নতুন সিনেমা ‘বিধাতা’য় নিরব-আইরিন

চতুর্থ সিনেমার ঘোষণা দিলেন চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার। সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ায় রাতে আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। সে ঘটনায় ক্ষুব্ধ হয়েছিল পুরো দেশ। আর ঘটনার প্রতিবাদে রফিক সিকদার বানাচ্ছেন ‘বিধাতা’ নামের একটি চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব হোসেন ও নবাগতা আইরিন আজাদ। বর্তমানে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। আগামী এপ্রিল বা মে মাস নাগাদ এর শুটিং শুরু হবে। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন রফিক সিকদার।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য বানান। রাষ্ট্র ক্ষমতায় তখন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। একদল ধর্মান্ধ মানুষ তার সেই ভাস্কর্য নির্মাণে বাধা হয়ে দাঁড়ায়। তারা ভাস্কর্যটি ভেঙে ফেলতে চায়। কিন্তু ভাস্করের বাঁধার কারণে ভাস্কর্যটি তারা ভাঙতে পারে না। এর বদলা হিসেবে এক সময় তাকে একটি ধ্বংসাত্মক গ্রেনেড হামলার মামলায় ফাঁসিয়ে দেয়া হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয় ছেলেটি। এ সময় ছবির নায়িকা ও তার ছোট বোনের জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার। মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর ছেলেটা যখন জেল থেকে ছাড়া পায় ততোদিনে তার মাথার কালো চুলগুলোর অর্ধেক পেকে গেছে। কেটে গেছে ২০টি বছর। ছেলেটির কাঁচা চুল ও জীবন থেকে কেড়ে নেয়া এই ২০টি বছর ফিরিয়ে দেয়ার সাধ্য কার? এভাবে সিনেমার গল্পটি এগিয়ে যাবে। রফিক সিকদার বলেন, ‘বিধাতা’ চলচ্চিত্রে দেখাতে চাই ঘুনে ধরা সমাজে বসবাসকারী কিছু ধর্মান্ধের আস্ফালন। ধর্মান্ধতা ও ধর্মভীরুতা যে এক জিনিস নয় সেটাই আমি এই সিনেমার মাধ্যমে তাদের জানানোর চেষ্টা করব। আশা করছি দর্শক সিনেমাটি পছন্দ করবে।

শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ , ১৬ মাঘ ১৪২৭, ১৬ জমাদিউস সানি ১৪৪২

নতুন সিনেমা ‘বিধাতা’য় নিরব-আইরিন

বিনোদন প্রতিবেদক |

image

চতুর্থ সিনেমার ঘোষণা দিলেন চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার। সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ায় রাতে আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। সে ঘটনায় ক্ষুব্ধ হয়েছিল পুরো দেশ। আর ঘটনার প্রতিবাদে রফিক সিকদার বানাচ্ছেন ‘বিধাতা’ নামের একটি চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব হোসেন ও নবাগতা আইরিন আজাদ। বর্তমানে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। আগামী এপ্রিল বা মে মাস নাগাদ এর শুটিং শুরু হবে। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন রফিক সিকদার।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য বানান। রাষ্ট্র ক্ষমতায় তখন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। একদল ধর্মান্ধ মানুষ তার সেই ভাস্কর্য নির্মাণে বাধা হয়ে দাঁড়ায়। তারা ভাস্কর্যটি ভেঙে ফেলতে চায়। কিন্তু ভাস্করের বাঁধার কারণে ভাস্কর্যটি তারা ভাঙতে পারে না। এর বদলা হিসেবে এক সময় তাকে একটি ধ্বংসাত্মক গ্রেনেড হামলার মামলায় ফাঁসিয়ে দেয়া হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয় ছেলেটি। এ সময় ছবির নায়িকা ও তার ছোট বোনের জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার। মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর ছেলেটা যখন জেল থেকে ছাড়া পায় ততোদিনে তার মাথার কালো চুলগুলোর অর্ধেক পেকে গেছে। কেটে গেছে ২০টি বছর। ছেলেটির কাঁচা চুল ও জীবন থেকে কেড়ে নেয়া এই ২০টি বছর ফিরিয়ে দেয়ার সাধ্য কার? এভাবে সিনেমার গল্পটি এগিয়ে যাবে। রফিক সিকদার বলেন, ‘বিধাতা’ চলচ্চিত্রে দেখাতে চাই ঘুনে ধরা সমাজে বসবাসকারী কিছু ধর্মান্ধের আস্ফালন। ধর্মান্ধতা ও ধর্মভীরুতা যে এক জিনিস নয় সেটাই আমি এই সিনেমার মাধ্যমে তাদের জানানোর চেষ্টা করব। আশা করছি দর্শক সিনেমাটি পছন্দ করবে।