চৌমুহনীতে নির্বাচনী প্রচার জমজমাট

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রাচীনতম চৌমুহনী পৌরসভার নির্বাচন আসছে ৩০ জানুয়ারি। গত ১২ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা প্রচারণায় নেমেছে। শুরু হয়েছে পুরোদমে প্রচার প্রচারণা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার বর্তমানে পুরো চৌমুহনী পৌরশহর সরগরম হয়ে উঠেছে। মার্কা সম্বলিত বিভিন্ন প্রার্থীর পোস্টার ব্যানারে চেয়ে গেছে অলিগলি রাজপথ। কনকনে ঠা-া উপেক্ষা করে নাওয়া খাওয়া ভুলে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে সেই ভোর থেকে গভীর রাত পর্যন্ত পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। বর্তমানে চৌমুহনী পৌর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার প্রধান বাণিজ্যিক শহর নিয়ে চৌমুহনী পৌরসভা গঠিত। এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৩৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের আশা করছেন চৌমুহনী পৌরবাসী। জেলার গুরুত্বপূর্ণ চৌমুহনী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র আকতার হোসেন ফয়সল (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন(ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরনের বড় ভাই খালেদ সাইফুল্লাহ(এম.কম) (মোবাইল ফোন) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী মো. জাকের হোসেন (হাত পাখা) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও খবর
গুচ্ছগ্রামে ঘর পেলেন ভবনের মালিক, বঞ্চিত ভূমিহীন
চাঁদপুরে ঘন কুয়াশায় নৌ-পথে ডাকাত আতঙ্ক
নবাবগঞ্জে পাঁচ ভাটাকে জরিমানা ৯ লাখ টাকা
শিয়ালের ফাঁদে মেছোবাঘ
দুর্গাপুরে দিনভর বালুবাহী ট্রাকে রাস্তা কর্দমাক্ত ব্যবসায়ীদের বিক্ষোভ
৩৯ প্রার্থীর ১০ জনই পা রাখেননি স্কুলে
মহেশখালীতে পৈতৃক সম্পত্তি উদ্ধারে ভুক্তভোগী দ্বারে দ্বারে
ঝিনাইদহে সওজ’র জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
অনৈতিক সম্পর্ক বদলগাছীর এসআই আরিফুল বরখাস্ত
কিশোরগঞ্জে ৮৯ নমুনায় করোনা শনাক্ত ১
গাংনীর সাবেক ওসি তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা
চাড়ালকাটা-ধাইজান নদীর চর সোনার ফসলে টইটুম্বুর
মসিকের সান্ধ্যকালীন বর্জ্য সংগ্রহ শুরু ১ ফেব্রুয়ারি

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ , ৭ মাঘ ১৪২৭, ৭ জমাদিউস সানি ১৪৪২

পৌর নির্বাচন-২০২১

চৌমুহনীতে নির্বাচনী প্রচার জমজমাট

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রাচীনতম চৌমুহনী পৌরসভার নির্বাচন আসছে ৩০ জানুয়ারি। গত ১২ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা প্রচারণায় নেমেছে। শুরু হয়েছে পুরোদমে প্রচার প্রচারণা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার বর্তমানে পুরো চৌমুহনী পৌরশহর সরগরম হয়ে উঠেছে। মার্কা সম্বলিত বিভিন্ন প্রার্থীর পোস্টার ব্যানারে চেয়ে গেছে অলিগলি রাজপথ। কনকনে ঠা-া উপেক্ষা করে নাওয়া খাওয়া ভুলে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে সেই ভোর থেকে গভীর রাত পর্যন্ত পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। বর্তমানে চৌমুহনী পৌর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার প্রধান বাণিজ্যিক শহর নিয়ে চৌমুহনী পৌরসভা গঠিত। এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৩৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের আশা করছেন চৌমুহনী পৌরবাসী। জেলার গুরুত্বপূর্ণ চৌমুহনী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র আকতার হোসেন ফয়সল (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন(ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরনের বড় ভাই খালেদ সাইফুল্লাহ(এম.কম) (মোবাইল ফোন) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী মো. জাকের হোসেন (হাত পাখা) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।