এক সপ্তাহেও গ্রেপ্তার হয়নি এজাহারভুক্ত চার আসামি

সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেনের ওপর নির্যাতনকারী চার আসামি গত এক সপ্তাহেও গ্রেপ্তার হয়নি। ঘটনার পর প্রথম দিকে আন্দোলন ও চাপের মুখে সন্দেহজনক চারজনসহ এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত চারজন এখনও গ্রেপ্তার না হওয়ায় পুলিশের আন্তরিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে পুলিশ বলছে, আসামিরা পলাতক ও অভিযান অব্যাহত আছে।

গত ১ ফেব্রুয়ারি দৈনিক সংবাদের তাহিরপুর প্রতিনিধি যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের ছবি তুলতে গেলে বালুখেকো চক্র তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে নদীর পাড় থেকে টেনে হেঁছড়ে ঘাগটিয়া বাজারে নিয়ে যায়। পরে সেখানে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে এবং মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে তার সহকর্মীদের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিকেলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এখনও তিনি সেখানে চিকিৎসাধীন।

তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তরফদার বলেন, এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে চারজন ও এজাহারনামীয় আরও একজন আসামি গ্রেপ্তার হয়েছে। গত ২ ফেব্রুয়ারি ভোররাতে সন্দেহজনক চারজনকে আটক করে পুলিশ। এর পরদিন রইস উদ্দিন নামের এজাহারনামীয় একজনকে গ্রেপ্তার করা হয়। তবে অধরা রয়েছে মাহমুদ আলী শাহ, দীন ইসলাম, মুশাহিদ তালুকদার ও বহিষ্কৃত মেম্বার মনির উদ্দিন। উল্লেখিত এই চারজন গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

আরও খবর
মায়ানমারে প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান : তুরস্কের রাষ্ট্রদূত
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নরওয়েকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
শান্তিরক্ষা মিশনে ১৯০০ নারী পাঠিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র্রমন্ত্রী
শেয়ারবাজারে বড় পতন
বিএনপির অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না কাদের
গণফোরাম থেকে কিবরিয়ার পদত্যাগ
বীর মুক্তিযোদ্ধাকে দড়ি দিয়ে বেঁধে চেয়ারম্যানের নির্যাতন
আল জাজিরার তথ্যচিত্র মন্দ সাংবাদিকতার দৃষ্টান্ত এডিটরস গিল্ড
ফিরোজের অবৈধ সম্পদের চার্জশিট দিচ্ছে দুদক
পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভ
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ
ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী গ্রেপ্তার

সোমবার, ০৮ ফেব্রুয়ারী ২০২১ , ২৫ মাঘ ১৪২৭, ২৫ জমাদিউস সানি ১৪৪২

সাংবাদিক নির্যাতন

এক সপ্তাহেও গ্রেপ্তার হয়নি এজাহারভুক্ত চার আসামি

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেনের ওপর নির্যাতনকারী চার আসামি গত এক সপ্তাহেও গ্রেপ্তার হয়নি। ঘটনার পর প্রথম দিকে আন্দোলন ও চাপের মুখে সন্দেহজনক চারজনসহ এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত চারজন এখনও গ্রেপ্তার না হওয়ায় পুলিশের আন্তরিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে পুলিশ বলছে, আসামিরা পলাতক ও অভিযান অব্যাহত আছে।

গত ১ ফেব্রুয়ারি দৈনিক সংবাদের তাহিরপুর প্রতিনিধি যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের ছবি তুলতে গেলে বালুখেকো চক্র তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে নদীর পাড় থেকে টেনে হেঁছড়ে ঘাগটিয়া বাজারে নিয়ে যায়। পরে সেখানে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে এবং মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে তার সহকর্মীদের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিকেলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এখনও তিনি সেখানে চিকিৎসাধীন।

তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তরফদার বলেন, এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে চারজন ও এজাহারনামীয় আরও একজন আসামি গ্রেপ্তার হয়েছে। গত ২ ফেব্রুয়ারি ভোররাতে সন্দেহজনক চারজনকে আটক করে পুলিশ। এর পরদিন রইস উদ্দিন নামের এজাহারনামীয় একজনকে গ্রেপ্তার করা হয়। তবে অধরা রয়েছে মাহমুদ আলী শাহ, দীন ইসলাম, মুশাহিদ তালুকদার ও বহিষ্কৃত মেম্বার মনির উদ্দিন। উল্লেখিত এই চারজন গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।