সিলেটে তেলের ট্রেনের সাত বগি লাইনচ্যুত

হাঁড়ি-পাতিল নিয়ে তেল সংগ্রহে স্থানীয়রা

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁয়ের গুতিগাঁওয়ে তেলের ট্রেনের সাত বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিকল্প হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে সিলেটের যাত্রীরা তাদের গন্তব্যস্থলের উদ্দেশে ট্রেনে চড়েন। দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে তেল ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকলে স্থানীয় শত শত লোক হাড়ি-পাতিল, বালতি ও ড্রাম নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা টিটু চন্দ্র বলেন, তেলবাহী ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে লোকজন হুমড়ি খেয়ে পড়েন। অগ্নিঝুঁকির মধ্যে তেল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে শত শত মানুষ। রাতের বেলা অন্ধকারের মধ্যে পুলিশ চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

?মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশনের সিনিয়র সাব অ্যাসিস্টেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাস বলেন, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে আসা তেল ট্রেনের ২১টি বগির মধ্যে সাতটি লাইনচ্যুত হয়। সকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে একটি বগি উদ্ধার করতে পারলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত ছিল। এর আগে লাইনচ্যুত অবশিষ্ট বগিগুলো উদ্ধারে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা থেকে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস কুলাউড়ায় ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে আটকা পড়ে। তেলবাহি ট্রেনটি ২১টি বগি নিয়ে আসছিল। এরমধ্যে সাতটি বগি লাইনচ্যুত হয়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে। তবে কোন দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে, বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের বদলে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে গতকাল দুপুরে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে একটি ট্রেন। বিকেলে সে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে আরও একটি ট্রেন ছেড়ে যায়।

কুলাউড়া জংশন রেল স্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন গতকাল সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে দুপুর সাড়ে ১২টায় স্থানীয় যাত্রীদের নিয়ে ট্রেনটি কুলাউড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটগামী বগি লাইনচ্যুতের ঘটনায় ওই স্থানে প্রায় ৮০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। কর্মীরা ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পাশাপাশি লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করেন।

এদিকে এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলামকে প্রধান করে গঠিত এ কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২১ , ২৩ মাঘ ১৪২৭, ২৩ জমাদিউস সানি ১৪৪২

সিলেটে তেলের ট্রেনের সাত বগি লাইনচ্যুত

হাঁড়ি-পাতিল নিয়ে তেল সংগ্রহে স্থানীয়রা

প্রতিনিধি, সিলেট

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁয়ের গুতিগাঁওয়ে তেলের ট্রেনের সাত বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিকল্প হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে সিলেটের যাত্রীরা তাদের গন্তব্যস্থলের উদ্দেশে ট্রেনে চড়েন। দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে তেল ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকলে স্থানীয় শত শত লোক হাড়ি-পাতিল, বালতি ও ড্রাম নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা টিটু চন্দ্র বলেন, তেলবাহী ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে লোকজন হুমড়ি খেয়ে পড়েন। অগ্নিঝুঁকির মধ্যে তেল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে শত শত মানুষ। রাতের বেলা অন্ধকারের মধ্যে পুলিশ চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

?মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশনের সিনিয়র সাব অ্যাসিস্টেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাস বলেন, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে আসা তেল ট্রেনের ২১টি বগির মধ্যে সাতটি লাইনচ্যুত হয়। সকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে একটি বগি উদ্ধার করতে পারলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত ছিল। এর আগে লাইনচ্যুত অবশিষ্ট বগিগুলো উদ্ধারে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা থেকে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস কুলাউড়ায় ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে আটকা পড়ে। তেলবাহি ট্রেনটি ২১টি বগি নিয়ে আসছিল। এরমধ্যে সাতটি বগি লাইনচ্যুত হয়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে। তবে কোন দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে, বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের বদলে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে গতকাল দুপুরে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে একটি ট্রেন। বিকেলে সে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে আরও একটি ট্রেন ছেড়ে যায়।

কুলাউড়া জংশন রেল স্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন গতকাল সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে দুপুর সাড়ে ১২টায় স্থানীয় যাত্রীদের নিয়ে ট্রেনটি কুলাউড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটগামী বগি লাইনচ্যুতের ঘটনায় ওই স্থানে প্রায় ৮০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। কর্মীরা ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পাশাপাশি লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করেন।

এদিকে এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলামকে প্রধান করে গঠিত এ কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।