চতুর্থবারের মতো আইপিডিসি’র এমডি হলেন মমিনুল ইসলাম

আইপিডিসি ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে চতুর্থবারের মতো নিযুক্ত হলেন মমিনুল ইসলাম। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ২০১২ সাল থেকেই যুক্ত আছেন তিনি। চতুর্থবারের মতো তিনি এই দায়িত্ব পেলেন। ২০০৬ সালে আইপিডিসি ফাইন্যান্স-এ যোগ দেয়ার পরে ২০০৮ সালে তিনি প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

এর আগে মমিনুল ইসলাম আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মরত থাকাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং, ভারতসহ বিভিন্ন দেশে কাজ করেন। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মমিনুল ইসলামের নেতৃত্বে আইপিডিসি ২০১৬ সাল থেকে পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছে। তার নেতৃত্বে আইপিডিসি তাদের ব্যবসায় ও পরিচালনায় অভূতপূর্ব পরিবর্তন সৃষ্টির মাধ্যমে ব্যবসার পরিধি পূর্বের তুলনায় আরও বিস্তৃত করতে সক্ষম হয়।

তার অধীনে গত ৫ বছরে আইপিডিসির ঋণ পোর্টফোলিও বৃদ্ধি পায় ৮ গুণ এবং ডিপোজিট পোর্টফোলিও বৃদ্ধি পায় ৯ গুণ। এ সময়ে প্রতিষ্ঠানটি এনপিএল (খেলাপি ঋণ)-এর হার ২ শতাংশের নিচে নামিয়ে আনতে সক্ষম হয়। তার প্রচেষ্টায় আইপিডিসি প্রযুক্তিনির্ভর ব্যবসায় মডেল হিসেবে বিভিন্ন অভিনব উদ্ভাবনী কৌশল গ্রহণের মাধ্যমে নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকেও আর্থিক সুবিধা দেয়ার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করে। জনাব মমিনুল ইসলামের নেতৃত্বে সাপ্লাই চেইন ফাইন্যান্স খাতে উদ্ভাবনী প্রকল্পের জন্য আইপিডিসি ফিলিপাইনভিত্তিক সংস্থা দ্য অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউশন ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (অ্যাডফিয়াপ)-এর ‘আউটস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। আইবিএম-এর সহযোগিতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম ব্লকচেইনভিত্তিক ডিজিটাল সাপ্লাই চেইন ফাইন্যান্স প্লাটফর্ম ‘অর্জন’ প্রবর্তনের জন্য আইপিডিসি এই স্বীকৃতি গ্রহণ করে। আইপিডিসি-এর সিইও মমিনুল ইসলাম অ্যাডফিয়াপ থেকে ‘আউটস্ট্যান্ডিং সিইও অ্যাওয়ার্ড’ পান। ২০১৯ সালে আইপিডিসি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস-এ সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার গ্রহণ করে। বর্তমানে মমিনুল ইসলামের নেতৃতে আইপিডিসি সর্বোচ্চ ‘এএএ’ ক্রেডিট রেটিংপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এছাড়া প্রতিষ্ঠানটি দেশের একমাত্র ‘সুপারব্র্যান্ড’ আর্থিক প্রতিষ্ঠান।

শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২১ , ২৩ মাঘ ১৪২৭, ২৩ জমাদিউস সানি ১৪৪২

চতুর্থবারের মতো আইপিডিসি’র এমডি হলেন মমিনুল ইসলাম

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

আইপিডিসি ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে চতুর্থবারের মতো নিযুক্ত হলেন মমিনুল ইসলাম। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ২০১২ সাল থেকেই যুক্ত আছেন তিনি। চতুর্থবারের মতো তিনি এই দায়িত্ব পেলেন। ২০০৬ সালে আইপিডিসি ফাইন্যান্স-এ যোগ দেয়ার পরে ২০০৮ সালে তিনি প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

এর আগে মমিনুল ইসলাম আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মরত থাকাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং, ভারতসহ বিভিন্ন দেশে কাজ করেন। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মমিনুল ইসলামের নেতৃত্বে আইপিডিসি ২০১৬ সাল থেকে পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছে। তার নেতৃত্বে আইপিডিসি তাদের ব্যবসায় ও পরিচালনায় অভূতপূর্ব পরিবর্তন সৃষ্টির মাধ্যমে ব্যবসার পরিধি পূর্বের তুলনায় আরও বিস্তৃত করতে সক্ষম হয়।

তার অধীনে গত ৫ বছরে আইপিডিসির ঋণ পোর্টফোলিও বৃদ্ধি পায় ৮ গুণ এবং ডিপোজিট পোর্টফোলিও বৃদ্ধি পায় ৯ গুণ। এ সময়ে প্রতিষ্ঠানটি এনপিএল (খেলাপি ঋণ)-এর হার ২ শতাংশের নিচে নামিয়ে আনতে সক্ষম হয়। তার প্রচেষ্টায় আইপিডিসি প্রযুক্তিনির্ভর ব্যবসায় মডেল হিসেবে বিভিন্ন অভিনব উদ্ভাবনী কৌশল গ্রহণের মাধ্যমে নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকেও আর্থিক সুবিধা দেয়ার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করে। জনাব মমিনুল ইসলামের নেতৃত্বে সাপ্লাই চেইন ফাইন্যান্স খাতে উদ্ভাবনী প্রকল্পের জন্য আইপিডিসি ফিলিপাইনভিত্তিক সংস্থা দ্য অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউশন ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (অ্যাডফিয়াপ)-এর ‘আউটস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। আইবিএম-এর সহযোগিতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম ব্লকচেইনভিত্তিক ডিজিটাল সাপ্লাই চেইন ফাইন্যান্স প্লাটফর্ম ‘অর্জন’ প্রবর্তনের জন্য আইপিডিসি এই স্বীকৃতি গ্রহণ করে। আইপিডিসি-এর সিইও মমিনুল ইসলাম অ্যাডফিয়াপ থেকে ‘আউটস্ট্যান্ডিং সিইও অ্যাওয়ার্ড’ পান। ২০১৯ সালে আইপিডিসি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস-এ সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার গ্রহণ করে। বর্তমানে মমিনুল ইসলামের নেতৃতে আইপিডিসি সর্বোচ্চ ‘এএএ’ ক্রেডিট রেটিংপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এছাড়া প্রতিষ্ঠানটি দেশের একমাত্র ‘সুপারব্র্যান্ড’ আর্থিক প্রতিষ্ঠান।