প্রতিবাদে ট্রাক-ট্যাংকলরি শ্রমিকদের সড়ক অবরোধ

রংপুর নগরীর আরকে রোডের ট্রাকস্ট্যান্ড এলাকায় মেট্রোপলিটান পুলিশের ট্রাক ও ট্যাঙ্কলরি আটকিয়ে কাগজ দেখার নামে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা গতকাল তাদের গাড়িগুলো মহাসড়কে ফেলে রেখে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এতে তিন ঘণ্টাব্যাপী রংপুর ঢাকা মহাসড়কে সব যান চলাচল বন্ধ ছিল।

ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিকরা অভিযোগ করেছে রংপুর মেট্রোপলিটান পুলিশের থানার পুলিশ যেখানে সেখানে ট্রাক ট্যাঙ্কলরি আটক করে কাগজপত্র দেখার নামে ড্রাইভার হেলপারদের ঘণ্টার পর ঘণ্টা আটকিয়ে রেখে হয়রানি করে। টাকা না নিলে ঠুনকো অভিযোগ এনে মামলা দেয়। সোমবার সকালে বালু বোঝাই এক ট্রাককে আরকে রোড এলাকায় পুলিশ আটকিয়ে কাগজ দেখতে চায়। পুলিশকে কাগজের ফটোকপি দেখালে মূল কাগজ দেখতে চায় তারা। পরে মূল কাগজ দেখানোর পর বালুগুলো চোরাই কোথা থেকে আনা হয়েছে ইত্যাদি বিভিন্ন প্রশ্ন করে টাকা দাবি করে। এ ঘটনা জানাজানি হলে ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিকরা পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের প্রতিবাদে তাদের ট্রাক ট্যাঙ্কলরিগুলো মহাসড়কের মধ্যে ফেলে রেখে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করা হলে মহাসড়কের দু’পার্শ্বে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে রংপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মানিক অভিযোগ করেন মেট্রোপলিটন থানা পুলিশ ঠুনকো অভিযোগ এনে কাগজ পত্র দেখার নামে ট্রাক ট্যাঙ্কলরি ঘণ্টার পব ঘণ্টা আটকিয়ে রেখে ড্রাইভার হেলপারদের হয়রানি করে আসছে। তাদের ঘুষ বাণিজ্যে শ্রমিকরা অতীষ্ঠ হয়ে মহাসড়কে তাদের যান বাহন ফেলে রেখে অবরোধ করছে।

খবর পেয়ে মেট্রোপলিটান পুলিশের সহকারী কমিশনার ফরহাদ কোতয়ালী থানার ওসি আবদুর রশীদ ও ট্রাফিক পুলিশের টিআই দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনা স্থলে এসে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পুলিশের আশ্বাসের পর সাংবাদিকদের বলেন পুলিশ কর্মকর্তারা আশ্বাস দিয়েছে এখন থেকে থানা পুলিশ কোন গাড়ি আটক করে কাগজ পত্র দেখার নামে চাঁদাবাজি করবে না। সে কারণে আমরা অবরোধ প্রত্যাহার করে নিলাম।

এ ব্যাপারে মেট্রোপলিটান পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সাংবাদিকদের জানান ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিকদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী ২০২১ , ১৯ মাঘ ১৪২৭, ১৯ জমাদিউস সানি ১৪৪২

রংপুরে পুলিশের চাঁদাবাজি

প্রতিবাদে ট্রাক-ট্যাংকলরি শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

রংপুর নগরীর আরকে রোডের ট্রাকস্ট্যান্ড এলাকায় মেট্রোপলিটান পুলিশের ট্রাক ও ট্যাঙ্কলরি আটকিয়ে কাগজ দেখার নামে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা গতকাল তাদের গাড়িগুলো মহাসড়কে ফেলে রেখে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এতে তিন ঘণ্টাব্যাপী রংপুর ঢাকা মহাসড়কে সব যান চলাচল বন্ধ ছিল।

ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিকরা অভিযোগ করেছে রংপুর মেট্রোপলিটান পুলিশের থানার পুলিশ যেখানে সেখানে ট্রাক ট্যাঙ্কলরি আটক করে কাগজপত্র দেখার নামে ড্রাইভার হেলপারদের ঘণ্টার পর ঘণ্টা আটকিয়ে রেখে হয়রানি করে। টাকা না নিলে ঠুনকো অভিযোগ এনে মামলা দেয়। সোমবার সকালে বালু বোঝাই এক ট্রাককে আরকে রোড এলাকায় পুলিশ আটকিয়ে কাগজ দেখতে চায়। পুলিশকে কাগজের ফটোকপি দেখালে মূল কাগজ দেখতে চায় তারা। পরে মূল কাগজ দেখানোর পর বালুগুলো চোরাই কোথা থেকে আনা হয়েছে ইত্যাদি বিভিন্ন প্রশ্ন করে টাকা দাবি করে। এ ঘটনা জানাজানি হলে ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিকরা পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের প্রতিবাদে তাদের ট্রাক ট্যাঙ্কলরিগুলো মহাসড়কের মধ্যে ফেলে রেখে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করা হলে মহাসড়কের দু’পার্শ্বে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে রংপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মানিক অভিযোগ করেন মেট্রোপলিটন থানা পুলিশ ঠুনকো অভিযোগ এনে কাগজ পত্র দেখার নামে ট্রাক ট্যাঙ্কলরি ঘণ্টার পব ঘণ্টা আটকিয়ে রেখে ড্রাইভার হেলপারদের হয়রানি করে আসছে। তাদের ঘুষ বাণিজ্যে শ্রমিকরা অতীষ্ঠ হয়ে মহাসড়কে তাদের যান বাহন ফেলে রেখে অবরোধ করছে।

খবর পেয়ে মেট্রোপলিটান পুলিশের সহকারী কমিশনার ফরহাদ কোতয়ালী থানার ওসি আবদুর রশীদ ও ট্রাফিক পুলিশের টিআই দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনা স্থলে এসে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পুলিশের আশ্বাসের পর সাংবাদিকদের বলেন পুলিশ কর্মকর্তারা আশ্বাস দিয়েছে এখন থেকে থানা পুলিশ কোন গাড়ি আটক করে কাগজ পত্র দেখার নামে চাঁদাবাজি করবে না। সে কারণে আমরা অবরোধ প্রত্যাহার করে নিলাম।

এ ব্যাপারে মেট্রোপলিটান পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সাংবাদিকদের জানান ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিকদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।