যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবে না ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন দ্বিপক্ষীয় আলোচনায় বসবে না ইরান।

খাতিবজাদে আরও জানান, যুক্তরাষ্ট্রের ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কী পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় রয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের তার আগের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। তারা এটা করলে পরমাণু সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট যৌথ কমিশনের আওতায় আলোচনা হতে পারে।

খাতিবজাদে বলেন, প্রথমেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কার্যকরী ও বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। পরমাণু সমঝোতায় ফিরে আসার একটি নির্দিষ্ট প্রক্রিয়াতো আছেই।

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী ২০২১ , ১৯ মাঘ ১৪২৭, ১৯ জমাদিউস সানি ১৪৪২

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবে না ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন দ্বিপক্ষীয় আলোচনায় বসবে না ইরান।

খাতিবজাদে আরও জানান, যুক্তরাষ্ট্রের ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কী পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় রয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের তার আগের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। তারা এটা করলে পরমাণু সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট যৌথ কমিশনের আওতায় আলোচনা হতে পারে।

খাতিবজাদে বলেন, প্রথমেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কার্যকরী ও বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। পরমাণু সমঝোতায় ফিরে আসার একটি নির্দিষ্ট প্রক্রিয়াতো আছেই।