পদাতিক নাট্য সংসদের ৪৪ বছরে পদার্পণ

আজ ‘গহনযাত্রা’ ও ‘ম্যাকবেথ’ এর ৫০তম মঞ্চায়ন

২১ জানুয়ারি পদাতিক নাট্য সংসদ ৪৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আজ ২৩ জানুয়ারি শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৫টা ৩০ হতে পদাতিক নাট্য সংসদের দুটি নাটক গহনযাত্রা ও ম্যাকবেথ এর ৫০তম মঞ্চায়ন হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, নির্দেশক ও অভিনেত্রী লাকী ইনাম, মঞ্চসারথি আতাউর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। সন্ধ্যা ৬টায় গহনযাত্রা ও সন্ধ্যা ৭টা ৩০টায় ম্যাকবেথ নাটক মঞ্চায়ন শেষে দুই নাটক সংশ্লিষ্ট নেপথ্যের কারিগরদের ৫০ তম সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। সম্মাননা পদকপ্রাপ্তরা হলেন

সৈয়দ শামসুল হক, ওয়াহিদা মল্লিক জলি, সুদীপ চক্রবর্তী, ড. রুবাইয়াৎ আহমেদ, সায়েম রানা, এবিম তৈমুর হান্নান, সঞ্জীব কুমার দে, আতিকুল ইসলাম জয়, শিশির রহমান। এছাড়াও ম্যাকবেথ নাটকে ৫০টি মঞ্চায়নে অংশগ্রহণ করায় সৈয়দা শামছি আরা, মশিউর রহমান, শাখাওয়াত হোসেন শিমুল, ইকরামুল ইসলাম, সালমান শুভ ও তন্ময় বিশ্বাসকে ৫০তম সম্মাননা ক্রেস্ট দেয়া হবে। গহনযাত্রা এবং ম্যাকবেথ নাটকের মধ্যবর্তী বিরতিতে উপস্থাপিত হবে প্রবন্ধ ‘করোনার ক্রান্তিকালে মনে পড়ে’। প্রবন্ধটি উপস্থাপনা করবেন অপূর্ব কুমার কু-ু। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনীন হোসাইন তানু।

শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ , ৯ মাঘ ১৪২৭, ৯ জমাদিউস সানি ১৪৪২

পদাতিক নাট্য সংসদের ৪৪ বছরে পদার্পণ

আজ ‘গহনযাত্রা’ ও ‘ম্যাকবেথ’ এর ৫০তম মঞ্চায়ন

বিনোদন প্রতিবেদক

image

২১ জানুয়ারি পদাতিক নাট্য সংসদ ৪৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আজ ২৩ জানুয়ারি শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৫টা ৩০ হতে পদাতিক নাট্য সংসদের দুটি নাটক গহনযাত্রা ও ম্যাকবেথ এর ৫০তম মঞ্চায়ন হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, নির্দেশক ও অভিনেত্রী লাকী ইনাম, মঞ্চসারথি আতাউর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। সন্ধ্যা ৬টায় গহনযাত্রা ও সন্ধ্যা ৭টা ৩০টায় ম্যাকবেথ নাটক মঞ্চায়ন শেষে দুই নাটক সংশ্লিষ্ট নেপথ্যের কারিগরদের ৫০ তম সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। সম্মাননা পদকপ্রাপ্তরা হলেন

সৈয়দ শামসুল হক, ওয়াহিদা মল্লিক জলি, সুদীপ চক্রবর্তী, ড. রুবাইয়াৎ আহমেদ, সায়েম রানা, এবিম তৈমুর হান্নান, সঞ্জীব কুমার দে, আতিকুল ইসলাম জয়, শিশির রহমান। এছাড়াও ম্যাকবেথ নাটকে ৫০টি মঞ্চায়নে অংশগ্রহণ করায় সৈয়দা শামছি আরা, মশিউর রহমান, শাখাওয়াত হোসেন শিমুল, ইকরামুল ইসলাম, সালমান শুভ ও তন্ময় বিশ্বাসকে ৫০তম সম্মাননা ক্রেস্ট দেয়া হবে। গহনযাত্রা এবং ম্যাকবেথ নাটকের মধ্যবর্তী বিরতিতে উপস্থাপিত হবে প্রবন্ধ ‘করোনার ক্রান্তিকালে মনে পড়ে’। প্রবন্ধটি উপস্থাপনা করবেন অপূর্ব কুমার কু-ু। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনীন হোসাইন তানু।