মানবিক নির্মাতা রবি সিকদার

রবি সিকদার একজন নাট্যনির্মাতা হলেও সবাই তাকে বেশি চিনেন মানবতার একজন সেবক হিসেবে। রাজধানীর উত্তরায় অসহায় ৬০-৭০জন এতিম শিশুকে বিগত বেশ কয়েকবছর ধরেই লালন-পালন করার চেষ্টা করে আসছেন তিনি। নির্মাণ কাজের বাইরে তিনি এই অসহায় এতিম শিশুদের পাশে আছেন। গুণী নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে দীর্ঘদিন সহকারী হিসেবে কাজ করেন তিনি। রবি সিকদার নির্মিত প্রথম নাটক ‘পাইন্যা ভূতের প্রেম’। এরপর ‘সিএনজি ড্রাইভার’, ‘মনের গুপ্তচর’, ‘কাগজের মানুষ’, ‘বিয়ে করা কঠিন কাজ’, ‘মিষ্টি মিষ্টি প্রেম’, ‘ছাইচাপা আগুন’, ‘হাট টুডু’সহ আরো কিছু দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম নির্মাণ করেন। তার নির্মিত ‘চেহারা’ নাটকটি রয়েছে প্রচারের অপেক্ষায়। ফরিদপুরের বোয়ালমারীর তেতুলিয়া গ্রামের মো. হাসান সিকদার ও আনোয়ারা বেগমের (মৃত) সন্তান রবি সিকদারের আজ জন্মদিন। অসহায় এতিম শিশুদের সঙ্গেই কাটবে তার এবারের জন্মদিন। এছাড়াও তিনি তার নাট্যগুরু নূরুল আলম আতিকের সঙ্গে দেখা করবেন। রবি জানান, এবারের জন্মদিনে তিনি তার মাকে খুউব মিস করবেন। কারণ প্রতিবারের জন্মদিনে মাই তার খোঁজ খবর বেশি নিতেন। কিন্তু এবার আর তা হচ্ছে না।

নির্মাণ নিয়ে রবি সিকদারের স্বপ্ন প্রসঙ্গে বলেন, ‘গতানুগতিক ধারার বাইরে ভিন্ন ধারার গল্প নিয়ে আমি নাটক টেলিফিল্ম নির্মাণ করি। মানুষের জীবনের সুখ দুঃখ, হাসি কান্না এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের কাজগুলো করে থাকি আমি। নির্মাণের নিয়মে থেকে সমাজের মানুষের যেন কাজে আসে এমন গল্প নিয়ে দর্শককে নাটক টেলিফিল্ম উপহার দিতে চাই।’

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী ২০২১ , ১৯ মাঘ ১৪২৭, ১৯ জমাদিউস সানি ১৪৪২

মানবিক নির্মাতা রবি সিকদার

image

রবি সিকদার একজন নাট্যনির্মাতা হলেও সবাই তাকে বেশি চিনেন মানবতার একজন সেবক হিসেবে। রাজধানীর উত্তরায় অসহায় ৬০-৭০জন এতিম শিশুকে বিগত বেশ কয়েকবছর ধরেই লালন-পালন করার চেষ্টা করে আসছেন তিনি। নির্মাণ কাজের বাইরে তিনি এই অসহায় এতিম শিশুদের পাশে আছেন। গুণী নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে দীর্ঘদিন সহকারী হিসেবে কাজ করেন তিনি। রবি সিকদার নির্মিত প্রথম নাটক ‘পাইন্যা ভূতের প্রেম’। এরপর ‘সিএনজি ড্রাইভার’, ‘মনের গুপ্তচর’, ‘কাগজের মানুষ’, ‘বিয়ে করা কঠিন কাজ’, ‘মিষ্টি মিষ্টি প্রেম’, ‘ছাইচাপা আগুন’, ‘হাট টুডু’সহ আরো কিছু দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম নির্মাণ করেন। তার নির্মিত ‘চেহারা’ নাটকটি রয়েছে প্রচারের অপেক্ষায়। ফরিদপুরের বোয়ালমারীর তেতুলিয়া গ্রামের মো. হাসান সিকদার ও আনোয়ারা বেগমের (মৃত) সন্তান রবি সিকদারের আজ জন্মদিন। অসহায় এতিম শিশুদের সঙ্গেই কাটবে তার এবারের জন্মদিন। এছাড়াও তিনি তার নাট্যগুরু নূরুল আলম আতিকের সঙ্গে দেখা করবেন। রবি জানান, এবারের জন্মদিনে তিনি তার মাকে খুউব মিস করবেন। কারণ প্রতিবারের জন্মদিনে মাই তার খোঁজ খবর বেশি নিতেন। কিন্তু এবার আর তা হচ্ছে না।

নির্মাণ নিয়ে রবি সিকদারের স্বপ্ন প্রসঙ্গে বলেন, ‘গতানুগতিক ধারার বাইরে ভিন্ন ধারার গল্প নিয়ে আমি নাটক টেলিফিল্ম নির্মাণ করি। মানুষের জীবনের সুখ দুঃখ, হাসি কান্না এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের কাজগুলো করে থাকি আমি। নির্মাণের নিয়মে থেকে সমাজের মানুষের যেন কাজে আসে এমন গল্প নিয়ে দর্শককে নাটক টেলিফিল্ম উপহার দিতে চাই।’