সূচকের সঙ্গে কমেছে লেনদেনও

আগের কার্যদিবসের মতো গতকালও পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৭.৬৪ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১০.৭০ পয়েন্ট এবং সিডিএসইটি ৪.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২০৯৯.৯৮ পয়েন্টে এবং ১১৭৫.৭৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ২.২৮ পয়েন্ট বেড়েছে। গতকাল ডিএসই ৮০১ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ২৫৪ কোটি ৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৫ কোটি ৪৭ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির বা ১৬.২৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯৩টির বা ৫৪.৯৯ শতাংশের এবং ১০১টির বা ২৮.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৪.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৮৯.৫০ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৫টির দর বেড়েছে, কমেছে ৮৩টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৪টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ১১ লাখ ২৮ হাজার ৪৭১টি শেয়ার ৩৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৩ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ৫০ লাখ ২৯ হাজার টাকার ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লিনডেবিডির।

এছাড়া আমান কটনের ২২ লাখ ৮০ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ৫ লাখ ৩১ হাজার টাকার, বিবিএসের ৬ লাখ ৮০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ২৫ লাখ ৭৬ হাজার টাকার, বিডি থাইয়ের ১৫৫ লাখ ৮৮ হাজার টাকার, বিকন ফার্মার ২ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকার, বেক্সিমকোর ২৫ লাখ ২০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৬ লাখ ৮৫ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৭ লাখ ২২ হাজার টাকার, গ্রামীণফোনের ৮০ লাখ ৮০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৩ লাখ ২৪ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৫ লাখ ২ হাজার টাকার, ম্যারিকোর ১২ লাখ ২৪ হাজার টাকার, মীর আখতার হোসাইনের ১৩ লাখ ৮৮ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ টাকার, ন্যাশনাল ব্যাংকের ৭ লাখ ৬০ হাজার টাকার, রেকিট বেনিকিজারের ৮ লাখ ৯৬ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১০ লাখ ৯২ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ৬ হাজার টাকার, সিনোবাংলার ৫ লাখ ৬৬ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ৪৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৭টির বা ১৬.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে লাভেলো আইসক্রিমের। কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.৫০ টাকায়। লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৭০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লাভেলো আইসক্রিম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ৬.৯২ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৫.৮৩ শতাংশ, বার্জার পেইন্টসের ৫.৮১ শতাংশ, ইউনিলিভারের ৪.৯৯ শতাংশ, রেকিট বেনকিজারের ৪.৫৭ শতাংশ, জিবিবি পাওয়ারের ৪.২৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.০৫ শতাংশ, গোল্ডেন সনের ৩.৮৯ শতাংশ এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৩.৬৩ শতাংশ বেড়েছে।

এছাড়া লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৩টির বা ৫৪.৯৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯.৪০ টাকায়। লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৫.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ৯.৬৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফেডারেল ইন্স্যুরেন্সের ৮.৮৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৮.৬৬ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৪৬ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৮.৪০ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৮.২৬ শতাংশ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ৮.১৯ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮.০৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৭.৯৮ শতাংশ এবং জিলবাংলা সুগারের শেয়ার দর ৭.৫৮ শতাংশ কমেছে।

সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ , ২ ফাল্গুন ১৪২৭ ২ রজব ১৪৪২

সূচকের সঙ্গে কমেছে লেনদেনও

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

আগের কার্যদিবসের মতো গতকালও পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৭.৬৪ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১০.৭০ পয়েন্ট এবং সিডিএসইটি ৪.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২০৯৯.৯৮ পয়েন্টে এবং ১১৭৫.৭৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ২.২৮ পয়েন্ট বেড়েছে। গতকাল ডিএসই ৮০১ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ২৫৪ কোটি ৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৫ কোটি ৪৭ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির বা ১৬.২৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯৩টির বা ৫৪.৯৯ শতাংশের এবং ১০১টির বা ২৮.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৪.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৮৯.৫০ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৫টির দর বেড়েছে, কমেছে ৮৩টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৪টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ১১ লাখ ২৮ হাজার ৪৭১টি শেয়ার ৩৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৩ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ৫০ লাখ ২৯ হাজার টাকার ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লিনডেবিডির।

এছাড়া আমান কটনের ২২ লাখ ৮০ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ৫ লাখ ৩১ হাজার টাকার, বিবিএসের ৬ লাখ ৮০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ২৫ লাখ ৭৬ হাজার টাকার, বিডি থাইয়ের ১৫৫ লাখ ৮৮ হাজার টাকার, বিকন ফার্মার ২ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকার, বেক্সিমকোর ২৫ লাখ ২০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৬ লাখ ৮৫ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৭ লাখ ২২ হাজার টাকার, গ্রামীণফোনের ৮০ লাখ ৮০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৩ লাখ ২৪ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৫ লাখ ২ হাজার টাকার, ম্যারিকোর ১২ লাখ ২৪ হাজার টাকার, মীর আখতার হোসাইনের ১৩ লাখ ৮৮ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ টাকার, ন্যাশনাল ব্যাংকের ৭ লাখ ৬০ হাজার টাকার, রেকিট বেনিকিজারের ৮ লাখ ৯৬ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১০ লাখ ৯২ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ৬ হাজার টাকার, সিনোবাংলার ৫ লাখ ৬৬ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ৪৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৭টির বা ১৬.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে লাভেলো আইসক্রিমের। কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.৫০ টাকায়। লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৭০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লাভেলো আইসক্রিম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ৬.৯২ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৫.৮৩ শতাংশ, বার্জার পেইন্টসের ৫.৮১ শতাংশ, ইউনিলিভারের ৪.৯৯ শতাংশ, রেকিট বেনকিজারের ৪.৫৭ শতাংশ, জিবিবি পাওয়ারের ৪.২৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.০৫ শতাংশ, গোল্ডেন সনের ৩.৮৯ শতাংশ এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৩.৬৩ শতাংশ বেড়েছে।

এছাড়া লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৩টির বা ৫৪.৯৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯.৪০ টাকায়। লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৫.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ৯.৬৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফেডারেল ইন্স্যুরেন্সের ৮.৮৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৮.৬৬ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৪৬ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৮.৪০ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৮.২৬ শতাংশ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ৮.১৯ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮.০৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৭.৯৮ শতাংশ এবং জিলবাংলা সুগারের শেয়ার দর ৭.৫৮ শতাংশ কমেছে।