শরণখোলায় যুবকের দুইটি চোখ বিনষ্ট

বাগেহাটের শরণখোলায় একাধিক মামলার আসামি মো.সাইফুল মোল্লা (৪০) নামের এক যুবকের দুইটি চোখ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ২৪, জানুয়ারি (রোববার) ভোর রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠের পাড় এলাকার একটি মাঠে কে বা কারা তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়। একইদিন সকাল আটটার দিকে স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর তালুকদার আহত সাইফুলকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জাহাঙ্গীর হোসেন তালুকদার জানান, রোববার সকালে আমি শরণখোলা থানা পুলিশের একটি ফোন পেয়ে ঘটনাস্থলে যাই।

পরে আমার ওয়ার্ডের গ্রাম পুলিশের সহায়তা নিয়ে সাইফুলকে হাসপাতালে ভর্তি করি। তবে, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ফয়সাল আহম্মেদ বলেন, সাইফুলের দুটি চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার একটি পা ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে সাইফুলের কোন অভিভাবক পাওয়া যাচ্ছে না । এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সাইফুল হাসপাতালে চিকিৎসাধীন আছে । তবে, তার বিরুদ্ধে থানায় চুরি ও মাদকের একাধিক মামলা ছাড়াও এলাকায় বহু অপকর্মের অভিযোগ রয়েছে ।

সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ , ১১ মাঘ ১৪২৭, ১১ জমাদিউস সানি ১৪৪২

শরণখোলায় যুবকের দুইটি চোখ বিনষ্ট

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)

বাগেহাটের শরণখোলায় একাধিক মামলার আসামি মো.সাইফুল মোল্লা (৪০) নামের এক যুবকের দুইটি চোখ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ২৪, জানুয়ারি (রোববার) ভোর রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠের পাড় এলাকার একটি মাঠে কে বা কারা তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়। একইদিন সকাল আটটার দিকে স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর তালুকদার আহত সাইফুলকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জাহাঙ্গীর হোসেন তালুকদার জানান, রোববার সকালে আমি শরণখোলা থানা পুলিশের একটি ফোন পেয়ে ঘটনাস্থলে যাই।

পরে আমার ওয়ার্ডের গ্রাম পুলিশের সহায়তা নিয়ে সাইফুলকে হাসপাতালে ভর্তি করি। তবে, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ফয়সাল আহম্মেদ বলেন, সাইফুলের দুটি চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার একটি পা ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে সাইফুলের কোন অভিভাবক পাওয়া যাচ্ছে না । এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সাইফুল হাসপাতালে চিকিৎসাধীন আছে । তবে, তার বিরুদ্ধে থানায় চুরি ও মাদকের একাধিক মামলা ছাড়াও এলাকায় বহু অপকর্মের অভিযোগ রয়েছে ।