উইঘুর বন্দীশিবিরে স্কুলশিক্ষিকার নির্যাতনের বর্ণনা

চীনের শিনজিয়াং প্রদেশে দেশটির সরকার নিয়ন্ত্রিত বন্দীশিবিরে পড়ানোর প্রথম দিন অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন প্রাথমিক স্কুলে শিক্ষক কেলবিনার সিদিক। দেখতে পান, এক উইঘুর তরুণীকে স্ট্রেচারে করে ভবন থেকে বের করছে দুই সেনা।

বর্তমানে নেদারল্যান্ডসে অবস্থান করা সিদিক সিএনএনকে বলেন, ‘তরুণীটির মুখে কোন প্রাণ ছিল না। তার দুই গাল ছিল ফ্যাকাশে। সে নিশ্বাস নিচ্ছিল না।’

বন্দীশিবিরের এক নারী পুলিশ কর্মকর্তা পরে সিদিককে জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীটি মারা গেছে। তবে কিসে তার মৃত্যু হয়েছে, তা সিদিককে জানাননি ওই পুলিশ।

বন্দীশিবিরে ধর্ষণ ও নির্যাতন নিয়ে পুরুষ সহকর্মীরা কীভাবে নিজেদের মধ্যে বড়াই করে বেড়াতেন, তা সিদিককে জানান ওই পুলিশ কর্মকর্তা। সিদিক বলেন, ‘রাতে যখন তারা মদ খেত, তখন কীভাবে বন্দীশিবিরের মেয়েদের তারা ধর্ষণ ও নির্যাতন করত, তা একে অপরকে বলাবলি করত।’

শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ , ৭ ফাল্গুন ১৪২৭ ৭ রজব ১৪৪২

উইঘুর বন্দীশিবিরে স্কুলশিক্ষিকার নির্যাতনের বর্ণনা

চীনের শিনজিয়াং প্রদেশে দেশটির সরকার নিয়ন্ত্রিত বন্দীশিবিরে পড়ানোর প্রথম দিন অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন প্রাথমিক স্কুলে শিক্ষক কেলবিনার সিদিক। দেখতে পান, এক উইঘুর তরুণীকে স্ট্রেচারে করে ভবন থেকে বের করছে দুই সেনা।

বর্তমানে নেদারল্যান্ডসে অবস্থান করা সিদিক সিএনএনকে বলেন, ‘তরুণীটির মুখে কোন প্রাণ ছিল না। তার দুই গাল ছিল ফ্যাকাশে। সে নিশ্বাস নিচ্ছিল না।’

বন্দীশিবিরের এক নারী পুলিশ কর্মকর্তা পরে সিদিককে জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীটি মারা গেছে। তবে কিসে তার মৃত্যু হয়েছে, তা সিদিককে জানাননি ওই পুলিশ।

বন্দীশিবিরে ধর্ষণ ও নির্যাতন নিয়ে পুরুষ সহকর্মীরা কীভাবে নিজেদের মধ্যে বড়াই করে বেড়াতেন, তা সিদিককে জানান ওই পুলিশ কর্মকর্তা। সিদিক বলেন, ‘রাতে যখন তারা মদ খেত, তখন কীভাবে বন্দীশিবিরের মেয়েদের তারা ধর্ষণ ও নির্যাতন করত, তা একে অপরকে বলাবলি করত।’