ইরাকে আত্মঘাতী বোমা হামলা নিহতের সংখ্যা বেড়ে ৩২

ইরাকের রাজধানী বাগদাদের একটি উন্মুক্ত বাজারে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১১০ জন। আল-জাজিরা

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াহইয়া রাসুল আল-জাজিরাকে বলেন, রাজধানীর তায়ারান স্কয়ারের কাছে বাব-আল-সারজি এলাকায় একটি জনাকীর্ণ বাজারে এই জোড়া বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণে হতাহতদের উদ্বারে লোকজন এগিয়ে গেলে দ্বিতীয় বিস্ফোরণটি হয় বলে জানান রাসুল।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাজধানীর হাসপাতালগুলোতে হামলায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা সংকটাপন্ন। এ কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে। এদিকে হামলার দায় সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএসআইএস) স্বীকার করেছে বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

ইরাকবিষয়ক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের ফেলো সাজাদ জিয়াদ বলেন, ‘বাগদাদের জনবহুল এলাকা লক্ষ্য করে অতীতে অনেক বার আত্মঘাতী হামলা চালিয়েছে আইএসআইএস। নিরাপত্তা নিশ্চিতে ইরাক সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইসলামিক স্টেট এখনও সক্রিয়, এ বিষয়ে তাদের সতর্ক করা হয়েছিল।’ এদিকে ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে একই মার্কেটে জোড়া আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ৩৫ জন নিহত হন। আহত হন ৯০ জন।

শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ , ৯ মাঘ ১৪২৭, ৯ জমাদিউস সানি ১৪৪২

ইরাকে আত্মঘাতী বোমা হামলা নিহতের সংখ্যা বেড়ে ৩২

image

বাগদাদের তায়ারান স্কয়ারের বাজারে আত্মঘাতি হামলা চালায় আইএস জঙ্গীরা -আল জাজিরা

ইরাকের রাজধানী বাগদাদের একটি উন্মুক্ত বাজারে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১১০ জন। আল-জাজিরা

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াহইয়া রাসুল আল-জাজিরাকে বলেন, রাজধানীর তায়ারান স্কয়ারের কাছে বাব-আল-সারজি এলাকায় একটি জনাকীর্ণ বাজারে এই জোড়া বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণে হতাহতদের উদ্বারে লোকজন এগিয়ে গেলে দ্বিতীয় বিস্ফোরণটি হয় বলে জানান রাসুল।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাজধানীর হাসপাতালগুলোতে হামলায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা সংকটাপন্ন। এ কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে। এদিকে হামলার দায় সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএসআইএস) স্বীকার করেছে বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

ইরাকবিষয়ক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের ফেলো সাজাদ জিয়াদ বলেন, ‘বাগদাদের জনবহুল এলাকা লক্ষ্য করে অতীতে অনেক বার আত্মঘাতী হামলা চালিয়েছে আইএসআইএস। নিরাপত্তা নিশ্চিতে ইরাক সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইসলামিক স্টেট এখনও সক্রিয়, এ বিষয়ে তাদের সতর্ক করা হয়েছিল।’ এদিকে ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে একই মার্কেটে জোড়া আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ৩৫ জন নিহত হন। আহত হন ৯০ জন।