেবেও চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রথম অভিনীত চলচ্চিত্র প্রখ্যাত চলচ্চিত্রকার খান আতাউর রহমানের ‘দিন যায় কথা থাকে’। বড় হয়ে তিনি বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে তিনি তিনশতাধিক খ- ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। শিশুশিল্পী থেকে বিভিন্ন সময়ে নানা মাধ্যমে কাজ করে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন লোপা।

কৈশোর উত্তীণ হবার পর কিছুদিন বিরতি দিয়ে পুনরায় থিয়েটারের (আরামবাগ) হয়ে মঞ্চে অভিনয় শুরু করেন এ অভিনেত্রী। ২০১০ সালে লোপা কয়েকজন সমমনা নাট্যবন্ধুদের নিয়ে গঠন করেন পেশাদারি নাট্যচর্চার নাট্যদল ‘নাট্যম রেপার্টরি’। এ দলের প্রথম প্রযোজনা ‘দমের মাদার’ এবং দ্বিতীয় প্রযোজনা ‘সাইকেলআলা’।

রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ , ৩ মাঘ ১৪২৭, ৩ জমাদিউস সানি ১৪৪২

আজ নাট্যজন আইরিন পারভীন লোপার জন্মদিন

বিনোদন প্রতিবেদক |

image

বাংলাদেশের নাট্যাঙ্গনে উজ্জ্বল এক নাম ড. আইরন পারভীন লোপা। নির্দেশক হিসেবে নাটকের অঙ্গনে ক্রমশ নিজের অবস্থানকে ধিরহ করেছেন তিনি। বিভিন্ন দলের হয়ে ইতোমধ্যে তিনি ২৫টির অধিক মঞ্চনাটকের নির্দেশনা দিয়েছেন। এছাড়াও মঞ্চে প্রায় ৭০টির অধিক নাটকের পোষাক পরিকল্পনার কাজ করেছেন, মঞ্চ পরিকল্পনা করেছেন ১৪টিতে, আলোক পরিকল্পনা করেছেন ১৫টিতে। আজ এ নাট্য ব্যক্তিত্বের জন্মদিন। করোনা পরিস্থিতির কারনে এবার জন্মদিনে লোপার বিশেষ কোন পরিকল্পনা নেই বলে জানা গেছে। তবে তার কর্মস্থল শিল্পকলা এাডেমিতে সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা ছোট আনুষ্ঠানিকতার মাধ্যমে কেক কাটার আয়োজন করেছে। ১৯৭০ সালের ১৭ জানুয়ারি পুরান ঢাকায় ড. আইরিন পারভীন লোপার জন্ম। বাবা মৃত খলিলুর রহমান, মাতা জিলফাতুন নেছা। মাত্র পাঁচ বছর বয়স থেকে মঞ্চে গান পরিবেশনের মধ্যে দিয়ে সংস্কৃতি অঙ্গনে বিচরণ শুরু করেন তিনি। পরবর্তীতে পুরান ঢাকার প্রতিদ্বন্দ্বীর নাট্যদলে সাড়ে পাঁচ বছর বয়সে মঞ্চে অভিনয় করেন। ছয় বছর বয়স থেকে বাংলাদেশ টেলিভিশনে ‘নতুন কুড়ি’ অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যে দিয়ে সংস্কৃতি পদচারণার শুরু হয় । আট বছর বয়সে শিশুদের নাট্য সংগঠন শিশুতীর্থ হয়ে নিয়মিত মঞ্চে অভিনয় করেন। মঞ্চ, টিভি মিডিয়া ছাড়াও শিশুশিল্পী হিসেবেও চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রথম অভিনীত চলচ্চিত্র প্রখ্যাত চলচ্চিত্রকার খান আতাউর রহমানের ‘দিন যায় কথা থাকে’। বড় হয়ে তিনি বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে তিনি তিনশতাধিক খ- ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। শিশুশিল্পী থেকে বিভিন্ন সময়ে নানা মাধ্যমে কাজ করে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন লোপা।

কৈশোর উত্তীণ হবার পর কিছুদিন বিরতি দিয়ে পুনরায় থিয়েটারের (আরামবাগ) হয়ে মঞ্চে অভিনয় শুরু করেন এ অভিনেত্রী। ২০১০ সালে লোপা কয়েকজন সমমনা নাট্যবন্ধুদের নিয়ে গঠন করেন পেশাদারি নাট্যচর্চার নাট্যদল ‘নাট্যম রেপার্টরি’। এ দলের প্রথম প্রযোজনা ‘দমের মাদার’ এবং দ্বিতীয় প্রযোজনা ‘সাইকেলআলা’।