সকালের ‘গরম ভাতের গন্ধ’তে মোশাররফ-মম

মোশাররফ করিম ও জাকিয়া বারী মম এর আগে গুণী নাট্যপরিচালক সকাল আহমেদের পরিচালনায় অনেক নাটকে কাজ করেছেন। তবে এবারই প্রথম সকাল আহমেদের পরিচালনায় মোশাররফ করিম ও মম একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘গরম ভাতের গন্ধ’। নাটকটি রচনা করেছেন ইসরাত আহমেদ। নাটকটিতে ক্যামেরাম্যান হিসেবে ছিলেন নেহাদ, মেকাপ আর্টিস্ট হিসেবে ছিলেন রবি এবং প্রোডাকশন ম্যানেজার হিসেবে ছিলেন বিল্লাল।

সকাল আহমেদ জানান, ‘বঙ্গবিডি’, ‘দীপ্ত টিভি’, ‘এনটিভি’, ‘বাংলাভিশন’, ‘এনটিভি’ এই চারটি চ্যানেলেরই নাটকটি প্রচারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গরম ভাতের গন্ধ নিয়ে মনস্তাত্ত্বিক জটিলতার গল্প নিয়েই মূলত এ নাটক। আমাদের জীবনের গল্পের বাইরের কোন গল্প নয়। নাটক দেখে যারা আসলেই ভাবিত হতে চায়, তাদের ভাবনার খোরাক হতে পারে এই নাটক।’ মম বলেন, ‘শুরুতেই ইশরাতকে অনেক ধন্যবাদ একটি চমৎকার গল্প লেখার জন্য। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময়ই আমার ভীষণ ভালোলাগে এবং স্বাচ্ছন্দ্যবোধ করি। কাজটি খুব ভালো হয়েছে। আশা করছি ভালোলাগবে দর্শকের।’ নাটকে আরো অভিনয় করেছেন মাসুম বাশার, শেলী আহসান’সহ আরো অনেকে। মোশাররফ করিম ও মম অভিনীত সর্বশেষ সাগর জাহানের পরিচালনায় ‘মন দরজা’ নাটকে অভিনয় করেছেন। মোশাররফ করিম এরইমধ্যে ‘গাঙকুমারী’ সিনেমার কাজ শুরু করেছেন। আগামী মার্চ মাসে আবারো তিনি এই সিনেমার শুটিংয়ে অংশ নিবেন। এদিকে মম এরই মধ্যে রুলীন রহমানের পরিচালনায় আরো একটি নাটকের কাজ শেষ করেছেন।

সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ , ১১ মাঘ ১৪২৭, ১১ জমাদিউস সানি ১৪৪২

সকালের ‘গরম ভাতের গন্ধ’তে মোশাররফ-মম

বিনোদন প্রতিবেদক |

image

মোশাররফ করিম ও জাকিয়া বারী মম এর আগে গুণী নাট্যপরিচালক সকাল আহমেদের পরিচালনায় অনেক নাটকে কাজ করেছেন। তবে এবারই প্রথম সকাল আহমেদের পরিচালনায় মোশাররফ করিম ও মম একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘গরম ভাতের গন্ধ’। নাটকটি রচনা করেছেন ইসরাত আহমেদ। নাটকটিতে ক্যামেরাম্যান হিসেবে ছিলেন নেহাদ, মেকাপ আর্টিস্ট হিসেবে ছিলেন রবি এবং প্রোডাকশন ম্যানেজার হিসেবে ছিলেন বিল্লাল।

সকাল আহমেদ জানান, ‘বঙ্গবিডি’, ‘দীপ্ত টিভি’, ‘এনটিভি’, ‘বাংলাভিশন’, ‘এনটিভি’ এই চারটি চ্যানেলেরই নাটকটি প্রচারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গরম ভাতের গন্ধ নিয়ে মনস্তাত্ত্বিক জটিলতার গল্প নিয়েই মূলত এ নাটক। আমাদের জীবনের গল্পের বাইরের কোন গল্প নয়। নাটক দেখে যারা আসলেই ভাবিত হতে চায়, তাদের ভাবনার খোরাক হতে পারে এই নাটক।’ মম বলেন, ‘শুরুতেই ইশরাতকে অনেক ধন্যবাদ একটি চমৎকার গল্প লেখার জন্য। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময়ই আমার ভীষণ ভালোলাগে এবং স্বাচ্ছন্দ্যবোধ করি। কাজটি খুব ভালো হয়েছে। আশা করছি ভালোলাগবে দর্শকের।’ নাটকে আরো অভিনয় করেছেন মাসুম বাশার, শেলী আহসান’সহ আরো অনেকে। মোশাররফ করিম ও মম অভিনীত সর্বশেষ সাগর জাহানের পরিচালনায় ‘মন দরজা’ নাটকে অভিনয় করেছেন। মোশাররফ করিম এরইমধ্যে ‘গাঙকুমারী’ সিনেমার কাজ শুরু করেছেন। আগামী মার্চ মাসে আবারো তিনি এই সিনেমার শুটিংয়ে অংশ নিবেন। এদিকে মম এরই মধ্যে রুলীন রহমানের পরিচালনায় আরো একটি নাটকের কাজ শেষ করেছেন।