৮টি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

বরিশালে গত দুই দিনে ৮টি অবৈধ ইটভাটা ভেঙে ফেলেছে পরিবেশ অধিদপ্তর। নিয়ম বহির্ভূতভাবে ইটভাটাগুলো স্থাপন করায় সেগুলো ভেঙে দেয়া হয় বলে জানানো হয়েছে। অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের নতুন আইন অনুযায়ী হাওয়া মেশিন দ্বারা উন্নতমানের কয়লায় ইট পোড়ানোর নির্দেশনা থাকলেও সংশ্লিষ্ট মালিকরা এই নিয়ম মানেননি। এ পর্যন্ত কয়েক দফা নোটিশ করা হলেও তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইটভাটা চালিয়ে যাচ্ছিলেন। এর ফলে ভাটার আশপাশের ফসল, গাছাপালা নষ্ট ও পরিবেশ দূষণ হচ্ছিল।

এ কারণে অভিযান চালিয়ে ইটভাটাগুলো ধ্বংস করে দেয়া হয়েছে। গতকাল ভেঙে ফেলা হয় বাকেরগঞ্জ উপজেলার ডিসি রোড এলাকায় অবস্থিত মেসার্স এএসটি ব্রিকস, টু স্টার, এমএমবিসি-১ ব্রিকস, এএসটি ব্রিকস এবং এএসটি-২ নামক ইটভাটা। সোমবার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকায় অবস্থিত মেসার্স ফাইন ইটভাটা, রাজ ব্রিকস, নিতা ব্রিকস নামক ৩টি ইটভাটা ভেঙে ফেলা হয়েছে।

র‌্যাব, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় এসব অভিযানে অংশগ্রহণ করেন বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সরদার, সহকারী পরিচালক নাসির উদ্দীন, সহকারী পরিচালক তোতা মিয়া প্রমুখ।

বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ , ১৩ মাঘ ১৪২৭, ১৩ জমাদিউস সানি ১৪৪২

বরিশালে দুই দিনে

৮টি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

বরিশালে গত দুই দিনে ৮টি অবৈধ ইটভাটা ভেঙে ফেলেছে পরিবেশ অধিদপ্তর। নিয়ম বহির্ভূতভাবে ইটভাটাগুলো স্থাপন করায় সেগুলো ভেঙে দেয়া হয় বলে জানানো হয়েছে। অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের নতুন আইন অনুযায়ী হাওয়া মেশিন দ্বারা উন্নতমানের কয়লায় ইট পোড়ানোর নির্দেশনা থাকলেও সংশ্লিষ্ট মালিকরা এই নিয়ম মানেননি। এ পর্যন্ত কয়েক দফা নোটিশ করা হলেও তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইটভাটা চালিয়ে যাচ্ছিলেন। এর ফলে ভাটার আশপাশের ফসল, গাছাপালা নষ্ট ও পরিবেশ দূষণ হচ্ছিল।

এ কারণে অভিযান চালিয়ে ইটভাটাগুলো ধ্বংস করে দেয়া হয়েছে। গতকাল ভেঙে ফেলা হয় বাকেরগঞ্জ উপজেলার ডিসি রোড এলাকায় অবস্থিত মেসার্স এএসটি ব্রিকস, টু স্টার, এমএমবিসি-১ ব্রিকস, এএসটি ব্রিকস এবং এএসটি-২ নামক ইটভাটা। সোমবার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকায় অবস্থিত মেসার্স ফাইন ইটভাটা, রাজ ব্রিকস, নিতা ব্রিকস নামক ৩টি ইটভাটা ভেঙে ফেলা হয়েছে।

র‌্যাব, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় এসব অভিযানে অংশগ্রহণ করেন বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সরদার, সহকারী পরিচালক নাসির উদ্দীন, সহকারী পরিচালক তোতা মিয়া প্রমুখ।