তক্ষকসহ ৭ পাচারকারী গ্রেপ্তার

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে একটি তক্ষকসহ ৭ পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে এবং বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের পরিদর্শক নারগিস সুলতানা লিজার সহযোগিতায় গত শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। দারুস সালাম থানার মাজার রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক সংরক্ষণ ও পাচারের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪(খ) ধারায় ৭ পাচারকারীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবদুল্লাহ আল মামুনকে (৩৪) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. সজিব (২৩), মো. সাইফুল ইসলাম (৫৮), মো. ইউসুফ (৪১), মো. শাহাবুদ্দিন (৩৯), মো. আনিসুর রহমান (৪৮) ও মো. জাকির হোসেনকে (৪২) ৫০ হাজার টাকা করে সর্বমোট তিন লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আসামিরা জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ , ১০ মাঘ ১৪২৭, ১০ জমাদিউস সানি ১৪৪২

রাজধানীতে

তক্ষকসহ ৭ পাচারকারী গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে একটি তক্ষকসহ ৭ পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে এবং বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের পরিদর্শক নারগিস সুলতানা লিজার সহযোগিতায় গত শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। দারুস সালাম থানার মাজার রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক সংরক্ষণ ও পাচারের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪(খ) ধারায় ৭ পাচারকারীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবদুল্লাহ আল মামুনকে (৩৪) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. সজিব (২৩), মো. সাইফুল ইসলাম (৫৮), মো. ইউসুফ (৪১), মো. শাহাবুদ্দিন (৩৯), মো. আনিসুর রহমান (৪৮) ও মো. জাকির হোসেনকে (৪২) ৫০ হাজার টাকা করে সর্বমোট তিন লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আসামিরা জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।