‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’

৯ জেলায় স্বপ্নের নীড় পাবে ৬৫৮২ অসহায় পরিবার

‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’-এ স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে ৯ জেলায় আজ শনিবার ৬৫৮২টি ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। এদিন গণভবন থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে দশটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে প্রদান করবেন মুজিববর্ষের এই উপহার ‘স্বপ্ন নীড়’। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

মৌলভীবাজার

মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজার জেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে ১ হাজার ১২৬টি সেমি পাকা ঘর। আজ শনিবার পরিবার প্রতি ২ শতক জমিসহ ৫৪২টি সেমিপাকা ঘর হস্তান্তর করা হবে। মৌলভীবাজারের জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী গৃহহীরদের ঘর হস্তান্তরের এ প্রকল্পের উদ্বোধনের পর মৌলভীবাজার জেলায় শনিবার প্রাথমিক পর্যায়ে ৫৪২টি পরিবারকে জমিসহ গৃহ বুঝিয়ে দেয়া হবে।

চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম এ প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি ভূমিহীন ও গৃহহীন সুবিধাভোগী ১৭ পরিবারের নামের তালিকা প্রকাশ করেন। তিনি আরো বলেন উপজেলার ভূমিহীন ও গৃহহীন মিলিয়ে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বরসহ সংশ্লিষ্ট কমিটি মোট ৪৪১টি নামের তালিকা প্রদান করে। সেখান থেকে প্রথম পর্যায়ে ১৭টি পরিবারকে ঘর বরাদ্দ দেয়া হয়েছে।

পটুয়াখালী

‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিশেষ উদ্যোগে পটুয়াখালীতে ভূমিহীন ও গৃহহীন ২১৩১টি পরিবার জমি ও ঘর পাচ্ছেন।

বান্দরবান

মুজিববর্ষ উপলক্ষে বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান উপলক্ষে বান্দরবানে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, আগামী ২৩ জানুয়ারি গণভবন থেকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করবেন।

মাগুরা

মাগুরায় ‘জমি নেই, ঘরও নেই’ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে আজ ২৩ জানুয়ারি ১শ ১৫ জন ভূমিহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ উপহার টিনসেড আধা পাকা ঘর। আজ সারাদেশে একযোগে প্রায় ৬৭ হাজার গৃহহীন পরিবারের মাঝে জমিসহ এ ঘর হস্তান্তর করা হবে। মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম গত ২১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জানান- এ প্রকল্পের আওতায় মাগুরায় সরকারের ৮শ ঘর তৈরি করে দেয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে যার ১১৫টি সম্পন্ন হয়ে হস্তান্তর উপযোগী হয়েছে।

নওগাঁ

লাল ও আকাশি নীল রংয়ের ছাউনির সারি সারি বাড়িগুলো দেখে অসহায় ও ভূমিহীন পরিবারগুলোর মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর উপহার এসব বাড়িগুলোতে বসবাস করার জন্য অধীর আগ্রহে ছিলেন গৃহহীন পরিবারগুলো। আর মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নওগাঁর ১১টি উপজেলায় মাথাগোঁজার ঠাঁই পেয়েছে ১০৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

দোহার

‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’-এস্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ২৩৮টি হতদরিদ্র গৃহহীন পরিবার মুজিব শতবর্ষে জমিসহ ঘর পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১৯৮টি পরিবার এবং ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির ব্যক্তিগত অর্থায়নে আরও ৪০টি গৃহহীন পরিবার ঘর পাবে।

বাগেরহাট

বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেছেন আগামী ২৩ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ভূমিহীনদের জন্য বসতঘর উপহার দিবেন। যা পৃথিবীর ইতিহাসে বিরল। এক সাথে খাস জমিতে একই অবকাঠামোর সেমিপাকা ঘর ও জমি স্থায়ীভাবে ভোগ করবেন ভূমিহীনরা। যা পেরেছেনে আমাদের প্রধানমন্ত্রী। এটা তার সাহসিকতার ফসল। বাগেরহাট জেলায় ৪৩৩টি ঘরের মধ্যে ৩৩৬ জন কে এদিন ঘর হস্তান্তর করা হবে।

চাটমোহর

পাবনার চাটমোহরে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে দরিদ্র ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ‘স্বপ্ন নীড়’। মুজিববর্ষ উপলক্ষে ৩০টি পরিবারের জন্য ঘর তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। তালিকাভুক্ত গৃহহীন পরিবারগুলোর মুখে এখন হাসি ফুটে উঠেছে মুজিববর্ষের এই উপহারে। দিনের পরদিন আনন্দ ভরা স্বপ্ন নিয়ে অপেক্ষার প্রহর গুনছে ৩০টি পরিবার।

আগামী ২৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে দশটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে গৃহহীনদের মাঝে প্রদান করা হবে মুজিববর্ষের এই উপহার ‘স্বপ্ন নীড়’।

image
আরও খবর
গোপালগঞ্জে ২ হাজার হেক্টর জমি জলাবদ্ধতার আশঙ্কা
পোরশায় অতিরিক্ত কীটনাশকে ৬ বিঘা বোরো বীজতলা নষ্ট করল প্রতিপক্ষ
আশুলিয়ায় ছাত্রীকে ধর্ষণ : শিক্ষক আটক
জামালপুরে ট্রেনের ধাক্কায় রিকশা আরোহী নিহত চালক আহত
কালারমারছড়ার তহসিলদার দুদকের হাতে আটক
রায়পুরায় সমবায় পদ্ধতিতে ৮৫ কৃষকের ৫০ একরে চাষাবাদ শুরু
কোরিয়ার সঙ্গে সিকৃবি’র সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
লেনিনের আদর্শে গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে
ভালুকায় ইটভাটায় পুড়ছে কাঠ হুমকিতে বনসম্পদ জনস্বাস্থ্য
বাগেরহাটে বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন ৩ প্রার্থী
সৈয়দপুর স্থগিত নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
ডিমলায় কিশোরীহত্যা : মৃত্যুদণ্ড ১ যাবজ্জীবন ১
নাইক্ষ্যংছড়িতে ইয়াবা বিক্রেতা নিহত

শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ , ৯ মাঘ ১৪২৭, ৯ জমাদিউস সানি ১৪৪২

‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’

৯ জেলায় স্বপ্নের নীড় পাবে ৬৫৮২ অসহায় পরিবার

সংবাদ ন্যাশনাল ডেস্ক

image

‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’-এ স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে ৯ জেলায় আজ শনিবার ৬৫৮২টি ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। এদিন গণভবন থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে দশটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে প্রদান করবেন মুজিববর্ষের এই উপহার ‘স্বপ্ন নীড়’। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

মৌলভীবাজার

মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজার জেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে ১ হাজার ১২৬টি সেমি পাকা ঘর। আজ শনিবার পরিবার প্রতি ২ শতক জমিসহ ৫৪২টি সেমিপাকা ঘর হস্তান্তর করা হবে। মৌলভীবাজারের জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী গৃহহীরদের ঘর হস্তান্তরের এ প্রকল্পের উদ্বোধনের পর মৌলভীবাজার জেলায় শনিবার প্রাথমিক পর্যায়ে ৫৪২টি পরিবারকে জমিসহ গৃহ বুঝিয়ে দেয়া হবে।

চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম এ প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি ভূমিহীন ও গৃহহীন সুবিধাভোগী ১৭ পরিবারের নামের তালিকা প্রকাশ করেন। তিনি আরো বলেন উপজেলার ভূমিহীন ও গৃহহীন মিলিয়ে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বরসহ সংশ্লিষ্ট কমিটি মোট ৪৪১টি নামের তালিকা প্রদান করে। সেখান থেকে প্রথম পর্যায়ে ১৭টি পরিবারকে ঘর বরাদ্দ দেয়া হয়েছে।

পটুয়াখালী

‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিশেষ উদ্যোগে পটুয়াখালীতে ভূমিহীন ও গৃহহীন ২১৩১টি পরিবার জমি ও ঘর পাচ্ছেন।

বান্দরবান

মুজিববর্ষ উপলক্ষে বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান উপলক্ষে বান্দরবানে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, আগামী ২৩ জানুয়ারি গণভবন থেকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করবেন।

মাগুরা

মাগুরায় ‘জমি নেই, ঘরও নেই’ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে আজ ২৩ জানুয়ারি ১শ ১৫ জন ভূমিহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ উপহার টিনসেড আধা পাকা ঘর। আজ সারাদেশে একযোগে প্রায় ৬৭ হাজার গৃহহীন পরিবারের মাঝে জমিসহ এ ঘর হস্তান্তর করা হবে। মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম গত ২১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জানান- এ প্রকল্পের আওতায় মাগুরায় সরকারের ৮শ ঘর তৈরি করে দেয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে যার ১১৫টি সম্পন্ন হয়ে হস্তান্তর উপযোগী হয়েছে।

নওগাঁ

লাল ও আকাশি নীল রংয়ের ছাউনির সারি সারি বাড়িগুলো দেখে অসহায় ও ভূমিহীন পরিবারগুলোর মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর উপহার এসব বাড়িগুলোতে বসবাস করার জন্য অধীর আগ্রহে ছিলেন গৃহহীন পরিবারগুলো। আর মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নওগাঁর ১১টি উপজেলায় মাথাগোঁজার ঠাঁই পেয়েছে ১০৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

দোহার

‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’-এস্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ২৩৮টি হতদরিদ্র গৃহহীন পরিবার মুজিব শতবর্ষে জমিসহ ঘর পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১৯৮টি পরিবার এবং ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির ব্যক্তিগত অর্থায়নে আরও ৪০টি গৃহহীন পরিবার ঘর পাবে।

বাগেরহাট

বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেছেন আগামী ২৩ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ভূমিহীনদের জন্য বসতঘর উপহার দিবেন। যা পৃথিবীর ইতিহাসে বিরল। এক সাথে খাস জমিতে একই অবকাঠামোর সেমিপাকা ঘর ও জমি স্থায়ীভাবে ভোগ করবেন ভূমিহীনরা। যা পেরেছেনে আমাদের প্রধানমন্ত্রী। এটা তার সাহসিকতার ফসল। বাগেরহাট জেলায় ৪৩৩টি ঘরের মধ্যে ৩৩৬ জন কে এদিন ঘর হস্তান্তর করা হবে।

চাটমোহর

পাবনার চাটমোহরে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে দরিদ্র ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ‘স্বপ্ন নীড়’। মুজিববর্ষ উপলক্ষে ৩০টি পরিবারের জন্য ঘর তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। তালিকাভুক্ত গৃহহীন পরিবারগুলোর মুখে এখন হাসি ফুটে উঠেছে মুজিববর্ষের এই উপহারে। দিনের পরদিন আনন্দ ভরা স্বপ্ন নিয়ে অপেক্ষার প্রহর গুনছে ৩০টি পরিবার।

আগামী ২৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে দশটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে গৃহহীনদের মাঝে প্রদান করা হবে মুজিববর্ষের এই উপহার ‘স্বপ্ন নীড়’।