বাঁশখালীর সাঙ্গু নদীতে বৈর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

চট্টগ্রামের বাঁশখালীতে সাঙ্গু নদীতে মুরগী ফার্মের বৈর্জ্য ফেলার প্রতিবাদে ঝিনুক পোল্ট্রি ফার্মের মালিক পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসহাব উদ্দিন মদনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসীরা। গতকাল বরুমচড়া মোনায়েম শাহ বাজার এলাকায় সকাল ১১টার দিকে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসহাব উদ্দিন মদন এলাকার বিশাল পাহাড় দখল করে ঝিনুক পোল্ট্রি ফার্ম গড়ে তোলে। ওই ফার্মের বৈর্জ্য থেকে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। যার ফলে স্থানীয় জনগণ বিভিন্ন রোগ ব্যাধির শিকার হচ্ছেন। অন্যদিকে সাঙ্গু নদীতে ফেলা হচ্ছে ওই ফার্মের বৈর্জ্য। যার ফলে নদীর পানি দূষিত হচ্ছে।

তাই পরিবেশ ও নদী দূষণ রোধে চেয়ারম্যান আসহাব উদ্দিনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মুজিবুল হক, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম আক্তার, নেজাম উদ্দীন, মনছুর আলম, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, মুবিনুল হক, আবুল কাশেম, আবদুর রহিম, মনিরুল হক, কামাল উদ্দিন ও নাছির উদ্দিন প্রমুখ।

রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ , ১৭ মাঘ ১৪২৭, ১৭ জমাদিউস সানি ১৪৪২

বাঁশখালীর সাঙ্গু নদীতে বৈর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

image

চট্টগ্রামের বাঁশখালীতে সাঙ্গু নদীতে মুরগী ফার্মের বৈর্জ্য ফেলার প্রতিবাদে ঝিনুক পোল্ট্রি ফার্মের মালিক পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসহাব উদ্দিন মদনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসীরা। গতকাল বরুমচড়া মোনায়েম শাহ বাজার এলাকায় সকাল ১১টার দিকে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসহাব উদ্দিন মদন এলাকার বিশাল পাহাড় দখল করে ঝিনুক পোল্ট্রি ফার্ম গড়ে তোলে। ওই ফার্মের বৈর্জ্য থেকে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। যার ফলে স্থানীয় জনগণ বিভিন্ন রোগ ব্যাধির শিকার হচ্ছেন। অন্যদিকে সাঙ্গু নদীতে ফেলা হচ্ছে ওই ফার্মের বৈর্জ্য। যার ফলে নদীর পানি দূষিত হচ্ছে।

তাই পরিবেশ ও নদী দূষণ রোধে চেয়ারম্যান আসহাব উদ্দিনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মুজিবুল হক, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম আক্তার, নেজাম উদ্দীন, মনছুর আলম, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, মুবিনুল হক, আবুল কাশেম, আবদুর রহিম, মনিরুল হক, কামাল উদ্দিন ও নাছির উদ্দিন প্রমুখ।