ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ব্রেইন স্টেশন ২৩

দেশের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছে দেশীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ‘ব্রেইন স্টেশন ২৩’। দেশে তথ্যপ্রযুক্তি খাতে অবদানের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনের জন্য বৃহৎ শিল্প ক্যাটাগরিতে পুরস্কারটি পেয়েছে ‘ব্রেইন স্টেশন ২৩। ’ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘ব্রেইন স্টেশন ২৩’ এর পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম জে ফেরদৌসের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দেশের শিল্প, কৃষি ও সেবাখাতে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)। অনুষ্ঠানে এম জে ফেরদৌস বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ের এ স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। তথ্যপ্রযুক্তি খাতে নিরলস প্রচেষ্টা এবং ভূমিকা রাখার পুরস্কার হিসেবে এ পুরস্কার পাওয়া ব্রেইন স্টেশন ২৩ এর জন্য একইসঙ্গে সম্মানের ও অনুপ্রেরণার। আমাদের সব কর্মীদের নিবেদিত কাজের ফল এ স্বীকৃতি। আগামী দিনগুলোতে তথ্যপ্রযুক্তি খাতে আরও অবদান রাখার প্রত্যয় নবায়ন করেছে গোটা ব্রেইন স্টেশন পরিবার।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রেইন স্টেশন ২৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাইসুল কবির। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে বাংলাদেশ সরকারের যে প্রচেষ্টা তাতে অবদান রাখা সব ডিজিটাল প্রতিষ্ঠানেরই দায়িত্ব। দেশীয় কোম্পানি হিসেবে ব্রেইন স্টেশন ২৩ এ দায়িত্ব আন্তরিকভাবে পালন করে যাচ্ছে। এই অ্যাওয়ার্ড পেয়ে আমরা আরো বেশি অনুপ্রাণিত। দেশের ডিজিটাল সলিউশন বাস্তবায়নে আরও অনেক অবদান রাখবে ব্র্রেইন স্টেশন পরিবার।’ সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ , ১০ ফাল্গুন ১৪২৭ ১০ রজব ১৪৪২

ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ব্রেইন স্টেশন ২৩

image

দেশের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছে দেশীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ‘ব্রেইন স্টেশন ২৩’। দেশে তথ্যপ্রযুক্তি খাতে অবদানের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনের জন্য বৃহৎ শিল্প ক্যাটাগরিতে পুরস্কারটি পেয়েছে ‘ব্রেইন স্টেশন ২৩। ’ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘ব্রেইন স্টেশন ২৩’ এর পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম জে ফেরদৌসের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দেশের শিল্প, কৃষি ও সেবাখাতে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)। অনুষ্ঠানে এম জে ফেরদৌস বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ের এ স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। তথ্যপ্রযুক্তি খাতে নিরলস প্রচেষ্টা এবং ভূমিকা রাখার পুরস্কার হিসেবে এ পুরস্কার পাওয়া ব্রেইন স্টেশন ২৩ এর জন্য একইসঙ্গে সম্মানের ও অনুপ্রেরণার। আমাদের সব কর্মীদের নিবেদিত কাজের ফল এ স্বীকৃতি। আগামী দিনগুলোতে তথ্যপ্রযুক্তি খাতে আরও অবদান রাখার প্রত্যয় নবায়ন করেছে গোটা ব্রেইন স্টেশন পরিবার।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রেইন স্টেশন ২৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাইসুল কবির। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে বাংলাদেশ সরকারের যে প্রচেষ্টা তাতে অবদান রাখা সব ডিজিটাল প্রতিষ্ঠানেরই দায়িত্ব। দেশীয় কোম্পানি হিসেবে ব্রেইন স্টেশন ২৩ এ দায়িত্ব আন্তরিকভাবে পালন করে যাচ্ছে। এই অ্যাওয়ার্ড পেয়ে আমরা আরো বেশি অনুপ্রাণিত। দেশের ডিজিটাল সলিউশন বাস্তবায়নে আরও অনেক অবদান রাখবে ব্র্রেইন স্টেশন পরিবার।’ সংবাদ বিজ্ঞপ্তি।