৮২ বছর বয়সে নতজানু নারী পাননি ভাতা

পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের দক্ষিণ রণগোপালদী গ্রামের আছিয়া বেগম (৮২) বয়সের ভারে নতজানু আছিয়া বেগমের ভাগ্যে সরকারি বয়স্ক ভাতা আজও জোটেনি। কোমড়ের এক অংশ বাঁকা হয়ে গেছে। বর্তমানে মেয়ের জামাই বাড়িতে তার ঠাঁই হলেও চিকিৎসাসহ খাদ্যের জোগান করতে পারছে না।

জানা যায়, আছিয়া বেগমের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৩৮ সালে ৮ ফেব্রুয়ারি। সরকারি নিয়ম অনুযায়ী ৬২ বছর বয়সেই বয়স্ক ভাতা পাবার কথা। স্বামীর মৃত্যুর পর জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও কোন কাজ হয়নি। আছিয়া বেগম বলেন, বয়স হয়ে গেছে, কাজ কর্ম করতে পারি না, শরীরে রোগ ধরেছে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। মেয়েটা ঝিয়ের কাজ করে যা পায় তাই দিয়ে কোন মতে খেয়ে বেঁচে আছি। তিনি আক্ষেপ করে বলেন, মৃত্যুর আগে ভাতা পাব কি নাÑতা জানি না। এই বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বয়স্ক ভাতা কমিটির সভাপতি আবদুল আজিজ মিয়া বলেন, তাকে দেয়া উচিত ছিল, পরবর্তীতে তার নাম অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে।

শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ , ১৬ মাঘ ১৪২৭, ১৬ জমাদিউস সানি ১৪৪২

৮২ বছর বয়সে নতজানু নারী পাননি ভাতা

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

image

পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের দক্ষিণ রণগোপালদী গ্রামের আছিয়া বেগম (৮২) বয়সের ভারে নতজানু আছিয়া বেগমের ভাগ্যে সরকারি বয়স্ক ভাতা আজও জোটেনি। কোমড়ের এক অংশ বাঁকা হয়ে গেছে। বর্তমানে মেয়ের জামাই বাড়িতে তার ঠাঁই হলেও চিকিৎসাসহ খাদ্যের জোগান করতে পারছে না।

জানা যায়, আছিয়া বেগমের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৩৮ সালে ৮ ফেব্রুয়ারি। সরকারি নিয়ম অনুযায়ী ৬২ বছর বয়সেই বয়স্ক ভাতা পাবার কথা। স্বামীর মৃত্যুর পর জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও কোন কাজ হয়নি। আছিয়া বেগম বলেন, বয়স হয়ে গেছে, কাজ কর্ম করতে পারি না, শরীরে রোগ ধরেছে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। মেয়েটা ঝিয়ের কাজ করে যা পায় তাই দিয়ে কোন মতে খেয়ে বেঁচে আছি। তিনি আক্ষেপ করে বলেন, মৃত্যুর আগে ভাতা পাব কি নাÑতা জানি না। এই বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বয়স্ক ভাতা কমিটির সভাপতি আবদুল আজিজ মিয়া বলেন, তাকে দেয়া উচিত ছিল, পরবর্তীতে তার নাম অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে।