ভোটে বিজয়ী বিএনপি সমর্থিত কাউন্সিলর খুন

সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত তরিকুল নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার সাবেক কাউন্সিলর আবদুল কুদ্দুসের ছেলে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গতকাল পৌরসভা নির্বাচনে ৮৫ ভোট বেশি পেয়ে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। স্থানীয় সূত্র জানায়, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি সমর্থিত তরিকুল ইসলাম। গতকাল বিকেলে নিজ কেন্দ্রের ভোটের ফল পাওয়ার পর পার্শ্ববর্তী আরেকটি কেন্দ্রে ভোটের ফলাফল নেয়ার জন্য যান তিনি। সেখানে ফলাফলে বিজয়ী জেনে কেন্দ্র থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের সমর্থকরা তাকে ছুরিকাঘাত করেন। এতে গুরতর আহত হন তরিকুল ইসলাম। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুক।

রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ , ৩ মাঘ ১৪২৭, ৩ জমাদিউস সানি ১৪৪২

সিরাজগঞ্জে

ভোটে বিজয়ী বিএনপি সমর্থিত কাউন্সিলর খুন

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত তরিকুল নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার সাবেক কাউন্সিলর আবদুল কুদ্দুসের ছেলে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গতকাল পৌরসভা নির্বাচনে ৮৫ ভোট বেশি পেয়ে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। স্থানীয় সূত্র জানায়, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি সমর্থিত তরিকুল ইসলাম। গতকাল বিকেলে নিজ কেন্দ্রের ভোটের ফল পাওয়ার পর পার্শ্ববর্তী আরেকটি কেন্দ্রে ভোটের ফলাফল নেয়ার জন্য যান তিনি। সেখানে ফলাফলে বিজয়ী জেনে কেন্দ্র থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের সমর্থকরা তাকে ছুরিকাঘাত করেন। এতে গুরতর আহত হন তরিকুল ইসলাম। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুক।