সেশন ফি না দেয়ায় বই পায়নি ৩ শতাধিক শিক্ষার্থী

শাহজাদপুর উপজেলার সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এখনো পাঠ্য বই দেয়া হয়নি। নির্ধারিত সেশন ফি’র টাকা না দেয়ায় ৩ শতাধিক শিক্ষার্থীকে নতুন বই দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে একদিকে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। অন্যদিকে বিনামূল্যের বই টাকা দিয়ে কিনতে হবে কি না এ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জানা গেছে, উপজেলার যমুনা তীরবর্তী জালালপুর ইউনিয়নের ওই স্কুলে শিক্ষার্থীদের ৫শ’ টাকা সেশন ফি নির্ধারণ করা হয়েছে। যমুনার ভাঙ্গনে ক্ষতিগ্রস্তরা আর্থিক সঙ্কটের কারণে নির্ধারিত সময়ে ওই বিদ্যালয়ের ৭ম, ৮ম ও ৯ম শ্রেণীর ৩ শতাধিক শিক্ষার্থী সেশন ফি দিতে পারেনি। ফলে বই বিতরণ উৎসবের ২ সপ্তাহ পাড় হয়ে গেলেও ওই বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী এখনও বই পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধ থাকায় বই বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি আরও জানান, সরকারি নিয়ম মেনে অ্যাকাউন্ট খুলে সেশন ফির টাকা আগে উত্তোলনের কথা বলা হয়েছে। যেসব শিক্ষার্থীরা বই পায়নি শীঘ্রই তাদের মাঝে নতুন বই বিতরণ করা হবে। এ বিষয়ে গতকাল রোববার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি জেনেছেন। ২-১ দিনের মধ্যে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে, জেলা শিক্ষা অফিসার শফিউল্লাহ বলেন, যথাসময়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের নির্দেশ দেয়া হয়েছে।

আরও খবর
বালুমহল ইজারায় হুমকিতে শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু : ক্ষুব্ধ গ্রামবাসী
এক বছরে টেকনাফ সীমান্তে ২১১ কোটি টাকার মাদক স্বর্ণ-অস্ত্র জব্দ ধৃত ২৪৪ : হত ১৪
সিদ্ধিরগঞ্জেই সর্বপ্রথম ময়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে মেয়র আইভী
করতোয়া-কাটাখালী-বাঙালিজুড়ে বালু উত্তোলনের মহোৎসব
চাটমোহরে সড়কে ঝরলেন বৃদ্ধ
কিশোরগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু
চট্টগ্রামে আরও ৮৮ জনের দেহে করোনা শনাক্ত
বগুড়ায় জেলা জজের অসৌজন্য আচরণের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন
বাগেরহাটের গাঁজাসহ আটক ২
লাকসাম সড়কে গড়ে উঠেছে অবাধে ওয়েলডিং কারখানা
বিএনপির মেয়রপ্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের বিক্ষোভ শতাধিক নেতার গণপদত্যাগের হুমকি
নন্দীগ্রামে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা
চাটখিলে পঙ্গু রিকশাচালকের নাম ভাঙিয়ে টাকা আত্মসাৎ
বাঁশখালীতে মুজিববর্ষে ঘর পাচ্ছে ২৫ গৃহহীন

সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ , ৪ মাঘ ১৪২৭, ৪ জমাদিউস সানি ১৪৪২

সেশন ফি না দেয়ায় বই পায়নি ৩ শতাধিক শিক্ষার্থী

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

শাহজাদপুর উপজেলার সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এখনো পাঠ্য বই দেয়া হয়নি। নির্ধারিত সেশন ফি’র টাকা না দেয়ায় ৩ শতাধিক শিক্ষার্থীকে নতুন বই দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে একদিকে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। অন্যদিকে বিনামূল্যের বই টাকা দিয়ে কিনতে হবে কি না এ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জানা গেছে, উপজেলার যমুনা তীরবর্তী জালালপুর ইউনিয়নের ওই স্কুলে শিক্ষার্থীদের ৫শ’ টাকা সেশন ফি নির্ধারণ করা হয়েছে। যমুনার ভাঙ্গনে ক্ষতিগ্রস্তরা আর্থিক সঙ্কটের কারণে নির্ধারিত সময়ে ওই বিদ্যালয়ের ৭ম, ৮ম ও ৯ম শ্রেণীর ৩ শতাধিক শিক্ষার্থী সেশন ফি দিতে পারেনি। ফলে বই বিতরণ উৎসবের ২ সপ্তাহ পাড় হয়ে গেলেও ওই বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী এখনও বই পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধ থাকায় বই বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি আরও জানান, সরকারি নিয়ম মেনে অ্যাকাউন্ট খুলে সেশন ফির টাকা আগে উত্তোলনের কথা বলা হয়েছে। যেসব শিক্ষার্থীরা বই পায়নি শীঘ্রই তাদের মাঝে নতুন বই বিতরণ করা হবে। এ বিষয়ে গতকাল রোববার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি জেনেছেন। ২-১ দিনের মধ্যে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে, জেলা শিক্ষা অফিসার শফিউল্লাহ বলেন, যথাসময়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের নির্দেশ দেয়া হয়েছে।