মহম্মদপুর

স্বপ্নের ঠিকানার অপেক্ষায় ৩০ ভূমিহীন পরিবার

মুজিব শতবর্ষ উপলক্ষে অগ্রাধিকার আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাগুরার মহম্মদপুরে ৩০টি ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবার পাচ্ছে জমিসহ নতুন ঘর। এই ঘর নির্মানের কাজ শেষ পর্যায়ে। ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘরগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে নতুন ঘর ও দলিলাদি গৃহহীনদের হাতে তুলে দেয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, প্রতিটি পরিবারের জন্য দুই শতক জমিসহ ঘরের দুইটি কক্ষ, সংযুক্ত রান্নাঘর, সামনে খোলা বারান্দা ও টয়লেট রয়েছে।

সরজমিনে দেখা যায়, বাবুখলী ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামে ১০টি, দীঘা ইউনিয়নের দীঘা গ্রামে ৮টি ও মহম্মদপুর সদর ইউনিয়নের চরছাতিয়ানী গ্রামে ১২টিসহ উপজেলার ৩০টি হতদরিদ্র অসহায় ভূমিহীন পরিবারের জন্য এই ঘর নির্মাণের কাজ চলছে।

সুবিধাভোগী মোরাইল পশ্চিমখ- গ্রামের আবুল কালাম, বঙ্গেশ^রের শাহিনা বেগম, বাঁশোর হাসিনা বেগম এবং দাতিয়াদাহ’র আলমগীরসহ কয়েকজনে বলেন, নতুন এই জমি ও ঘর পেয়ে আমাদের খুব আনন্দ লাগতেছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল জানান, ঘর নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।

শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ , ৮ মাঘ ১৪২৭, ৮ জমাদিউস সানি ১৪৪২

মহম্মদপুর

স্বপ্নের ঠিকানার অপেক্ষায় ৩০ ভূমিহীন পরিবার

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)

image

মুজিব শতবর্ষ উপলক্ষে অগ্রাধিকার আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাগুরার মহম্মদপুরে ৩০টি ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবার পাচ্ছে জমিসহ নতুন ঘর। এই ঘর নির্মানের কাজ শেষ পর্যায়ে। ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘরগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে নতুন ঘর ও দলিলাদি গৃহহীনদের হাতে তুলে দেয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, প্রতিটি পরিবারের জন্য দুই শতক জমিসহ ঘরের দুইটি কক্ষ, সংযুক্ত রান্নাঘর, সামনে খোলা বারান্দা ও টয়লেট রয়েছে।

সরজমিনে দেখা যায়, বাবুখলী ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামে ১০টি, দীঘা ইউনিয়নের দীঘা গ্রামে ৮টি ও মহম্মদপুর সদর ইউনিয়নের চরছাতিয়ানী গ্রামে ১২টিসহ উপজেলার ৩০টি হতদরিদ্র অসহায় ভূমিহীন পরিবারের জন্য এই ঘর নির্মাণের কাজ চলছে।

সুবিধাভোগী মোরাইল পশ্চিমখ- গ্রামের আবুল কালাম, বঙ্গেশ^রের শাহিনা বেগম, বাঁশোর হাসিনা বেগম এবং দাতিয়াদাহ’র আলমগীরসহ কয়েকজনে বলেন, নতুন এই জমি ও ঘর পেয়ে আমাদের খুব আনন্দ লাগতেছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল জানান, ঘর নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।