গাজীপুরে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে ৬ আসামি আটক

গাজীপুরে স্যানিটারি মিস্ত্রী সাদেক আলীকে (৩২) প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি কাওসার আহমেদ আকাশসহ ছয়জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশ। এদের মধ্যে এজাহার নামীয় ৪ জন আসামি রয়েছে। গত শনিবার সকালে গাজীপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) জাকির হাসান।

উপ-কমিশনার জানান, গাজীপুর শহরের ছায়াবীথি মধ্যপাড়ার স্যানিটারি মিস্ত্রি সাদেক আলী বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার বাসার পাশে দোকানে বিস্কিট কিনতে যায়। সেখানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আসামিদের সঙ্গে তার তর্কাতর্কি হয়। সাদেক আলী বাসায় ফিরে যাওয়ার কিছুক্ষণ পর আসামিরা কৌশলে তাকে বাসার পাশে রাস্তায় ডেকে নেয়। সেখানে আসামিরা প্রকাশ্যে তাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে সাদেক আলীর ছোট ভাই মো. সাইফুল ইসলাম শুক্রবার সদর থানায় একটি মামলা দায়ের করেন। সদর থানা পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি কাওসার আহমেদ আকাশ (২৩) এবং এজহারনামীয় তিনজনসহ সন্ধিগ্ধ আরও দু’জন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে মো. মেহেদী হাসান বিজয় (২১) পিতা মো. আমজাদ হোসেন মুকুল, মো. শামীম (১৮) পিতা মো. নুরুজ্জামান, ইমন আহমেদ (২০) পিতা মো. রেজাউল করিম, মো. মোবারক হোসেন ও নিলয় চন্দ্র বিশ^াস।

রবিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২১ , ২৪ মাঘ ১৪২৭, ২৪ জমাদিউস সানি ১৪৪২

গাজীপুরে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে ৬ আসামি আটক

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে স্যানিটারি মিস্ত্রী সাদেক আলীকে (৩২) প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি কাওসার আহমেদ আকাশসহ ছয়জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশ। এদের মধ্যে এজাহার নামীয় ৪ জন আসামি রয়েছে। গত শনিবার সকালে গাজীপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) জাকির হাসান।

উপ-কমিশনার জানান, গাজীপুর শহরের ছায়াবীথি মধ্যপাড়ার স্যানিটারি মিস্ত্রি সাদেক আলী বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার বাসার পাশে দোকানে বিস্কিট কিনতে যায়। সেখানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আসামিদের সঙ্গে তার তর্কাতর্কি হয়। সাদেক আলী বাসায় ফিরে যাওয়ার কিছুক্ষণ পর আসামিরা কৌশলে তাকে বাসার পাশে রাস্তায় ডেকে নেয়। সেখানে আসামিরা প্রকাশ্যে তাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে সাদেক আলীর ছোট ভাই মো. সাইফুল ইসলাম শুক্রবার সদর থানায় একটি মামলা দায়ের করেন। সদর থানা পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি কাওসার আহমেদ আকাশ (২৩) এবং এজহারনামীয় তিনজনসহ সন্ধিগ্ধ আরও দু’জন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে মো. মেহেদী হাসান বিজয় (২১) পিতা মো. আমজাদ হোসেন মুকুল, মো. শামীম (১৮) পিতা মো. নুরুজ্জামান, ইমন আহমেদ (২০) পিতা মো. রেজাউল করিম, মো. মোবারক হোসেন ও নিলয় চন্দ্র বিশ^াস।