লালদীঘি পার্কে জ্যোৎস্না উৎসব

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের উদ্যোগে লালদীঘি পার্কে গত শনিবার রাত পৌনে ৮টায় অনুষ্ঠিত হয় জ্যোৎস্না উৎসব। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম।

উৎসবে পূর্ণিমার আলোয় সৌন্দর্য উপভোগের পাশাপাশি ছিল সঙ্গীতানুষ্ঠান। এতে লোকজ, ভাওয়াইয়া, পল্লীগীতি, দেশাত্মবোধক, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতিসহ চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করেন চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের সদস্য, বেতার ও টেলিভিশনের শিল্পী শহীদ ফারুকী, মঞ্চ শিল্পী মনি সেনসহ শিল্পীরা। ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’ গানের সঙ্গে মহিলা কলেজ সাংস্কৃতিক দলের সদস্যদের উদ্বোধনী সংগীত দিয়ে সূচনা হয় উৎসবের। এরপর একে একে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, মাতাল হাওয়াসহ নানা গানে মুগ্ধ করে বিপুল সংখ্যক দর্শক- অনুষ্ঠানে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোহিত উল আলম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন। সংগীত, নৃত্য এবং আবৃত্তির পাশাপাশি ফানুস ওড়ানোসহ দারুণ সব পরিবেশনায় মুগ্ধ হন কয়েক হাজার দর্শক-স্রোতা।

উপস্থাপিকা কঙ্কন দাশের সঞ্চালনায় কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মিলি চৌধুরী ও সাবের শাহ। নৃত্য পরিবেশন করে প্রাপন একাডেমি। অনন্য বড়ুয়ার পরিবেশনায় একে একে বেশ কয়েকটি নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে শিল্পী ইকবাল হায়দার, শহীদ ফারুক, বৈশাখী নাথ, মনি সেন ও পাভেল সংগীত পরিবেশন করেন। যাদু প্রদর্শন করেন শিল্পী সুগত।

image

লালদীঘি পার্কে জ্যোৎস্না উৎসবে বেতার ও টেলিভিশনের শিল্পী শহীদ ফারুকী ও মঞ্চশিল্পী মনি সেন -সংবাদ

আরও খবর
দক্ষ নেতৃত্বের অভাবে বিরোধীদলগুলো জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে প্রধানমন্ত্রী
২৭ মার্চ হতে পারে হাসিনা-মোদির বৈঠক
তালিকায় ডব্লিউএইচও থুনবার্গ ও নাভালনি
সাম্প্রদায়িক অপশক্তি সরকারি দল ও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে নির্মূল কমিটি
দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু
মাসব্যাপী অনলাইন একুশে বইমেলা উদ্বোধন
জাতীয় প্রেসক্লাবে কবিতাপত্রের কবিতা পাঠ
ভিডিও করে ভয় দেখিয়ে অর্থ আদায় চক্র : গ্রেপ্তার ৬
বিদ্রোহী হামলা থেকে চীনা শ্রমিকদের রক্ষা করল বাংলাদেশ শান্তিরক্ষীরা
প্রাথমিকে চালু হচ্ছে ইংরেজি ভার্সন
১৩ মার্চ সীমিত পরিসরে খুলছে ঢাবি হল
সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৪ ফেব্রুয়ারি
পাপুলসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ মার্চ
ফুল বিক্রেতা কিশোরীকে ধর্ষণ ও হত্যা : যুবক আটক
সমন্বয়ের অভাবে চট্টগ্রাম আজ বিপন্ন মেয়র রেজাউল

সোমবার, ০১ ফেব্রুয়ারী ২০২১ , ১৮ মাঘ ১৪২৭, ১৮ জমাদিউস সানি ১৪৪২

লালদীঘি পার্কে জ্যোৎস্না উৎসব

চট্টগ্রাম ব্যুরো

image

লালদীঘি পার্কে জ্যোৎস্না উৎসবে বেতার ও টেলিভিশনের শিল্পী শহীদ ফারুকী ও মঞ্চশিল্পী মনি সেন -সংবাদ

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের উদ্যোগে লালদীঘি পার্কে গত শনিবার রাত পৌনে ৮টায় অনুষ্ঠিত হয় জ্যোৎস্না উৎসব। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম।

উৎসবে পূর্ণিমার আলোয় সৌন্দর্য উপভোগের পাশাপাশি ছিল সঙ্গীতানুষ্ঠান। এতে লোকজ, ভাওয়াইয়া, পল্লীগীতি, দেশাত্মবোধক, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতিসহ চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করেন চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের সদস্য, বেতার ও টেলিভিশনের শিল্পী শহীদ ফারুকী, মঞ্চ শিল্পী মনি সেনসহ শিল্পীরা। ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’ গানের সঙ্গে মহিলা কলেজ সাংস্কৃতিক দলের সদস্যদের উদ্বোধনী সংগীত দিয়ে সূচনা হয় উৎসবের। এরপর একে একে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, মাতাল হাওয়াসহ নানা গানে মুগ্ধ করে বিপুল সংখ্যক দর্শক- অনুষ্ঠানে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোহিত উল আলম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন। সংগীত, নৃত্য এবং আবৃত্তির পাশাপাশি ফানুস ওড়ানোসহ দারুণ সব পরিবেশনায় মুগ্ধ হন কয়েক হাজার দর্শক-স্রোতা।

উপস্থাপিকা কঙ্কন দাশের সঞ্চালনায় কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মিলি চৌধুরী ও সাবের শাহ। নৃত্য পরিবেশন করে প্রাপন একাডেমি। অনন্য বড়ুয়ার পরিবেশনায় একে একে বেশ কয়েকটি নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে শিল্পী ইকবাল হায়দার, শহীদ ফারুক, বৈশাখী নাথ, মনি সেন ও পাভেল সংগীত পরিবেশন করেন। যাদু প্রদর্শন করেন শিল্পী সুগত।