চৌমুহনী পৌর নির্বাচন হত্যার আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার নির্বাচনে নৌকার কর্মী মাজহারুল ইসলাম তূর্য হত্যাকা-ে গ্রেপ্তারকৃত আসামি রবিউল ইসলাম রায়হানকে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল চালান করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

মামলার তদন্তে কর্মকর্তা নোয়াখালী গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গত বুধবার বেগমগঞ্জে এ হত্যাকা-ের পর পরই নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেনের নির্দেশে ডিবি পুলিশ ও অভিযানে নামে। রাতে নিহতের পিতা তাজুল ইসলাম বেগমগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে অচেনা আরও ১৫/২০ জনকে আসামি করে খুনের মামলা দায়েরের পর পরই মামলাটি ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন পুলিশ সুপার। এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি আমার নামে হাওলা করে। মামলাটি পাওয়ার পর পরই আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান শুরু করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় আরও জিজ্ঞাসাবাদের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এ দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর বিকেল ৪টায় জানাজা শেষে দঃ নাজিরপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় মেয়র আক্তার হোসেন ফয়সাল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান শাহ নাজ বেগম নিহতের বাড়ি গিয়ে তার মা বাবাসহ পরিবারের সদস্যদের সান্ত¡না দেন।

এ দিকে চৌমুহনী পৌরসভার মেয়র ও বর্তমানে আবার নৌকার মেয়র প্রার্থী আকতার হোসেন ফয়সাল দ্রুত আসামিদের গ্রেপ্তার করার দাবি জানান।

এ হত্যাকা-ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্র জানায়।

আরও খবর
ঢাকা বিশ্ববিদ্যালয় স্বরূপে ফিরে আসুক প্রধানমন্ত্রী
সুখী-সমৃদ্ধ দেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে সরকারি দল
মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গণ্ডি’
আরণ্যক নাট্যদলের প্রযোজনা ‘কহে ফেসবুক’
টাকা দিলেই জাল ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট
চীনের মধ্যস্থতায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে প্রতিমন্ত্রী
পিকে হালদারের সহযোগী সুকুমার মৃধা ও মেয়ে অনিন্দিতা রিমান্ডে
ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ আত্মসাৎ ৩ জন গ্রেপ্তার
দেশকে নতজানু রাখার পরিকল্পনা রুখে দিতে হবে মির্জা ফখরুল
অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা

শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ , ৮ মাঘ ১৪২৭, ৮ জমাদিউস সানি ১৪৪২

চৌমুহনী পৌর নির্বাচন হত্যার আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার নির্বাচনে নৌকার কর্মী মাজহারুল ইসলাম তূর্য হত্যাকা-ে গ্রেপ্তারকৃত আসামি রবিউল ইসলাম রায়হানকে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল চালান করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

মামলার তদন্তে কর্মকর্তা নোয়াখালী গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গত বুধবার বেগমগঞ্জে এ হত্যাকা-ের পর পরই নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেনের নির্দেশে ডিবি পুলিশ ও অভিযানে নামে। রাতে নিহতের পিতা তাজুল ইসলাম বেগমগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে অচেনা আরও ১৫/২০ জনকে আসামি করে খুনের মামলা দায়েরের পর পরই মামলাটি ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন পুলিশ সুপার। এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি আমার নামে হাওলা করে। মামলাটি পাওয়ার পর পরই আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান শুরু করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় আরও জিজ্ঞাসাবাদের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এ দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর বিকেল ৪টায় জানাজা শেষে দঃ নাজিরপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় মেয়র আক্তার হোসেন ফয়সাল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান শাহ নাজ বেগম নিহতের বাড়ি গিয়ে তার মা বাবাসহ পরিবারের সদস্যদের সান্ত¡না দেন।

এ দিকে চৌমুহনী পৌরসভার মেয়র ও বর্তমানে আবার নৌকার মেয়র প্রার্থী আকতার হোসেন ফয়সাল দ্রুত আসামিদের গ্রেপ্তার করার দাবি জানান।

এ হত্যাকা-ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্র জানায়।