অংকনের কণ্ঠে রুনা লায়লা’র ‘সুজনরে’

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লা’র ‘সুজনরে’ গানটি নতুন করে গেয়েছেন এই প্রজন্মের ফোক গানে সঙ্গীতশিল্পী অংকন ইয়াসমিন। উপমহাদেশের প্রখ্যাত সুরস্রষ্টা আলাউদ্দিন আলী’র সুরে লায়লা এমদাদের লেখা গানটির রি-অ্যারেঞ্জম্যান্ট করেন অভিজিৎ জিতু। গানটির ভিডিও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। গত ৫ জানুয়ারি অংকনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘অংকন ইয়াসমিন অফিসিয়াল’-এ প্রকাশিত হয়েছে এটি। গানটি গাওয়া প্রসঙ্গে অংকন বলেন,‘ শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের গাওয়া এই গানটি তার বহুল জনপ্রিয় অন্যান্য গানের মতো খুব বেশি প্রচলিত নয়। যে কারণে ফোক

ঘরানার এই গানটি কাভার করেছি যাতে শ্রোতারা নতুন করে এই গানটি শোনার ক্ষেত্রে আগ্রহ পান। আশা করছি শ্রোতা দর্শকের ভালোলাগবে।’ তবে ইউটিউবে প্রকাশিত গানটির কোথাও মূল শিল্পী রুনা লায়লা’র নাম উল্লেখ করা হয়নি। এদিকে আজ অংকন ইয়াসমিনের জন্মদিন। জন্মদিনের শুরুটা পরিবারের সঙ্গে কাটলেও সন্ধ্যায় তিনি রাজধানীর গাজীপুরে একটি স্টেজ শো’তে পারফর্ম করবেন বলে নিশ্চিত করেছেন। এছাড়াও আগামী ৩০ জানুয়ারি একটি স্টেজ শো’তে পারফর্ম করবেন তিনি। নিজের মনেরমতো কিছু গান প্রকাশের জন্যই অংকন নিজের নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশে করেছেন।

শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ , ৯ মাঘ ১৪২৭, ৯ জমাদিউস সানি ১৪৪২

অংকনের কণ্ঠে রুনা লায়লা’র ‘সুজনরে’

বিনোদন প্রতিবেদক

image

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লা’র ‘সুজনরে’ গানটি নতুন করে গেয়েছেন এই প্রজন্মের ফোক গানে সঙ্গীতশিল্পী অংকন ইয়াসমিন। উপমহাদেশের প্রখ্যাত সুরস্রষ্টা আলাউদ্দিন আলী’র সুরে লায়লা এমদাদের লেখা গানটির রি-অ্যারেঞ্জম্যান্ট করেন অভিজিৎ জিতু। গানটির ভিডিও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। গত ৫ জানুয়ারি অংকনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘অংকন ইয়াসমিন অফিসিয়াল’-এ প্রকাশিত হয়েছে এটি। গানটি গাওয়া প্রসঙ্গে অংকন বলেন,‘ শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের গাওয়া এই গানটি তার বহুল জনপ্রিয় অন্যান্য গানের মতো খুব বেশি প্রচলিত নয়। যে কারণে ফোক

ঘরানার এই গানটি কাভার করেছি যাতে শ্রোতারা নতুন করে এই গানটি শোনার ক্ষেত্রে আগ্রহ পান। আশা করছি শ্রোতা দর্শকের ভালোলাগবে।’ তবে ইউটিউবে প্রকাশিত গানটির কোথাও মূল শিল্পী রুনা লায়লা’র নাম উল্লেখ করা হয়নি। এদিকে আজ অংকন ইয়াসমিনের জন্মদিন। জন্মদিনের শুরুটা পরিবারের সঙ্গে কাটলেও সন্ধ্যায় তিনি রাজধানীর গাজীপুরে একটি স্টেজ শো’তে পারফর্ম করবেন বলে নিশ্চিত করেছেন। এছাড়াও আগামী ৩০ জানুয়ারি একটি স্টেজ শো’তে পারফর্ম করবেন তিনি। নিজের মনেরমতো কিছু গান প্রকাশের জন্যই অংকন নিজের নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশে করেছেন।