গায়িকা এখন নায়িকা

দুই বছর আগে পহেলা বৈশাখ উপলক্ষে প্রয়াত সেলিম খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সঙ্গীতা’র ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছিল সঙ্গীতশিল্পী সুবাহ’র প্রথম মৌলিক গান ‘চল মেলায় যাইরে’। গানটি লিখেছিলেন সুবাহ ও রবিন। গানটির সুর সঙ্গীত করেছিলেন রবিন ইসলাম। কিন্তু গায়িকা হিসেবে পথচলা শুরু হলেও তার স্বপ্ন ছিল নায়িকা হবার। ২০১৯ সালে একটি সিনেমায় প্লে-ব্যাক করতে গিয়েই তার নায়িকা হয়ে উঠা। তাই গানের ভুবন থেকে আপাতত বেশকিছুটা দূরে। নায়িকা হিসেবে এরইমধ্যে তিনি প্রায় শেষ করেছেন রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ও আব্দুল মান্নান পরিচালিত ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমার কাজ। এছাড়াও নাটক এবং গানের মিউজিক ভিডিওতে কাজ করছেন। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে সুবাহ বলেন, ‘মা আমার পাশে ছিলেন বিধায় চলচ্চিত্রে অভিনয় করে যেতে পারছি।

আমার কাছে ভালো ভালো গল্পের সিনেমা আসছে। ভালো ভালো নাটকের স্ক্রিপ্টও আসছে। আর আমার বিশ^াস এই বছরটা আমাদের চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি ঘুরে দাঁড়াবে। আমি আমার অবস্থান থেকে অভিনয়ে সেরাটাই দিতে চাই।’

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ , ২৮ মাঘ ১৪২৭, ২৮ জমাদিউস সানি ১৪৪২

গায়িকা এখন নায়িকা

বিনোদন প্রতিবেদক |

image

দুই বছর আগে পহেলা বৈশাখ উপলক্ষে প্রয়াত সেলিম খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সঙ্গীতা’র ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছিল সঙ্গীতশিল্পী সুবাহ’র প্রথম মৌলিক গান ‘চল মেলায় যাইরে’। গানটি লিখেছিলেন সুবাহ ও রবিন। গানটির সুর সঙ্গীত করেছিলেন রবিন ইসলাম। কিন্তু গায়িকা হিসেবে পথচলা শুরু হলেও তার স্বপ্ন ছিল নায়িকা হবার। ২০১৯ সালে একটি সিনেমায় প্লে-ব্যাক করতে গিয়েই তার নায়িকা হয়ে উঠা। তাই গানের ভুবন থেকে আপাতত বেশকিছুটা দূরে। নায়িকা হিসেবে এরইমধ্যে তিনি প্রায় শেষ করেছেন রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ও আব্দুল মান্নান পরিচালিত ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমার কাজ। এছাড়াও নাটক এবং গানের মিউজিক ভিডিওতে কাজ করছেন। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে সুবাহ বলেন, ‘মা আমার পাশে ছিলেন বিধায় চলচ্চিত্রে অভিনয় করে যেতে পারছি।

আমার কাছে ভালো ভালো গল্পের সিনেমা আসছে। ভালো ভালো নাটকের স্ক্রিপ্টও আসছে। আর আমার বিশ^াস এই বছরটা আমাদের চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি ঘুরে দাঁড়াবে। আমি আমার অবস্থান থেকে অভিনয়ে সেরাটাই দিতে চাই।’