করোনায় আরও শনাক্ত ২ দশমিক ৫১ শতাংশ

দেশে নতুন করে ৩০৫ জন করোনা শনাক্ত হয়েছেন। গত বছরের ১৯ এপ্রিল শনাক্ত হয়েছিলেন ৩১২ জন। এরপর আর এত নিচে নামেনি শনাক্তের সংখ্যা। সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে শনাক্ত হলেন মোট পাঁচ লাখ ৩৭ হাজার ৭৭০ জন।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ১৯০ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ৯৩৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ১৩৫টি। এখন পর্যন্ত ৩৭ লাখ ৩৬ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৭ জন, এখন পর্যন্ত সুস্থ চার লাখ ৮২ হাজার ৮৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ যা গত ১০ মাসে সর্বনিম্ন। এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮৯ দশমিক ৭৯ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুইজন নারী। এখন পর্যন্ত পুরুষ ছয় হাজার ২০৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৯৮৪ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ওপর চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রামে দুইজন এবং খুলনায় একজন মারা গেছেন। ২৪ ঘণ্টায় আটজনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

রবিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২১ , ২৪ মাঘ ১৪২৭, ২৪ জমাদিউস সানি ১৪৪২

করোনায় আরও শনাক্ত ২ দশমিক ৫১ শতাংশ

নিজস্ব বার্তা পরিবেশক |

image

দেশে নতুন করে ৩০৫ জন করোনা শনাক্ত হয়েছেন। গত বছরের ১৯ এপ্রিল শনাক্ত হয়েছিলেন ৩১২ জন। এরপর আর এত নিচে নামেনি শনাক্তের সংখ্যা। সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে শনাক্ত হলেন মোট পাঁচ লাখ ৩৭ হাজার ৭৭০ জন।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ১৯০ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ৯৩৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ১৩৫টি। এখন পর্যন্ত ৩৭ লাখ ৩৬ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৭ জন, এখন পর্যন্ত সুস্থ চার লাখ ৮২ হাজার ৮৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ যা গত ১০ মাসে সর্বনিম্ন। এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮৯ দশমিক ৭৯ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুইজন নারী। এখন পর্যন্ত পুরুষ ছয় হাজার ২০৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৯৮৪ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ওপর চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রামে দুইজন এবং খুলনায় একজন মারা গেছেন। ২৪ ঘণ্টায় আটজনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।