কুয়াকাটায় হাত-পা বেঁধে পেটানো যুবক উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা হাত পা বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া যুবক রায়হানকে (২২) ৬ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সকাল নয়টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর স্লুইজগেট এলাকার বালুবাহী নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে একটি ডিঙ্গি নৌকা আন্ধারমানিক মোহনার বালু মহলে বালু আনতে যায়। এ সময় বালুবাহী নৌকা দেখে রায়হান তাদের কাছে এসে সাহায্য চায়। তারা রায়হানকে নৌকার তুলে আলীপুর স্লুইসগেট এলাকায় নিয়ে এসে পুলিশকে খবর দেয়। এ সময় রায়হানের হাত বাঁধা ছিল এমনটা জানিয়েছেন বালুবাহী নৌকার শ্রমিক আক্কাস আলী।

পুলিশ জানিয়েছে, রায়হান চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মহিপুর থানায় ৩টি ও তালতলী থানায় ২টি মাদক মামলা রয়েছে। গত বৃহস্পতিবার দুুপুরে বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় যুবক রায়হান। পরে শুক্রবার সকালে রায়হানকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর শুক্রবার বিকেলে রায়হানের পিতা আবুল কাশেম মহিপুর থানায় বাদী হয়ে ইমাম সিকদার, মসিউর, ইমরান, বিপ্লব শীলের নাম উল্লেখ করে আরও ৪-৫ জন অজ্ঞাত দিয়ে একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে।

অপহরণ ও নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউসুফ বেপারী (২২) ও ইলিয়াছ হোসেন (২৩) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। লতাচাপলী ইউনিয়নের ফাঁসিপাড়া বেল্লাল বেপারীর ছেলে ইউসুফ বেপারীকে গত রোববার রাতে গ্রেফতার করার পর রাতেই রায়হানের পিতা আবুল কাশেম ৯ জনের বিরুদ্ধে মহিপুর থানায় একটি অপহারণ মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ , ২৮ মাঘ ১৪২৭, ২৮ জমাদিউস সানি ১৪৪২

কুয়াকাটায় হাত-পা বেঁধে পেটানো যুবক উদ্ধার

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

image

পটুয়াখালীর কুয়াকাটা হাত পা বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া যুবক রায়হানকে (২২) ৬ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সকাল নয়টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর স্লুইজগেট এলাকার বালুবাহী নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে একটি ডিঙ্গি নৌকা আন্ধারমানিক মোহনার বালু মহলে বালু আনতে যায়। এ সময় বালুবাহী নৌকা দেখে রায়হান তাদের কাছে এসে সাহায্য চায়। তারা রায়হানকে নৌকার তুলে আলীপুর স্লুইসগেট এলাকায় নিয়ে এসে পুলিশকে খবর দেয়। এ সময় রায়হানের হাত বাঁধা ছিল এমনটা জানিয়েছেন বালুবাহী নৌকার শ্রমিক আক্কাস আলী।

পুলিশ জানিয়েছে, রায়হান চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মহিপুর থানায় ৩টি ও তালতলী থানায় ২টি মাদক মামলা রয়েছে। গত বৃহস্পতিবার দুুপুরে বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় যুবক রায়হান। পরে শুক্রবার সকালে রায়হানকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর শুক্রবার বিকেলে রায়হানের পিতা আবুল কাশেম মহিপুর থানায় বাদী হয়ে ইমাম সিকদার, মসিউর, ইমরান, বিপ্লব শীলের নাম উল্লেখ করে আরও ৪-৫ জন অজ্ঞাত দিয়ে একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে।

অপহরণ ও নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউসুফ বেপারী (২২) ও ইলিয়াছ হোসেন (২৩) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। লতাচাপলী ইউনিয়নের ফাঁসিপাড়া বেল্লাল বেপারীর ছেলে ইউসুফ বেপারীকে গত রোববার রাতে গ্রেফতার করার পর রাতেই রায়হানের পিতা আবুল কাশেম ৯ জনের বিরুদ্ধে মহিপুর থানায় একটি অপহারণ মামলা দায়ের করেন।