সড়কে ঝরল ৩ জনের প্রাণ

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরমধ্যে ওয়ারী এলাকায় হানিফ ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন- মোটরসাইকেল চালক আক্তার হোসেন (৩৭) ও কমিউনিটি পুলিশ মফিজ উদ্দিন (৪০)। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৫টায় আক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন। মফিজ উদ্দিন কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উদ্ধারকারী হানিফ ফ্লাইওভারে কর্মরত কমিউনিটি পুলিশ বদরুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে জৈনপুর পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক ছিটকে সেখানে কর্মরত সিকিউরিটি গার্ডের (কমিউনিটি পুলিশ) ওপর পড়েন। গুরুতর আহত অবস্থায় দু’জনকে ঢামেক মেডেকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের মৃত্যু হয়। নিহত আক্তার হোসেনের ভাগনিজামাই আবদুল আজিজ জানান, নিহতের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। তিনি নারায়ণগঞ্জের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। নিহতের স্ত্রী ফরিদা ইয়াসমিন ঢামেকের সিনিয়র স্টাফ নার্স। তারা বর্তমানে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

অন্যদিকে বনানী সৈনিক ক্লাব এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল নীল চেক লুঙ্গি ও ডেনিম শার্ট। গত শুক্রবার রাত ৩টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিন বিশ্বাস বলেন, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে বনানী সৈনিক ক্লাব নিউ এয়ারপোর্ট রোড এলাকায় ফুটওভার ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, কোন যানবাহন তাকে ধাক্কা দেয়ায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।’ তিনি বলেন, ‘স্থানীয়রা নিহত যুবকের পরিচয় শক্ত করতে পারেননি। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ , ১০ মাঘ ১৪২৭, ১০ জমাদিউস সানি ১৪৪২

রাজধানীতে

সড়কে ঝরল ৩ জনের প্রাণ

মেডিকেল বার্তা পরিবেশক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরমধ্যে ওয়ারী এলাকায় হানিফ ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন- মোটরসাইকেল চালক আক্তার হোসেন (৩৭) ও কমিউনিটি পুলিশ মফিজ উদ্দিন (৪০)। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৫টায় আক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন। মফিজ উদ্দিন কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উদ্ধারকারী হানিফ ফ্লাইওভারে কর্মরত কমিউনিটি পুলিশ বদরুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে জৈনপুর পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক ছিটকে সেখানে কর্মরত সিকিউরিটি গার্ডের (কমিউনিটি পুলিশ) ওপর পড়েন। গুরুতর আহত অবস্থায় দু’জনকে ঢামেক মেডেকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের মৃত্যু হয়। নিহত আক্তার হোসেনের ভাগনিজামাই আবদুল আজিজ জানান, নিহতের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। তিনি নারায়ণগঞ্জের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। নিহতের স্ত্রী ফরিদা ইয়াসমিন ঢামেকের সিনিয়র স্টাফ নার্স। তারা বর্তমানে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

অন্যদিকে বনানী সৈনিক ক্লাব এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল নীল চেক লুঙ্গি ও ডেনিম শার্ট। গত শুক্রবার রাত ৩টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিন বিশ্বাস বলেন, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে বনানী সৈনিক ক্লাব নিউ এয়ারপোর্ট রোড এলাকায় ফুটওভার ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, কোন যানবাহন তাকে ধাক্কা দেয়ায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।’ তিনি বলেন, ‘স্থানীয়রা নিহত যুবকের পরিচয় শক্ত করতে পারেননি। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’