বিশেষ সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। পেশাগতভাবে সঙ্গীত জীবনের ৪৮ বছর অতিক্রম করছেন তিনি। দীর্ঘ চার যুগের এই পথচলাকে শ্রদ্ধা জানিয়ে ফেরদৌস আরাকে বিশেষ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে স্টার প্লাস কমিউনিকেশন। আগামী ২৯ জানুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর সোনারগাঁওতে হতে যাচ্ছে এ ‘স্টারপ্লাস কমিউনিকেসন পারফর্ম্যান্স অ্যাওয়ার্ড’।

এই অনুষ্ঠানেই ফেরদৌস আরাকে বিশেষ সম্মাননা জানানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের পরিচালক নাজমুল খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। বিশেষ সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন,‘ সঙ্গীত জীবনে আমার চারযুগের পথচলাকে শ্রদ্ধা জানিয়ে যারা আমাকে বিশেষ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি। আমাকে নিয়ে আয়োজকরা বিশেষভাবে ভেবেছেন, চিন্তা করেছেন, তাদের এই চিন্তাকেই শ্রদ্ধা জানাই।’ ফেরদৌস আরা দীর্ঘ চারযুগ সঙ্গীত জীবনের পথচলায় সরকার স্বীকৃত কোন সম্মাননায় ভূষিত হননি। চ্যানেল আইতে প্রতি বুধবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ফেরদৌস আরার পরিকল্পনা ও উপস্থাপনায় ‘নজরুল উৎসব’; যা পরবর্তীতে বৃহস্পতিবার ভোর ৫টা ১০ মিনিটে এবং শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে আবারো প্রচার হয়। বর্তমানে এই আয়োজনটি নিয়ে ফেরদৌস আরা বেশ ব্যস্ত সময় পার করছেন। এদিকে ফেরদৌস আরা নজরুল সঙ্গীত সমগ্র নিয়েও কাজ করছেন। ‘একক কন্ঠে হাজার গান’ প্রকাশ করছেন ফেরদৌস আরা। এরইমধ্যে ১০টি খণ্ড প্রকাশিত হয়েছে অ্যালবাম আকারে। যার মধ্যে গান রয়েছে শতাধিক। উল্লেখ্য অনুষ্ঠানে ফেরদৌস আরা ছাড়াও নাট্যাঙ্গন, সঙ্গীতাঙ্গনের অনেকেই সম্মানায় ভূষিত হবেন।

সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ , ১১ মাঘ ১৪২৭, ১১ জমাদিউস সানি ১৪৪২

বিশেষ সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

বিনোদন প্রতিবেদক |

image

দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। পেশাগতভাবে সঙ্গীত জীবনের ৪৮ বছর অতিক্রম করছেন তিনি। দীর্ঘ চার যুগের এই পথচলাকে শ্রদ্ধা জানিয়ে ফেরদৌস আরাকে বিশেষ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে স্টার প্লাস কমিউনিকেশন। আগামী ২৯ জানুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর সোনারগাঁওতে হতে যাচ্ছে এ ‘স্টারপ্লাস কমিউনিকেসন পারফর্ম্যান্স অ্যাওয়ার্ড’।

এই অনুষ্ঠানেই ফেরদৌস আরাকে বিশেষ সম্মাননা জানানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের পরিচালক নাজমুল খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। বিশেষ সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন,‘ সঙ্গীত জীবনে আমার চারযুগের পথচলাকে শ্রদ্ধা জানিয়ে যারা আমাকে বিশেষ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি। আমাকে নিয়ে আয়োজকরা বিশেষভাবে ভেবেছেন, চিন্তা করেছেন, তাদের এই চিন্তাকেই শ্রদ্ধা জানাই।’ ফেরদৌস আরা দীর্ঘ চারযুগ সঙ্গীত জীবনের পথচলায় সরকার স্বীকৃত কোন সম্মাননায় ভূষিত হননি। চ্যানেল আইতে প্রতি বুধবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ফেরদৌস আরার পরিকল্পনা ও উপস্থাপনায় ‘নজরুল উৎসব’; যা পরবর্তীতে বৃহস্পতিবার ভোর ৫টা ১০ মিনিটে এবং শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে আবারো প্রচার হয়। বর্তমানে এই আয়োজনটি নিয়ে ফেরদৌস আরা বেশ ব্যস্ত সময় পার করছেন। এদিকে ফেরদৌস আরা নজরুল সঙ্গীত সমগ্র নিয়েও কাজ করছেন। ‘একক কন্ঠে হাজার গান’ প্রকাশ করছেন ফেরদৌস আরা। এরইমধ্যে ১০টি খণ্ড প্রকাশিত হয়েছে অ্যালবাম আকারে। যার মধ্যে গান রয়েছে শতাধিক। উল্লেখ্য অনুষ্ঠানে ফেরদৌস আরা ছাড়াও নাট্যাঙ্গন, সঙ্গীতাঙ্গনের অনেকেই সম্মানায় ভূষিত হবেন।