মোরেলগঞ্জে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা

বাগেরহাটের মোরেলগঞ্জে তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পিছিয়ে নেই নারীরাও। অভিযোগ উঠেছে আচারণ বিধি লঙ্ঘনের।

গত মঙ্গলবার বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রয়েছে ৬ জন। মোট ভোটার ২৩শ’ ১৯ জন। এ ওয়ার্ডে নারী ভোটার বেশি। ৬ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে নারী রয়েছে দুটি ওয়ার্ডে ২ জন।

প্রতীক নিয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা বর্তমান কাউন্সিলর মো. নান্না শেখ(পাঞ্জাবি), আবুল কালাম আজাদ(টেবিল ল্যাম্প), মো. আবু শেখ(ব্রিজ), গিয়াস উদ্দিন তালুকদার(পানির বোতল), আমজাদ হোসেন শেখ(ডালিম)। এছাড়া নারী সংরক্ষিত ৪, ৫ ও ৬ সংরক্ষিত আসনটি প্রার্থী রয়েছেন ৬ জন। পুরুষ ও নারী প্রার্থী সমানে সমান। হাছিনা বেগম(অটোরিক্সা), রোকেয়া বেগম(টেলিফোন), রুমানা খানম(কলম), কহিনুর বেগম(জবাফুল), মরিয়ম বেগম(চশমা) ও নাছিমা বেগম(আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫ জন প্রার্থী রয়েছে, এ ওয়ার্ডে মোট ভোটার ১৯শ’ ৫৩ জন। এখানেও নারী ভোটার বেশি। প্রার্থীরা হলেন উপজেলা যুবলীগের সদস্য তরুণ সমাজসেবক এস.এম ওয়ালিউর রহমান সুজন(উটপাখি), বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন(টেবিল ল্যাম্প), মো. দুলাল বিশ্বাস(পাঞ্জাবি), শেখ সেলিম(ডালিম)ও রিপা আক্তার(পানির বোতল)। এ ওয়ার্ডেও একমাত্র নারী একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ওয়ার্ডে সংরক্ষিত আসন ৭, ৮ ও ৯। মোর্শেদা আক্তার(আনারস) ও বর্তমান কাউন্সিলর সাদিয়া সুলতানা(চশমা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ১নং ওয়াডের্র কাউন্সিলর প্রার্থী কাজী জাকির হোসেন বাচ্চু(পানির বোতল), মো. শাহীন শেখ(ডালিম), এইচএম শহিদুল ইসলাম(উটপাখি), আবুল কামলাম(পাঞ্জাবি) প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

ওয়ার্ড দুটিতে প্রার্থীদের মধ্যে একের অপরের বিরুদ্ধে অভিযোগ আচারণ বিধি লঙ্ঘনের। কর্মীদের হুমকি, মোটর শোভাযাত্রা, মিছিল, রঙ্গিন বিলবোর্ড, ভয়ভীতিসহ নানা অভিযোগ তুলছেন।

আরও খবর
সৌদি ফেরত রহমান’র মাল্টা বিপ্লব
ভোলায় সাংবাদিকের জমি দখল : কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ
রাজশাহীতে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন
রাজশাহীতে টাকা পেয়েও তরুণীর অশ্লীল ভিডিও ভাইরাল
দশমিনায় চরাঞ্চলে খেসারির বাম্পার ফলনের সম্ভাবনা
নারায়ণগঞ্জে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৪টিকে জরিমানা
কেরানীগঞ্জে অবাধে চাষ হচ্ছে নিষিদ্ধ আফ্রিকান মাগুর
টঙ্গীতে পুলিশের সোর্স নিহত
রংপুরের ৮ জেলায় করোনা টিকা কার্যক্রম ৮ ফেব্রুয়ারি বরাদ্দ ৬০ হাজার
রূপগঞ্জে জামিনে এসে মামলা তুলতে বাদীকে হুমকি : বাড়ি ভাঙচুর
শিকারির বড়শিতে ১৮ কেজির বোয়াল
ভালুকায় নির্বাচন কমিশন-প্রার্থী মতবিনিময়
৫৫ বছরের ইন্টারনাল সিগন্যাল সিস্টেমে রেলে বারবার দুর্ঘটনা পরিবর্তনের উদ্যোগ নেই
দৃষ্টি প্রতিবন্ধীর জমি দখল ও পরিবারের ওপর হামলার অভিযোগ
নবীনগরে হিলিপের কর্মশালা

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ , ১৪ মাঘ ১৪২৭, ১৪ জমাদিউস সানি ১৪৪২

পৌর নির্বাচন-২০২১

মোরেলগঞ্জে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা

প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জে তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পিছিয়ে নেই নারীরাও। অভিযোগ উঠেছে আচারণ বিধি লঙ্ঘনের।

গত মঙ্গলবার বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রয়েছে ৬ জন। মোট ভোটার ২৩শ’ ১৯ জন। এ ওয়ার্ডে নারী ভোটার বেশি। ৬ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে নারী রয়েছে দুটি ওয়ার্ডে ২ জন।

প্রতীক নিয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা বর্তমান কাউন্সিলর মো. নান্না শেখ(পাঞ্জাবি), আবুল কালাম আজাদ(টেবিল ল্যাম্প), মো. আবু শেখ(ব্রিজ), গিয়াস উদ্দিন তালুকদার(পানির বোতল), আমজাদ হোসেন শেখ(ডালিম)। এছাড়া নারী সংরক্ষিত ৪, ৫ ও ৬ সংরক্ষিত আসনটি প্রার্থী রয়েছেন ৬ জন। পুরুষ ও নারী প্রার্থী সমানে সমান। হাছিনা বেগম(অটোরিক্সা), রোকেয়া বেগম(টেলিফোন), রুমানা খানম(কলম), কহিনুর বেগম(জবাফুল), মরিয়ম বেগম(চশমা) ও নাছিমা বেগম(আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫ জন প্রার্থী রয়েছে, এ ওয়ার্ডে মোট ভোটার ১৯শ’ ৫৩ জন। এখানেও নারী ভোটার বেশি। প্রার্থীরা হলেন উপজেলা যুবলীগের সদস্য তরুণ সমাজসেবক এস.এম ওয়ালিউর রহমান সুজন(উটপাখি), বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন(টেবিল ল্যাম্প), মো. দুলাল বিশ্বাস(পাঞ্জাবি), শেখ সেলিম(ডালিম)ও রিপা আক্তার(পানির বোতল)। এ ওয়ার্ডেও একমাত্র নারী একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ওয়ার্ডে সংরক্ষিত আসন ৭, ৮ ও ৯। মোর্শেদা আক্তার(আনারস) ও বর্তমান কাউন্সিলর সাদিয়া সুলতানা(চশমা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ১নং ওয়াডের্র কাউন্সিলর প্রার্থী কাজী জাকির হোসেন বাচ্চু(পানির বোতল), মো. শাহীন শেখ(ডালিম), এইচএম শহিদুল ইসলাম(উটপাখি), আবুল কামলাম(পাঞ্জাবি) প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

ওয়ার্ড দুটিতে প্রার্থীদের মধ্যে একের অপরের বিরুদ্ধে অভিযোগ আচারণ বিধি লঙ্ঘনের। কর্মীদের হুমকি, মোটর শোভাযাত্রা, মিছিল, রঙ্গিন বিলবোর্ড, ভয়ভীতিসহ নানা অভিযোগ তুলছেন।