মসিকের সান্ধ্যকালীন বর্জ্য সংগ্রহ শুরু ১ ফেব্রুয়ারি

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে সান্ধ্যকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করা হচ্ছে। নাগরিকবৃন্দকে সন্ধ্যা ০৬টা থেকে রাত ১০টার মধ্যে যার যার বাসা বা দোকানের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ তা রাতের মধ্যেই সংগ্রহ করবে। এতে করে নগরে দৃশ্যমান অবস্থায় কোন বর্জ্য পাওয়া যাবে না। পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়তে নগরবাসির সহযোগিতা কামনা করে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, প্রত্যেক ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে পরিকল্পিতভাবে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই।

সোমবার বেলা ১২ টায় সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত পরিচ্ছন্ন নগরী গড়তে এক মতবিনিময় সভায় একথা বলেন সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু। প্রাথমিক পাইলটিং হিসেবে সিটির ৭,৮ ও ৯ নং ওয়ার্ড এবং নগরের প্রধান প্রধান সড়কসমূহ এ কার্যক্রমের আওতায় থাকবে বলেও জানান তিনি। তবে তার জন্য সিটি কর্পোরেশনের কার্যক্রমের সাথে জনসচেতনতা এবং জনগণের সহযোগিতা প্রয়োজন। তা ব্যতীত জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচ্ছন্ন নগরী প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান মতবিনিময় সভার সঞ্চালনা করেন এবং সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ অনুষ্ঠানে এক নং প্যানেল মেয়র মো আসিফ হোসেন ডনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফসারী জোহরা, সিটি কর্পোরেশন সচিব রাজীব সরকার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া , জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, বিডি ক্লিন প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর
গুচ্ছগ্রামে ঘর পেলেন ভবনের মালিক, বঞ্চিত ভূমিহীন
চাঁদপুরে ঘন কুয়াশায় নৌ-পথে ডাকাত আতঙ্ক
নবাবগঞ্জে পাঁচ ভাটাকে জরিমানা ৯ লাখ টাকা
শিয়ালের ফাঁদে মেছোবাঘ
দুর্গাপুরে দিনভর বালুবাহী ট্রাকে রাস্তা কর্দমাক্ত ব্যবসায়ীদের বিক্ষোভ
চৌমুহনীতে নির্বাচনী প্রচার জমজমাট
৩৯ প্রার্থীর ১০ জনই পা রাখেননি স্কুলে
মহেশখালীতে পৈতৃক সম্পত্তি উদ্ধারে ভুক্তভোগী দ্বারে দ্বারে
ঝিনাইদহে সওজ’র জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
অনৈতিক সম্পর্ক বদলগাছীর এসআই আরিফুল বরখাস্ত
কিশোরগঞ্জে ৮৯ নমুনায় করোনা শনাক্ত ১
গাংনীর সাবেক ওসি তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা
চাড়ালকাটা-ধাইজান নদীর চর সোনার ফসলে টইটুম্বুর

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ , ৭ মাঘ ১৪২৭, ৭ জমাদিউস সানি ১৪৪২

মসিকের সান্ধ্যকালীন বর্জ্য সংগ্রহ শুরু ১ ফেব্রুয়ারি

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে সান্ধ্যকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করা হচ্ছে। নাগরিকবৃন্দকে সন্ধ্যা ০৬টা থেকে রাত ১০টার মধ্যে যার যার বাসা বা দোকানের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ তা রাতের মধ্যেই সংগ্রহ করবে। এতে করে নগরে দৃশ্যমান অবস্থায় কোন বর্জ্য পাওয়া যাবে না। পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়তে নগরবাসির সহযোগিতা কামনা করে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, প্রত্যেক ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে পরিকল্পিতভাবে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই।

সোমবার বেলা ১২ টায় সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত পরিচ্ছন্ন নগরী গড়তে এক মতবিনিময় সভায় একথা বলেন সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু। প্রাথমিক পাইলটিং হিসেবে সিটির ৭,৮ ও ৯ নং ওয়ার্ড এবং নগরের প্রধান প্রধান সড়কসমূহ এ কার্যক্রমের আওতায় থাকবে বলেও জানান তিনি। তবে তার জন্য সিটি কর্পোরেশনের কার্যক্রমের সাথে জনসচেতনতা এবং জনগণের সহযোগিতা প্রয়োজন। তা ব্যতীত জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচ্ছন্ন নগরী প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান মতবিনিময় সভার সঞ্চালনা করেন এবং সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ অনুষ্ঠানে এক নং প্যানেল মেয়র মো আসিফ হোসেন ডনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফসারী জোহরা, সিটি কর্পোরেশন সচিব রাজীব সরকার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া , জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, বিডি ক্লিন প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।