মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার

৪ জেলায় সুখের নীড় পাচ্ছে ১২৭০ গৃহহীন পরিবার

নেত্রকোনা

প্রতিনিধি, নেত্রকোনা

প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় ‘মুজিব বর্ষে বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না’ কর্মসূচী বাস্তবায়নে সারাদেশের ন্যায় নেত্রকোনা জেলা প্রশাসনও কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোনায় ১০ উপজেলার মোট ১০৩০টি ভূমি ও গৃহহীন দরিদ্র পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এর মাঝে ৯৬০ জন পরিবার পাচ্ছে বরাদ্দকৃত এ সকল ঘর। এছাড়াও আরো ৭০ জনকে রতœপর আশ্রায়ণ প্রকল্পের ১৪টি ব্যারাকে আশ্রায়ণ করে দিচ্ছে। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ এসব ঘর নির্মাণ করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এসব ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ২৩ জানুয়ারি হস্তান্তর প্রক্রিয়ার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দশমিনা

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫০ দরিদ্র গৃহহীন ও ভূমিহীন পরিবার মাথা গোজার ঠাঁই হিসাবে সেমি পাকা ঘর পাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার হিসেবে এই ঘর প্রদান করছে। উপজেলার বিভিন্ন স্থানের খাসজমি এবং দানকৃত জমিতে এই ঘরগুলো নির্মাণ করা হয়। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’-এই প্রতিপাদ্য বাস্তবায়নে উপজেলার হতদরিদ্র ভূমি ও গৃহহীন পরিবারের জন্য বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনায় এই স্বপ্নের নীড় তৈরি করা হয়। উপজেলার ৫০টি পরিবারের প্রত্যেকের জন্য ২ শতাংশ জমির ওপর ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ করা হয়। ঘরগুলো সরকার নির্ধারিত একই নক্সায় নির্মাণ করা হয়। প্রত্যেকটি গৃহে আলাদা টয়লেটসহ আধুনিক সকল সুযোগ-সুবিধা থাকছে।

শাহজাদপুর

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে শাহজাদপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ‘স্বপ্ন নীড়’ পাচ্ছেন ১শ’ ৫০টি ভূমি ও গৃহহীন পরিবার। আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে তালিকাভুক্ত গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ‘স্বপ্ন নীড়’ হস্তান্তর করা হবে। এদিকে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের অপেক্ষায় আনন্দ ভরা স্বপ্ন নিয়ে প্রহর গুনছে উপজেলার দেড়শত গৃহহীন পরিবার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারের জন্য চলতি অর্থবছরে শাহজাদপুর উপজেলার ৫টি ইউনিয়নে দেড়শত ঘর নির্মাণ করা হচ্ছে। এদের মধ্যে রুপবাটি ইউনিয়নে ৪০টি, পোতাজিয়া ইউনিয়নে ৪০টি, গাঁড়াদহ ইউনিয়নে ৪০টি, হাবিল্লাহনগর ইউনিয়নে ২০টি, কৈজুরী ইউনিয়নে ১০টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ২৩ জানুয়ারির মধ্যে ঘরগুলো গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেয়া হবে।

মঠবাড়িয়া

প্রতিনিধি, মঠবাড়িয়া (পিরোজপুর)

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এ প্রতিপাদ্য নিয়ে গৃহহীন, হতদরিদ্র মানুষের জন্য নির্মাণ করা হয়েছে স্বপ্নের নীড়। মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে ভূমিহীন-গৃহহীন, বিধবা, দুস্থ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে ৭টি ইউনিয়নে ২ শতাংশ জমির ওপর ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ৪০টি ঘর। প্রতিটি ঘরে রান্নাঘর, টয়লেটসহ থাকছে নানা সুযোগ-সুবিধে। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে তুষখালী-৪,সাফা-৯,টিকিকাটা-১১,বেতমোর-৩,গুলিসাখালী-৪,বড়মাছুয়া-২,সাপলেজা-৭। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)উর্মী ভৌমিক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার মাঠ পর্যায়ে গিয়ে প্রতিনিয়ত দুস্থদের হস্তান্তরের জন্য তদারকি করছেন। এছাড়া প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক সাবিহা ইয়াসমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মনিরা পারভীন গৃহহীনদের ঘর পরিদর্শন করেছেন। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের আওতায় ক শ্রেণীর ৪০টি সুখের নীড় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছেন দুস্থ ও হতদরিদ্রদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়া ৪০টি পরিবার।

image

মঠবাড়িয়া (পিরোজপুর) : নতুন ঘরের সামনে চাবির অপেক্ষায় গৃহিণী -সংবাদ

আরও খবর
পবিস কর্তাদের যোগসাজশে বাড়ির সংযোগে সেচযন্ত্রে বিদ্যুৎ : মৃত্যু ৩
সিলেটে বিচারককে ঘুষ দেয়ার চেষ্টা এসআই ক্লোজড
ভাণ্ডারিয়ায় বধ্যভূমি দখলে বাধা দেয়ায় মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামালা
চাটমোহরে মেয়র কাউন্সিলর শপথ
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে টেন্ডার অনিয়মের অভিযোগ
ছাত্র আন্দোলনে সংশ্লিষ্ট থাকায় অপসারণ হচ্ছেন খুবির তিন শিক্ষক
টেকনাফে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক
নড়াইলে শ্রমিককে হত্যার অভিযোগ
গ্রামে বসে পাইপে সুপেয় পানি পাচ্ছেন সাড়ে ৩ হাজার পরিবার
মির্জাপুরে জমি বিবাদে বোন খুন ভাই আটক
৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
বিষমুক্ত সবজি ফেরি ৪৫ বছর ধরে ক্রেতার ভরসা আরশেদ-গফুর
রাস্তায় ফেলে রাখা বৃদ্ধার পাশে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি-ইউএনও
ফসলি জমিতে পুকুর খননের হিড়িক : উৎপাদন হুমকিতে

শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ , ৮ মাঘ ১৪২৭, ৮ জমাদিউস সানি ১৪৪২

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার

৪ জেলায় সুখের নীড় পাচ্ছে ১২৭০ গৃহহীন পরিবার

image

মঠবাড়িয়া (পিরোজপুর) : নতুন ঘরের সামনে চাবির অপেক্ষায় গৃহিণী -সংবাদ

নেত্রকোনা

প্রতিনিধি, নেত্রকোনা

প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় ‘মুজিব বর্ষে বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না’ কর্মসূচী বাস্তবায়নে সারাদেশের ন্যায় নেত্রকোনা জেলা প্রশাসনও কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোনায় ১০ উপজেলার মোট ১০৩০টি ভূমি ও গৃহহীন দরিদ্র পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এর মাঝে ৯৬০ জন পরিবার পাচ্ছে বরাদ্দকৃত এ সকল ঘর। এছাড়াও আরো ৭০ জনকে রতœপর আশ্রায়ণ প্রকল্পের ১৪টি ব্যারাকে আশ্রায়ণ করে দিচ্ছে। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ এসব ঘর নির্মাণ করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এসব ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ২৩ জানুয়ারি হস্তান্তর প্রক্রিয়ার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দশমিনা

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫০ দরিদ্র গৃহহীন ও ভূমিহীন পরিবার মাথা গোজার ঠাঁই হিসাবে সেমি পাকা ঘর পাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার হিসেবে এই ঘর প্রদান করছে। উপজেলার বিভিন্ন স্থানের খাসজমি এবং দানকৃত জমিতে এই ঘরগুলো নির্মাণ করা হয়। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’-এই প্রতিপাদ্য বাস্তবায়নে উপজেলার হতদরিদ্র ভূমি ও গৃহহীন পরিবারের জন্য বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনায় এই স্বপ্নের নীড় তৈরি করা হয়। উপজেলার ৫০টি পরিবারের প্রত্যেকের জন্য ২ শতাংশ জমির ওপর ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ করা হয়। ঘরগুলো সরকার নির্ধারিত একই নক্সায় নির্মাণ করা হয়। প্রত্যেকটি গৃহে আলাদা টয়লেটসহ আধুনিক সকল সুযোগ-সুবিধা থাকছে।

শাহজাদপুর

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে শাহজাদপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ‘স্বপ্ন নীড়’ পাচ্ছেন ১শ’ ৫০টি ভূমি ও গৃহহীন পরিবার। আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে তালিকাভুক্ত গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ‘স্বপ্ন নীড়’ হস্তান্তর করা হবে। এদিকে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের অপেক্ষায় আনন্দ ভরা স্বপ্ন নিয়ে প্রহর গুনছে উপজেলার দেড়শত গৃহহীন পরিবার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারের জন্য চলতি অর্থবছরে শাহজাদপুর উপজেলার ৫টি ইউনিয়নে দেড়শত ঘর নির্মাণ করা হচ্ছে। এদের মধ্যে রুপবাটি ইউনিয়নে ৪০টি, পোতাজিয়া ইউনিয়নে ৪০টি, গাঁড়াদহ ইউনিয়নে ৪০টি, হাবিল্লাহনগর ইউনিয়নে ২০টি, কৈজুরী ইউনিয়নে ১০টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ২৩ জানুয়ারির মধ্যে ঘরগুলো গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেয়া হবে।

মঠবাড়িয়া

প্রতিনিধি, মঠবাড়িয়া (পিরোজপুর)

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এ প্রতিপাদ্য নিয়ে গৃহহীন, হতদরিদ্র মানুষের জন্য নির্মাণ করা হয়েছে স্বপ্নের নীড়। মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে ভূমিহীন-গৃহহীন, বিধবা, দুস্থ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে ৭টি ইউনিয়নে ২ শতাংশ জমির ওপর ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ৪০টি ঘর। প্রতিটি ঘরে রান্নাঘর, টয়লেটসহ থাকছে নানা সুযোগ-সুবিধে। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে তুষখালী-৪,সাফা-৯,টিকিকাটা-১১,বেতমোর-৩,গুলিসাখালী-৪,বড়মাছুয়া-২,সাপলেজা-৭। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)উর্মী ভৌমিক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার মাঠ পর্যায়ে গিয়ে প্রতিনিয়ত দুস্থদের হস্তান্তরের জন্য তদারকি করছেন। এছাড়া প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক সাবিহা ইয়াসমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মনিরা পারভীন গৃহহীনদের ঘর পরিদর্শন করেছেন। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের আওতায় ক শ্রেণীর ৪০টি সুখের নীড় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছেন দুস্থ ও হতদরিদ্রদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়া ৪০টি পরিবার।