চমকের লক্ষ্য সিনেমা

পটুয়াখালীর মেয়ে রুকাইয়া জাহান চমক। প্রায় প্রতিদিনই এখন নাটকের শুটিং করছেন তিনি। আজও তিনি ব্যস্ত আছেন রাশেদ রাহার নির্দেশনায় গাজীপুরে চ্যালেঞ্জ নাটকের শুটিংয়ে। ফিরে এসে আগামীকাল থেকে রাজধানীর উত্তরায় নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকবেন তিনি। চমক মানিকগঞ্জের সরকারি মেডিকেল কলেজ ‘কর্নেল মালিক মেডিকেল কলেজ’এ এমবিবিএস করেছেন। করোনাকালীন সময়ে ইন্টার্র্নশিপ বন্ধ থাকার কারণে অভিনয়ে আগ্রহ ছিল বলেই রাফাত মজুমদার রিংকুর নির্দেশনায় প্রথম নাটকে অভিনয় করেন তৌসিফ মাহবুবের বিপরীতে ‘অলিভ ওয়েল’ নাটকে। পরে একই পরিচালকের ‘থার্ড লাভ’ নাটকে অভিনয় করেন তিনি। এরই মধ্যে তিনি নাজমুল রনির নির্দেশনায় অপূর্ব’র সঙ্গে ‘লেটস চেঞ্জ’, ‘তোকে ভালোবাসি আমি’ ও ‘আমার ভালোবাসা’ নাটকে অভিনয় করেছেন। শুরু করেছেন মাহমুদুর রহমান হিমির নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘হাউজ-৯৬’। এতেও তিনি অভিনয় করার সুযোগ পেয়েছেন আফরান নিশোর সঙ্গে। রুবেল আনুশর নির্দেশনায় চমক ‘হায়দার’ নামক একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন এরইমধ্যে। শুধু নাটকেই নয় রবি, প্রাণসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ইশতিয়াক আহমেদ রুমেলের নির্দেশনায় ‘পাঞ্চি’ এবং সাখাওয়াত মানিকের নির্দেশনায় ‘ভাইরাল হাজব্যান্ড’ নাটকের কাজ এরইমধ্যে শেষ করেছেন চমক। অভিনয় নিয়ে চমকের স্বপ্ন প্রসঙ্গে চমক বলেন, ‘নাটকে অভিনয় করে নিজেকে অভিনয়ে দক্ষ করে তুলতে চাই। তারপর যদি ভালো গল্পের সিনেমায় কাজ করার প্রস্তাব আসে এবং চরিত্রও আমার ভালো লেগে যায়, তখন সিনেমায় কাজ করব। এটা অবশ্যই যে সিনেমায় কাজ করার আগ্রহ আছে আমার।’

শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ , ৮ মাঘ ১৪২৭, ৮ জমাদিউস সানি ১৪৪২

চমকের লক্ষ্য সিনেমা

বিনোদন প্রতিবেদক |

image

পটুয়াখালীর মেয়ে রুকাইয়া জাহান চমক। প্রায় প্রতিদিনই এখন নাটকের শুটিং করছেন তিনি। আজও তিনি ব্যস্ত আছেন রাশেদ রাহার নির্দেশনায় গাজীপুরে চ্যালেঞ্জ নাটকের শুটিংয়ে। ফিরে এসে আগামীকাল থেকে রাজধানীর উত্তরায় নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকবেন তিনি। চমক মানিকগঞ্জের সরকারি মেডিকেল কলেজ ‘কর্নেল মালিক মেডিকেল কলেজ’এ এমবিবিএস করেছেন। করোনাকালীন সময়ে ইন্টার্র্নশিপ বন্ধ থাকার কারণে অভিনয়ে আগ্রহ ছিল বলেই রাফাত মজুমদার রিংকুর নির্দেশনায় প্রথম নাটকে অভিনয় করেন তৌসিফ মাহবুবের বিপরীতে ‘অলিভ ওয়েল’ নাটকে। পরে একই পরিচালকের ‘থার্ড লাভ’ নাটকে অভিনয় করেন তিনি। এরই মধ্যে তিনি নাজমুল রনির নির্দেশনায় অপূর্ব’র সঙ্গে ‘লেটস চেঞ্জ’, ‘তোকে ভালোবাসি আমি’ ও ‘আমার ভালোবাসা’ নাটকে অভিনয় করেছেন। শুরু করেছেন মাহমুদুর রহমান হিমির নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘হাউজ-৯৬’। এতেও তিনি অভিনয় করার সুযোগ পেয়েছেন আফরান নিশোর সঙ্গে। রুবেল আনুশর নির্দেশনায় চমক ‘হায়দার’ নামক একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন এরইমধ্যে। শুধু নাটকেই নয় রবি, প্রাণসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ইশতিয়াক আহমেদ রুমেলের নির্দেশনায় ‘পাঞ্চি’ এবং সাখাওয়াত মানিকের নির্দেশনায় ‘ভাইরাল হাজব্যান্ড’ নাটকের কাজ এরইমধ্যে শেষ করেছেন চমক। অভিনয় নিয়ে চমকের স্বপ্ন প্রসঙ্গে চমক বলেন, ‘নাটকে অভিনয় করে নিজেকে অভিনয়ে দক্ষ করে তুলতে চাই। তারপর যদি ভালো গল্পের সিনেমায় কাজ করার প্রস্তাব আসে এবং চরিত্রও আমার ভালো লেগে যায়, তখন সিনেমায় কাজ করব। এটা অবশ্যই যে সিনেমায় কাজ করার আগ্রহ আছে আমার।’