মধুমতি নদীতে শতকোটি টাকার সেতুর নির্মাণ কাজ উদ্বোধন

গোপালগঞ্জে মধুমতি নদীর ওপর ঘাঘা-ধলাইতলা সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। নড়াইল ও গোপালগঞ্জ জেলা মধ্যে এ সেতু সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের দ্বার উন্মোচন করবে। এ সেতু ব্যবহার করে গোপালগঞ্জ থেকে বেনাপোল বন্দরের যোগাযোগ ত্বরান্বিত হবে।

গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইজি) এ সেতু বাস্তবায়ন করছে। গত শনিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক মঞ্জুরুল আলম সিদ্দকী বলেন, ৯৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে মধুমতি নদীর ওপর ঘাঘা-ধলাইতলা সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। ৭৮৮.৭০ মিটার দীর্ঘ এ সেতুর এক প্রন্তে গোপালগঞ্জ সদর উপজেলার জালাবাদ ইউনিয়নের ঘাঘা-ধলাইতলা। অপরপ্রান্তে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে কোটাকোল গ্রাম।

এ সেতু দু’জেলার সড়ক যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে। আমরা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ করবো। গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেন, এই সেতু গোপালগঞ্জ ও নড়াইল জেলার ২০ গ্রামের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। যাতায়াত, পণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্য প্রসার ঘটিয়ে এ সেতু দু’জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। বেনাপোল ও ঢাকার সাথে এ অঞ্চলের যোগাযোগ ত্বরান্বিত হবে।

সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ , ১১ মাঘ ১৪২৭, ১১ জমাদিউস সানি ১৪৪২

মধুমতি নদীতে শতকোটি টাকার সেতুর নির্মাণ কাজ উদ্বোধন

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে মধুমতি নদীর ওপর ঘাঘা-ধলাইতলা সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। নড়াইল ও গোপালগঞ্জ জেলা মধ্যে এ সেতু সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের দ্বার উন্মোচন করবে। এ সেতু ব্যবহার করে গোপালগঞ্জ থেকে বেনাপোল বন্দরের যোগাযোগ ত্বরান্বিত হবে।

গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইজি) এ সেতু বাস্তবায়ন করছে। গত শনিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক মঞ্জুরুল আলম সিদ্দকী বলেন, ৯৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে মধুমতি নদীর ওপর ঘাঘা-ধলাইতলা সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। ৭৮৮.৭০ মিটার দীর্ঘ এ সেতুর এক প্রন্তে গোপালগঞ্জ সদর উপজেলার জালাবাদ ইউনিয়নের ঘাঘা-ধলাইতলা। অপরপ্রান্তে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে কোটাকোল গ্রাম।

এ সেতু দু’জেলার সড়ক যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে। আমরা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ করবো। গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেন, এই সেতু গোপালগঞ্জ ও নড়াইল জেলার ২০ গ্রামের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। যাতায়াত, পণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্য প্রসার ঘটিয়ে এ সেতু দু’জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। বেনাপোল ও ঢাকার সাথে এ অঞ্চলের যোগাযোগ ত্বরান্বিত হবে।