মৌ’র দ্বিতীয় মৌলিক গান

গত ঈদে জি-সিরিজ থেকে প্রকাশিত হয় মৌসুমী মৌয়ের গাওয়া প্রথম মৌলিক গান ‘তুই বড় স্বার্থপর’। এবার দ্বিতীয় গান নিয়ে হাজির হলেন এই শিল্পী। এলএম মিউজিক থেকে প্রকাশিত তার এই গানের শিরোনাম- ‘মন আমার আগের মতো নাই’। গানের কথা লিখেছেন ও সূর করেছেন এন এ জিয়া। মিউজিক কম্পোজিশন করেছেন এইচ আর লিটন।

গান প্রকাশ প্রসঙ্গে বলেন, ‘প্রথম গানটি প্রকাশিত হবার পর অনেকেই গানটি শুনে প্রশংসা করছে। দর্শক শ্রোতাদের কাছে অনুপ্রেরণা পেয়েই দ্বিতীয় মৌলিক গান প্রকাশে আগ্রহী হলাম। নতুন এই গানটি নিয়েও আমি আশাবাদী। আশা করছি গানটি সবার ভালো লাগবে এবং মনে ধরবে। আমার দর্শক বন্ধুরা আমার গান দিয়েই আমাকে চিনবে ও ভালোবাসবে এটাই প্রত্যাশা। ঢাকায় আসার উদ্যেশ্য ছিল আইন বিষয়ে পড়াশোনা করে কোর্ট প্র্যাকটিস করা এবং আমার অভিনয় ও গানকে বাঁচিয়ে রাখা। চেষ্টা করছি, আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ করতে। সবার দোয়া ও সহযোগিতা চাই।’

মৌসুমী মৌ একাধারে একজন অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী। কাজ করছেন প্রাঙ্গণেমোর থিয়েটারে হয়ে। পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করছেন নিয়মিত। পাশাপাশি নিয়মিত স্টেজে গানও করছেন।

ফরিদপুর জেলায় জন্ম নেওয়া মৌয়ের স্কুল কলেজ জীবন কেটেছে ফরিদপুরে। ২০১৩ সালে ঢাকায় এসে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আইন বিষয়ে আনার্স কমপ্লিট করেন। ২০১৪ সাল যুক্ত হন প্রাঙ্গণেমোর থিয়েটারে। দলের ‘বিবাদী সারগাম’, ‘কনডেমড সেল’, ‘হাছন জানের রাজা’ নাটকগুলোতে নিয়মিত অভিনয় করছেন তিনি।

সোমবার, ০১ ফেব্রুয়ারী ২০২১ , ১৮ মাঘ ১৪২৭, ১৮ জমাদিউস সানি ১৪৪২

মৌ’র দ্বিতীয় মৌলিক গান

বিনোদন প্রতিবেদক |

image

গত ঈদে জি-সিরিজ থেকে প্রকাশিত হয় মৌসুমী মৌয়ের গাওয়া প্রথম মৌলিক গান ‘তুই বড় স্বার্থপর’। এবার দ্বিতীয় গান নিয়ে হাজির হলেন এই শিল্পী। এলএম মিউজিক থেকে প্রকাশিত তার এই গানের শিরোনাম- ‘মন আমার আগের মতো নাই’। গানের কথা লিখেছেন ও সূর করেছেন এন এ জিয়া। মিউজিক কম্পোজিশন করেছেন এইচ আর লিটন।

গান প্রকাশ প্রসঙ্গে বলেন, ‘প্রথম গানটি প্রকাশিত হবার পর অনেকেই গানটি শুনে প্রশংসা করছে। দর্শক শ্রোতাদের কাছে অনুপ্রেরণা পেয়েই দ্বিতীয় মৌলিক গান প্রকাশে আগ্রহী হলাম। নতুন এই গানটি নিয়েও আমি আশাবাদী। আশা করছি গানটি সবার ভালো লাগবে এবং মনে ধরবে। আমার দর্শক বন্ধুরা আমার গান দিয়েই আমাকে চিনবে ও ভালোবাসবে এটাই প্রত্যাশা। ঢাকায় আসার উদ্যেশ্য ছিল আইন বিষয়ে পড়াশোনা করে কোর্ট প্র্যাকটিস করা এবং আমার অভিনয় ও গানকে বাঁচিয়ে রাখা। চেষ্টা করছি, আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ করতে। সবার দোয়া ও সহযোগিতা চাই।’

মৌসুমী মৌ একাধারে একজন অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী। কাজ করছেন প্রাঙ্গণেমোর থিয়েটারে হয়ে। পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করছেন নিয়মিত। পাশাপাশি নিয়মিত স্টেজে গানও করছেন।

ফরিদপুর জেলায় জন্ম নেওয়া মৌয়ের স্কুল কলেজ জীবন কেটেছে ফরিদপুরে। ২০১৩ সালে ঢাকায় এসে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আইন বিষয়ে আনার্স কমপ্লিট করেন। ২০১৪ সাল যুক্ত হন প্রাঙ্গণেমোর থিয়েটারে। দলের ‘বিবাদী সারগাম’, ‘কনডেমড সেল’, ‘হাছন জানের রাজা’ নাটকগুলোতে নিয়মিত অভিনয় করছেন তিনি।