শিকারির বড়শিতে ১৮ কেজির বোয়াল

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের নিলু শেখেরপাড়ার সৌখিন মৎস্য শিকারি আবু সাঈদ পলাশের টানা বরশিতে ১৮ কেজি ৫শ গ্রাম ওজনের এক বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়েছে।

গত মঙ্গলবার সকালে পাবনার নটাখোলা এলাকায় যমুনার নদীতে মাছটি ধরা পড়ে। পরে মাছটি নিজ বাড়িতে আনলে মাছটি দেখতে গ্রামের উৎসুক জনতা ভিড় করে। এ ব্যাপারে সৌখিন মৎস্য শিকারি আবু সাইদ পলাশ বলেন, আমি জাহাজে চাকরি করি। জাহাজে কাজের অবসর সময়ে অনেকটা শখের বশে বরশিতে মাছ শিকার করি। অনেক মাছ শিকার করেছি কিন্তু এত বড় মাছ এর আগে কখনও পাইনি তাই এই মাছটি বিক্রি না করে আত্মীয়স্বজনদের মাঝে কিছু বিলিয়ে দেব এবং নিজেরা রান্না করে পরিবারের সকলকে নিয়ে তৃপ্তি সহকারে খাব।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, ‘এ মৌসুমে পদ্মা ও যমুনা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও এখন মাঝে মধ্যেই বড় বড় রুই, কাতলা, বাঘাইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মিঠাপানির সুস্বাদু বড় বড় মাছ পাওয়া যাবে, তবে মিঠা পানির সুস্বাদু এত বড় বোয়াল মাছ বরশিতে ধরা পড়েছে শুনে অবাক লাগছে।

image
আরও খবর
সৌদি ফেরত রহমান’র মাল্টা বিপ্লব
ভোলায় সাংবাদিকের জমি দখল : কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ
রাজশাহীতে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন
রাজশাহীতে টাকা পেয়েও তরুণীর অশ্লীল ভিডিও ভাইরাল
দশমিনায় চরাঞ্চলে খেসারির বাম্পার ফলনের সম্ভাবনা
নারায়ণগঞ্জে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৪টিকে জরিমানা
কেরানীগঞ্জে অবাধে চাষ হচ্ছে নিষিদ্ধ আফ্রিকান মাগুর
টঙ্গীতে পুলিশের সোর্স নিহত
রংপুরের ৮ জেলায় করোনা টিকা কার্যক্রম ৮ ফেব্রুয়ারি বরাদ্দ ৬০ হাজার
রূপগঞ্জে জামিনে এসে মামলা তুলতে বাদীকে হুমকি : বাড়ি ভাঙচুর
মোরেলগঞ্জে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা
ভালুকায় নির্বাচন কমিশন-প্রার্থী মতবিনিময়
৫৫ বছরের ইন্টারনাল সিগন্যাল সিস্টেমে রেলে বারবার দুর্ঘটনা পরিবর্তনের উদ্যোগ নেই
দৃষ্টি প্রতিবন্ধীর জমি দখল ও পরিবারের ওপর হামলার অভিযোগ
নবীনগরে হিলিপের কর্মশালা

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ , ১৪ মাঘ ১৪২৭, ১৪ জমাদিউস সানি ১৪৪২

শিকারির বড়শিতে ১৮ কেজির বোয়াল

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

image

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের নিলু শেখেরপাড়ার সৌখিন মৎস্য শিকারি আবু সাঈদ পলাশের টানা বরশিতে ১৮ কেজি ৫শ গ্রাম ওজনের এক বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়েছে।

গত মঙ্গলবার সকালে পাবনার নটাখোলা এলাকায় যমুনার নদীতে মাছটি ধরা পড়ে। পরে মাছটি নিজ বাড়িতে আনলে মাছটি দেখতে গ্রামের উৎসুক জনতা ভিড় করে। এ ব্যাপারে সৌখিন মৎস্য শিকারি আবু সাইদ পলাশ বলেন, আমি জাহাজে চাকরি করি। জাহাজে কাজের অবসর সময়ে অনেকটা শখের বশে বরশিতে মাছ শিকার করি। অনেক মাছ শিকার করেছি কিন্তু এত বড় মাছ এর আগে কখনও পাইনি তাই এই মাছটি বিক্রি না করে আত্মীয়স্বজনদের মাঝে কিছু বিলিয়ে দেব এবং নিজেরা রান্না করে পরিবারের সকলকে নিয়ে তৃপ্তি সহকারে খাব।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, ‘এ মৌসুমে পদ্মা ও যমুনা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও এখন মাঝে মধ্যেই বড় বড় রুই, কাতলা, বাঘাইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মিঠাপানির সুস্বাদু বড় বড় মাছ পাওয়া যাবে, তবে মিঠা পানির সুস্বাদু এত বড় বোয়াল মাছ বরশিতে ধরা পড়েছে শুনে অবাক লাগছে।